![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমার বন্ধু খুব কম
আমি মানুষের সাথে মিশতে পারি না
তারা যে বিষয় হাসে সে বিষয় হাসতে পারি না
তারা ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারে আমি তা পারি না
যারা আমার বন্ধু তারা আমার সাথে জোর করে হয়েছে
কেন হয়েছে তা আমি নিজেও জানি না ?
আমার অঢেল টাকা নেই
আমার বাড়ি নেই
আমি সিগেরেট খাই না
আমি মজার গল্প করতে পারি না
আমি তাদের সাহায্য করার জন্য এগিয়ে যাই না
আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না
তারপরেও তারা আমার বন্ধু
আজ আমি তোমাদের একটা কথা জিজাস করি
কেন তোমরা আমার বন্ধু?
২-৮-১৫
©somewhere in net ltd.