![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
রাত ৯টার সময় আমার আম্মু স্টার জলসায় "বুঝে না, সে বুঝে না" দেখে। আমি সাড়ে আটটা থেকে The Big Bang Theory দেখে আম্মাকে ডাকি "আম্মা ফাকি শুরু হল্ল।আম্মা দেখা শুরু করে। সিরিয়ালে মাঝে আমার কিছু বক্তব্য থাকে। "ফাঁকি উড়ে গেল","কাউয়া কি করে?","এরকম ফাঁকি আর কাউয়া তাকিয়ে থেকে লাভ কি?"। এমাসে আমাদের বেতন পেতে একটু দেরি হবে। আমি আম্মাকে এটা উল্লেখ করতেই আম্মু খেজি মেরে বলে,"আমাকে ফাঁকি দেখতে দে?"সারাবাংলা আজ ফাঁকি আর ফাঁকি করতেছে। প্রায় ফাঁকি সংবাদে পরিণত হচ্ছে। আমার আম্মাকে কিছুতে ফাঁকি থেকে বাঁচাতে পারছি না। কেউকি এই ফাঁকি থেকে বাঁচার উপায় বলে দিতে পারবেন?
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
ফিদাতো আলী সরকার বলেছেন: তাহলে তো আম্মু লাঠি দিয়ে মাইর দিবে।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
ভূতের কেচ্ছা বলেছেন: এককাজ করুন , ঐ ফাকির , যাদুর বাক্স টি হাতে নিন.....সোজা ছাদে চলে যান.. উপর থেকে দেখুন কেউ নীচে আছে কি না. তারপর সোজা ছাদ থেকে ঐ যাদুর বাক্সটি ফেলে দিন... তারপর প্রতিদিন যে ময়লা নিয়ে যায় , তাকে ডেকে ঐ আবর্জনা দিয়ে দিন......................
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
ফিদাতো আলী সরকার বলেছেন: মাথা ব্যথা করছে বলে কি মাথা কেটে ফেলা যায়?
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬
সোহানী বলেছেন: আমি কিন্তু আমার বাসায় বন্ধ করেছি এই সব আবর্জনা.... মানে আমার ছেলে মেয়ে ও এসিসট্যান্টরা এখন আর দেখে না।
বাট মায়েরটা বন্ধ করতে পারিনি। আমি চেচামেচি করলে বলে, বাসার একটা এসিসট্যান্ট ও থাকবে না যদি এটি বন্ধ করি।.........
প্লিজ, আমাগো বুদ্ধিজীবিরা...... আরেকবার ভাবেন......... জি বাংলা দেখবেন.... কু শিক্ষা পাবেন.... পরীক্ষার আগের পাওয়া প্রশ্ন দেখে নকল করে পরীক্ষা দিবেন.... গোল্ডেন এ প্লাস পাবেন......... সারা বছর কোন পড়াশুনা করবেন না....... মোবাইল পর্ণ দেখবেন আর পাখিরে কল্পনা করবেন.......... একসময় নেশা করবেন...... তারপর ইয়াবার সাপ্লাইয়ার হবেন..... বাহ্ বাহ্................... দেশ এগিয়ে যাচ্ছে সাথে আমরা ও.........
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
মনিরা সুলতানা বলেছেন: আজব কাহিনি সবাই সবার কাছে বুদ্ধি চায়, কেউ নিজের দায়িত নিতে চায় না?? ভাই চ্যারেটি বিগান্স এট হোম.
বলে রাখি আমার বাসায় মেহমান এসে দেখতে চাইলেও, আমি সবিনয়ে না করে দেই.
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
ভিটামিন সি বলেছেন: ওই মিয়া আফনে নিজেই তো আফনার মায়েরে ডাইক্কা আইন্না দেখাইতেছেন। আপনারে ঘর থেইক্কা রিমোটসহ বাইর কইরা দিলেই ওইসব দেখা বন অইয়া যাইব।