![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমি সারাদিন অপেক্ষায় থাকি
তুমি কখন বলবে,
আপনি কেমন আছেন?
এই কথাটা শুনার পর
আমার সারা শরীরের লোম
খাঁড়া হয়ে যায়
হৃদয়ের কম্পন বেড়ে যায়
চিৎকার করে কিছু বলতে চাই
তুমি বলে রাশির মতো দেখতে
কভু তোমার সাথে দেখা হবে
হাতে হাত রাখা হবে
চোখে চোখে মিলন হবে
তুমি থাক যশোর
আমি থাকি ঢাকা
কত মাইলের ব্যবধান
মিটবে কি কভু?
অতির সাথে গোধূলি বেলা
পার্থক্য তো মেলা
আসো প্রিয়া করি খেলা
পড়াই তোমায় ফুলের মেলা
২৭-১২-১৪
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৭
নির্বোধ পাঠক বলেছেন: প্রথম দুই পঙতি ভাল লেগেছে