![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
সারাদিন কাজ করা পর
যখন বাড়ি ফিরি
২ ঘণ্টা বাস চড়ে
তখন ইচ্ছে হয়
কেউ এসে বলুক
আমি তোমায় ভালবাসি
কিংবা যখন সকালে যখন
বাসা থেকে বের হই
তার আগে আমার জন্য
কেউ নাস্তা বানিয়ে
সুন্দর করে কাপড় স্ত্রিরি
বলে "নাস্তা খেতে এস"
কিন্তু যখন বাসায় ফিরি
কেউ কিছু বলে না
যখন বাসা থেকে বের হই
তার আগে নিজের নাস্তা নিজেই বানাই
কোনরকম কাপড় পড়ে বের হই
নিঃসঙ্গ শুন্যতা
নিলপ্ত মন্নতা
বিলিন হয়ে যাচ্ছি
নিজের মধ্যে নিজে।
১৩-১১-১৪
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০
অপ্সরা বলেছেন: আহালে ভাইয়া। তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। ভাবীজি এসে গেলে আর কোনো চিন্তা নেই।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
ভূতের কেচ্ছা বলেছেন: আহারে আমার এই ভাইডির দিকে কেউ তা্হাইলো না.....
মুনে বড় কুষ্ট পাইলাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯
সোনারতরী বলেছেন: ভাল হয়েছে------------
google search engine ব্যবহার করে দেখতে পারেন কাওকে পেতে পারেন ...........