![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
দালাল হবেন দালাল
অন্যদেশের দালাল
নিজের দেশের পক্ষে গেলে
উঠিয়ে নিবে ছাল
মুক্তিযোদ্ধা মানে এক দল
অন্য কথা বললে পরে
আসবে তারা বিষম তেড়ে
মিডিয়ায় হয়ে যাবেন খল
সত্য কথা বলবেন না
সত্য পথে চলবেন না
সত্য কি জিনিস তা জানবেন না
মিথ্যে হয়ে যান ফানা ফানা
ভোট কেড়ে নিবে
মিডিয়া বন্ধ করে দিবে
আইন নিয়ে হা ডু ডু খেলবে
আমাদের গুম করে দিবে
কিছু ব্ললেই বলে রাবিস
মনে করে মোদের ফুলিস
তোর গণতন্ত্রের খেতাবালিস
কচু দিয়ে করবো মালিস
৭১ নিয়ে করে তারা ব্যবসা
বিবেক আজ ঘুমিয়ে আছে
ভণ্ডরা চেতনার গানে নাচে
তাই বাংলা মায়ের এই দশা ।
১৪-০৯-১৪
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: গণতন্ত্রের খেতাবালিস ভালো হইসে ।
শুভ সকাল
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০২
দুখাই রাজ বলেছেন: মন্দ বলেন নাই ভাই ।
ভালো থাকবেন , ভালো রাখবেন ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৩
কলাবাগান১ বলেছেন: ৭১ শুনলেই দিলে খুব ঘা লাগে......... ১৯৭১ না হলে জামাতিদের সব কাজ হালাল হয়ে যেত.......। এই ১৯৭১ এর জন্যই তারা এখনও কোনঠাসা .... সো... যে ভাবেই পার ৭১কে প্রশ্নবিদ্ধ কর.... তাতে যদি মিথ্যার প্রলেপ দিয়ে হলেও