![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আজ আমার আম্মার লাল খাতার শেষ কবিতা প্রকাশিত হবে। তাঁর বয়স প্রায় ৬৩ বছর। কবিতাগুলোর রচনাকাল ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। কবিতাগুলো আসলে গান হিসাবে লেখা হয়েছিল। অনেক পাঠক তা বুঝে ফেলেছে।
তাঁর মোট ৩৫ টা কবিতা আছে। আজ প্রকাশিত হলে শেষ হয়ে যাবে। আমার আজ খুব খারাপ লাগছে আবার খুব ভাল লাগছে। আজ এর পর আর কোন কবিতা আম্মার প্রকাশিত হবে না। আর ভাল লাগছে আজ সব কবিতা শেষ পর্যন্ত প্রকাশিত। পাঠকদের ভালবাসা, সমালোচনা আম্মার কবিত্ব অমরত্ব পেয়েছে।
আমার ইচ্ছে আছে আম্মার কবিতা নিয়ে একটা বই সামনে একুশের বইমেলা প্রকাশিত করতে। সবার সহযোগিতা চাই।
২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯
জাফরুল মবীন বলেছেন: আপনার মা’কে সালাম জানাচ্ছি।
উনার কবিতা নিয়ে বই বের করার আপনার প্রচেষ্টায় শুভকামনা রইলো।
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯
সাহাদাত উদরাজী বলেছেন: কেন এটা শেষ কবিতা হবে, তিনি লিখেই যাবেন, আপনার উচিত উনাকে আমাদের পক্ষ থেকে উৎসাহ দেয়া।
সালাম জানিয়ে গেলাম।