নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

তোমাকে হারাবার ভয়

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮



তোমায় দেখলে হৃদয় লাগে দোলা

ইচ্ছে হয় পড়িয়ে দেই ফুলে মালা

প্রেমিক এই মন শুধু তোমার জপ করে

একদিন না দেখলে দুচোখে অশ্রু পড়ে



ভালবাসি ভালবাসি চিৎকার করে বলি

পাগলের মতো ঘুরি এ গলি ও গলি

তোমার জন্য আমার হয়েছে বদনাম

কোথায় উত্তর-দখিন, কোথায় ডান-বাম



এ কবিতা তুমি পড়বে না আমি জানি

কিন্তু তোমার প্রতি স্পন্দন আমি শুনি

তোমাকে হারাবার ভয়

আমার অবক্ষয়

তোমার বিজয়

সারারাত জেগে থাকি তোমার কল্পনায়

সারাদিন ঘুমিয়ে থাকি আমার জল্পনায়



ইতিহাস আমি বদলিয়ে দিতে চাই

তুমি আমি কেউ নাই

চল গান গাই

ডুগডুগি বাজাই

কিভাবে তোমায় হারাই

শুধু তোমাই চাই।

২৫-০৮-১৪

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.