নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সবচেয়ে কম বয়সী নভেল লেখিকা ফারহানা শারমিন তিথি

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭


বাংলাদেশের বিখ্যাত পরিবারে ১৯৮২ সালে তাঁর জন্ম। বাবা প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী আবদুর রোউফ সরকার। মা হাজেরা খাতুন গৃহিণী হলেও লেখালেখিতে পাকা ছিলেন। বড় ভাই অর্থাৎ আমি একজন ব্লগার এবং একটি নামকরা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত আছি। তাঁর মেজবাবু বাংলা সাহিত্যে্র দিকপাল শওকত আলী।
শিল্প-সাহিত্য পরিবারে জন্ম নিয়ে ছোটবেলা থেকে পড়াশুনার সাথে নিয়মিত বই পড়া,ছায়ানটে নাচ শিখা, গানে অসাধারন গলা। ভাইয়ের সাথে একটা প্রতিযোগিতা করে সে একা একা একটি উপন্যাস লেখে ফেলে মাত্র ১২-১৩ বছর বয়সে। নাম প্রথম প্রহর। অসাধারন কাহিনী, চমকপ্রদক উপস্থাপন এবং নতুনত্বে বিকাশ। বাংলাদেশের অন্যান্য সেরা ক্ষণস্থায়ী সাহিত্য পত্রিকায় ১৯৯৭ সালের ঈদ সংখ্যা তা প্রকাশিত হয়। পরবর্তীতে বাংলা একাডেমী অমর একুশে বই মেলা বই আকারে প্রকাশিত হয়। যেই সে বই পড়েছে সেই প্রশংসায় পঞ্চমুখ।
আমরা পাঠকরা আশায় আছি তাঁর দ্বিতীয় উপন্যাস কবে প্রকাশ হয় এবং তাঁর প্রতিভার আরো বিকাশিত হয়ে দেশ-বিদেশে থেকে সম্মান বয়ে আনবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দোয়া করি তার সনাম উত্তর বারুক।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬

সুমন কর বলেছেন: পারিবারিক ছায়াটা কাজে লেগেছে। বাকিটা সময় বলে দেবে।
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.