নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি ভালবাসা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

তুমি রোজ সকালে আমাকে ডেকে দাও
আমরা দুজনে নামাজ পড়ি
আমরা রোজ রাতে একজন আরেকজনকে ঘুম পাড়াই
দুজন একই স্বপ্ন দেখি
সকালে অফিসের উদ্দেশ্যে যখন বাসে চড়ি
তোমার সাথে কথা বলি
অফিসে পৌঁছে কাজ শুরুর আগে
তোমার সাথে কথা বলি
আট ঘণ্টা অফিস করে
আবার যখন বাসার উদ্দেশ্যে রওনা দেই
তোমার সাথে কথা বলি

তুমি কান্না করলে
আমি কান্না করি
তুমি ভালবাসলে
আমি ভালবাসি
আমি বলি I Love you
তুমি বল I Love you,2
তারপর 3,…..,10
যে 10 বলে সে জিতে যায়
কখনো তুমি জিত
কখনো তুমি আমায় জিতিয়ে দাও
আমি চাই তুমি সবসময় জিত
আমাদের এই মিষ্টি ভালবাসা যেন
সবসময় থাকে
আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত।
রাজকুমারী তুমি আমার
আমি রাক্ষস শুধু তোমার।
৫-২-১৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

আরণ্যক রাখাল বলেছেন: লিখুন

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

নবাব চৌধুরী বলেছেন: ভীষণ ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.