![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
রাক্ষসঃ তোমার কিছু ছবি দাও না। তুমি তো অনেক সুন্দর হয়ে গেছ। আমার তো আজই তোমাকে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে।
কবুল কবুল কবুল। আজ সারারাত তোমাকে বুকে নিয়ে শুয়ে থাকব। কারণ তুমি আমার লক্ষ্মী বউ।তুমি আমার সন্তানে মা হবে। আমার নাতির নানি বা দাদী হবে।তোমাকে আমি সারা জীবন ভালবেসে যাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত।
রাজকুমারিঃ Kintu ami akon raji na.sorto puron hobe tarpor,Ki holo?
রাক্ষসঃ ঠিক আছে। তোমার শর্ত পূরণ না পর্যন্ত আমি আর কোন স্বপ্ন দেখবো না। আর পূরণ না করতে পারি তবে সারাজীবন একাকি কাটাবো আর তা যদি পারি জীবন থেকে পালিয়ে যাব অচিন পুরে বা না ফেরার দেশে।
রাজকুমারিঃ Eita kono kota na.ami tumek amon sorto dei nai j tumi parba na.tumer kota tik hoi nai.tumer bola usit celo ami sorto puron kore asbo tumer kace
রাক্ষসঃআমি আমার শর্ত পূরণ করেই আসব তোমার কাছে।আজ রাতে কি তুমি আমার বুকে আসবে?
রাজকুমারিঃNa.somei kom
রাক্ষসঃঠিক আছে। একলা বিছানায় আমি একলা ঘুমিয়ে পড়ি।এখন ৯.৫০ বাজে।২২শে ডিসেম্বর ৯.৫০ এ তুমি আমাকে hi বলেছিলে
কত ভালবাসা, কত কষ্ট, কত কথা, কত নিঃশ্বাস, কত বিশ্বাস, কত আদর আমাদের মাঝে হয়েছে।মনে হয় আমরা একটা ইতিহাস তৈরি করে ফেলেছি। জানি আমার সব কথা তোমার কাছে খারাপ লাগছে।আমি তোমায় ভালবাসি। আজীবন ভালবেসে যাবো।তুমি আমার জীবনে প্রথম নারী। তুমিই যেন আমার জীবনে শেষ নারী হও।আজ আমি এমন কান্না করেছি যেমন আমার আব্বা মৃত্যুর দিনে করেছি। কপালের সব রগ ফুলে গেছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে।জানি এতে তোমার কিছু আসে যায় না।আমি তোমাকে ভালবাসি। খুব বেশি ভালবাসি।কেন এতো বেশি ভালবাসি?এই কান্নার কোন মুল্য নেই আমি জানি।আজ এক যখন রাস্তায় বের হয়েছিলাম তখন বাসের পড়তে চাইছিলাম। হঠাৎ আম্মার কথা মনে পড়ে গেল। আমার আম্মা সারা জীবন অনেক কষ্ট করেছে। ছোট বেলা বাবার মুখ দেখে নাই। স্বামী ঘরে এসে বেশিদিন স্বামীর সুখ পায় নাই। সে বেঁচে আছে শুধু আমাদের নিয়ে।আম্মা আমার কান্না দেখে সেও কান্না করেছে।
আম্মা আমায় অনেক ভালবাসে।আমি সবসময় দোয়া করতাম আমার জীবন সঙ্গী আমার আম্মার মতো হয়। চরিত্রবান, আদর্শবান এবং সবচেয়ে বড় কথা বিরাট হৃদয়ের অধিকারী। এসব কিছু তোমার মধ্যে আছে।জানি আমি কাল অনেক বড় অপরাধ করেছি। আল্লাহু আমায় মাফ করবে না। আমি যাকে এতো ভালবাসি তাকে আমি কষ্ট দিয়েছি।রাজকুমারী তোমার এই রাক্ষসকে কি ক্ষমা করবে না?
আমি তোমাকে আর বিয়ের কথা বলবো না। যখন তুমি মনে করবে আমি তোমার যোগ্য হয়েছি তখনই আমি বিয়ে করবো।ঠিক আছে। আমার মাথা ফেটে যাচ্ছে। বিদায়।খুব সুন্দর লাগছে তোমায়। যেন মায়াবী দেবী।রাজকুমারী দিয়া, একটু হাস।আমি অসুস্থ। খুব ব্যথায় কান্না আসছে।
রাজকুমারিঃki hoice?
রাক্ষসঃআমি বোধহয় মারা যাবো। যাক জীবনে কাউকে ভালবেসে যেতে পারলাম।
আমি চিনি গো চিনি গো তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাকো পদ্মা পাড়ে
ওগো বিদেশিনী
বুকে আসবে?
রাজকুমারিঃBase kicu ranna dorker nai.samanno korte bolo,Amma k help koro.onek rat hoice.
রাক্ষসঃহাই জান।কি কর?খুব কষ্ট লাগছে।
রাজকুমারিঃBose ace
আল্লাহু কি আমার উপর খুব নারাজ?
রাজকুমারিঃKno?
আমি যা করতে চাচ্ছি, তাতেই বাধা আসছে। একটার পর বিপদ আসছে।
রাজকুমারিঃKi hoice bolo?
আজ সব টাকা শেষ হয়ে গেছে। আমার ওষুধ কিনার টাকা নেই। খালি মিল্ক অব ম্যাগ্নিশিয়াম এনেছে।ব্যথার জন্য হাঁটতে পারছি না।
তাঁর মধ্যে মোবাইলটা মনে হয় নষ্ট হয়ে গেছে
রাজকুমারিঃDako ki hoi.allah sob babosta kore deba.namej pore allah k bolo deko kal taker babosta hoa jabe
রাজকুমারী দিয়া, তোমার এই রাক্ষস যদি হেরে যায়, তবে কি আমায় ভুলে যাবে?জানি এসব কথা তুমি পছন্দ কর না।কিন্তু আজ আমার খুব খারাপ লাগছে।
রাজকুমারিঃharbe na allah acen.namej poro dua koro allah k bolo tik somadan hoa jabe
যন্ত্রণায় আমি কান্না করছি। দাঁড়ায় নামাজ পড়তে পারছি না। অনেক কষ্টে বসে বসে নামাজ পড়ছি। কাল যে কিভাবে অফিস যাবো, বুঝতে পারছি না।
রাজকুমারিঃTik hoa jabe.mon karap korona
আমি কি তোমার প্রতি কোন অন্যায় করেছি? যার জন্য আল্লাহু আমার উপর রাগ করেছে। যদি করে থাকি আমায় ক্ষমা করে দাও।
রাজকুমারিঃA vabe vabco kno?Dorjo doro.tik hoa jabe
আজ আমি পুরো ভেঙ্গে পড়েছি। আজ অনেকদিন পর নিজের জন্য কান্না করছি। আমি সবসময় নিজের কষ্ট লুকিয়ে হাঁসতে পারতাম। আজ কিছুই লুকাতে পারছি না।
রাজকুমারিঃAto vabco kno.
তোমার একটা ছবি দিবে? আমি বুকে জড়িয়ে শুয়ে থাকবো।
রাজকুমারিঃAmer notun cobi nai.ager gulo dako.dua poro valo lagbe
ঠিক আছে।আমি এখন নামাজ পড়বো। পরে কথা বলবো নে।
রাজকুমারিঃTik ace
রাজকুমারিঃBose achi
Matro office theke firlam
Saradin kaj at ka
hi jan
ki koro?
আজ আম্মাকে বলেছি সাম্নের শুক্রবার তোমাদের বাসায় যাবো।
রাজকুমারিঃTumi ki fajil
কি আমাদের খাওয়াতে পারবে না?
রাজকুমারিঃTumi ekta gada.
কেন?
আম্মা তো হ্যা বলেছে।
রাজকুমারিঃTumader kawonur kota bolle kno?
ও খাওয়াবে না।
রাজকুমারিঃTumer kaj koto dur
অনেক দূর
রাজকুমারিঃna tumek na kahia rakbo.amer kace asle to tumer kuda lagbena
আম্মাকেও না খাইয়ে রাখবা?
রাজকুমারিঃNa amma k kawabo
তাহলে হলেই হবে। আমি সেদিন রোজা রাখবো নে। তাহলে শুক্রবার আমার রাজকুমারীর রাজমহলে আসছি।
রাজকুমারিঃTumer to roja hobe na.amer kace asle roja rakte parba?
কেন তুমি ধরে আমায় কি করবা?
রাজকুমারিঃAmi ki korbo bolo?Tumi to korba
সবার সামনে?
আমি তো তোমার দিকে তাকাতেই পারব না।
রাজকুমারিঃSamne ki kaw kore?
আড়ালে করতে দিবে?
রাজকুমারিঃtumi jodi na kore paro tobe to valo
সিরিয়াস কথা। আমি আম্মাকে সিরিসলি বলেছি। সামনে শুক্রবার আমরা মাগুরায় আসছি।
রাজকুমারিঃFajlamo koro?
আমি সরাসরি তোমার আব্বুর কাছে তোমাকে চাবো।তুমি আমায় সিরিয়াস বানিয়েছ।
রাজকুমারিঃTumi to beyer nerokkon kinaco
তুমি কিনবা কবে?
রাজকুমারিঃAmer ta to tumi kinba,Ki holo?
ওটা আমি কিনবো না। ওটা বলে জেসমিন আপু সুটকেস সাজিয়ে দিবে। এটাই তাঁর পক্ষ থেকে উপহার।
রাজকুমারিঃTarpor o deka nio.jasmin apu na hoi 1 bar deba sarajibon k deba?
না আমার যাদু সোনাকে সবসময় সাজিয়ে রাখবো।নামাজ পড়েছ?
Na
দয়া করে পড়।আমার জানের টুকরা, আমার দুনিয়া আর আখিরাতে সঙ্গী।আসো আমরা একসাথে জান্নাতের পথে যাই।তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে।তুমি হয়তো এখন ঘুমিয়ে আছ।আমি চাই তুমি আমার বুকে শুয়ে থাক আজীবন।তোমাকে আমার বুকে স্থান দিয়েছি। জানিনা আমার বুকটা কি রাজমহল না কুঁড়ে ঘর।
রাজকুমারিঃvuter moto pic desco kno?
Kemon? Voi pele,Oti Mara geche,Ami gin
রাজকুমারিঃvoi paice
Ebar Ami aj rate magura aschi. Aj rate tomai ha ha,Oti ja korte pare nai Ami tai korbo,Tumi diba na. Aj rate tomai dite i hobe ,Sara rat tomai korbo. Kal ar darate parba na.Ha ha,Valo Kore sajo.
রাজকুমারিঃGumia poro
Zinn ra kokhono gumai na.To make,Aj,Theke,Ghumate,Dibo,Na,Ar otir las dekho,Ar amake dekho,Ami asitisi magura. Tomer room mate ra to mai,Bachate parbe na
রাজকুমারিঃTumi mar kaba?Gumia poro tumer sorir karap
Oti to nai. O more gese. Ami jinn gopal.
রাজকুমারিঃTumi sotti mar kaba
Tomake nodir pare dekhe pagol hoisi.Aj oti ke marsi. Karon o tomer zori silo. Oke na marle tomai bie korte partam na.Ha ha. Bissas na korle oti ke phone dao.Ami or Mora deho sere dicsi.Ami magurai asci.Tumi emon chobi dite paro na?
রাজকুমারিঃtumi ki fajil
Sudhu amakei dekhbe, tomake dekhte amar ische hoi na,Rojar mase to ar dekhte chabo na
Dekha dao rajkomari, Kotodin tomai dekhi na,তোমার জানের জন্য এইটুকু করতে পারবা না
রাজকুমারিঃna hobe na jed koro na
ঠিক আছে।দিনে কি ঘুমিয়ে ছিলে?তোমাদের মেসে ইন্টারনেট সহ কম্পিউটার আছে?আমার স্কাইপি আইডি হল oti.007
রাজকুমারিঃna nai
কারো মোবাইলে স্কাইপি নাই?
এই রাক্ষসকে কেউ কোনদিন সুযোগ দেয় নাই। কিন্তু এখন এক রাজকুমারী ভালবাসার জাদু দিয়ে এই রাক্ষসকে রাজকুমার বানিয়ে ফেলছে। রাজকুমারী আমি আবার তোমায় বলছি "আমি ভালো নাকি খারাপ জানি না, তবে তোমার জন্য ভালো হওয়ার জন্য জান প্রাণ চেষ্টা করবো।"
জান।ও জান।রাজকুমারী।রাজকুমারী দিয়া। কেন জানি মনে হচ্ছে, আমার জীবনের সাথে সাথে ভালবাসার আয়ু কমে যাচ্ছে।
কেঁদে কেঁদে চোখ একদিন নষ্ট হয়ে যাবেআমার মতো মানুষের স্বপ্ন দেখতে হয় না। কারন তা সবসময় ভেঙ্গে যায়।একা ছিলাম কোন চিন্তা ছিল না। পরে যদি আবার একা হয়ে যাই, জীবন ঠিকই চলে যাবে।ভালবাসা সবার জীবনে আসে না, আমার জীবনে এসেছিল আর যদি নিজের অক্ষমতায় তা ধরে না রাখতে পারি নিজেকে কক্ষনো মাফ করতে পারবো না।
রাজকুমারিঃPorco na?
porsi
tomake dekhte khub ische hosche
রাজকুমারিঃna suna poro
আমি কি আবার একা হয়ে যাচ্ছি?
রাজকুমারিঃamer ei bepoder maje mata gorom kore deo na.jodi tumi amer hoa tako kota holeo takbe na holeo takbe
Good night
I love you,Ami aj ses hoie gelam. Bye।
রাজকুমারিঃTumi a gula ki likco?
Good night, Rajkumari,Tomer ki hoise?Tumi emon hei jascho keno?
রাজকুমারিঃkno?
Tumi bolla Tumi ghumi e porba,Eto kiser chinta,Ami asi na,Ami tomai valo basi na?জান কি অবস্থা?আজ রাতে তোমার সব অসুখ ভাল করে দিব।কি পড়তে ভাল লাগছে না?তোমার কিছু ছবি দিবে?জান কিছু বল কেন?বল না কেন?রাজকুমারী আমি তোমার পাগল হয়ে গেলাম । তোমার হৃদয়ের পাগলা গারতে স্থান দাও।রাজকুমারী দিয়া, আমি তো আর থাকতে পারছি না। মাগুরা আর কত দূর?আমার খুব আদর করতে ইচ্ছে হচ্ছে।তোমাকে বুকে পেতে ইচ্ছে হচ্ছে । সারা রাত ভালবাসতে ইচ্ছে হচ্ছে। আজই বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। আল্লাহু আমাদের দুজনকে ইহকাল আর পরকালের সঙ্গী করে দাও। (আমিন)কেমন হয়েছে?এখন থেকে প্রতিদিন তোমাকে নিয়ে একটা কবিতা লেখব।সামনের বুধবার থেকে ছুটি। মাগুরায় আসব?
রাজকুমারিঃna
তুমি ঢাকায় আসবা?naনিজেকে তুমি বিশ্বাস করতে পার না। ভাল ভাল।
রাজকুমারিঃki fajil tumi?
নিজের প্রতি বিশ্বাস থাকলে ভয় কিসের? আমি তো খারাপ ছেলে না।
রাজকুমারিঃTumi sob jane buja kivabe bolo?
রাগ কর না।তারপরেও তো দেখতে ইচ্ছে করে। কতটা তোমায় ভালবাসি টা কি তুমি জান না?একবার স্কাইপি তে কথা বলি?থাক।এম ডি স্যার জিজগাস করলো। পাসপোর্টের নাকি বিয়ের ছবি।আমি বললাম বিয়ের। আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম।তুমি উল্টা মন খারাপ করেছ। দুঃখিত। বেশি ভালবাসা ভাল না।কমাবার চেষ্টা করছি।পারছি না।দিন দিন আরো বেড়েই চলেছে।Khub kharap lage. Amito rokte manse manus. Amer koster ki kono dam na.আজ আরেকটা শুক্রবার। আজ তোমাকে একটা কথা বলি। তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে। আমি একটা খুব সাধারণ মানুষ। তার উপর আমি মানসিকভাবে দুর্বল। আর আমি অন্যদের থেকে কমপক্ষে ১০বছর পিছিয়ে রয়েছি। ভাল কোন জবও করি না। আমাদের আর্থিক অবস্থাও খারাপ। আমার মায়ের শরীর খারাপ। আমার বোনকে চাকুরি বা বিয়ে কিছুই দিতে পারছি না। তুমি এসব সব জান। তুমি আমার চরিত্র সম্পর্কেও জান। আমি চেষ্টা করছি সব কিছু উন্নতি করতে। কিন্তু পারছি না। আমি জানি তুমি আমায় ভালবাস। তুমি মুখে যত কমই বল তারচেয়ে অনেক বেশি ভালবাস। এমন কি আমার চেয়ে অনেক বেশি ভালবাস। কিন্তু ভালবাসা দিয়ে বাস্তবতার কঠিন জীবন পার করা যায় না। হেরে যাওয়া মানুষের জীবনে এসে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছ। আজ আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। আমি জানি তুমি অনেক কষ্ট পাবে। সারাজীবনের কষ্ট চেয়ে আজকের এই সামান্য কষ্ট অনেক কমই মনে হবে। বিদায় রাজকুমারী। পারলে এই ব্যর্থ রাক্ষসকে ক্ষমা করে দিও।আমি পাগল হয়ে যাচ্ছি। কেন তোমায় এতো ভালবাসলাম?আমার কোন যোগ্যতা নেই তোমাকে ভালবাসার।
অনেক কষ্ট দিয়েছি তোমায়।ঈদ মোবারক।আমাকে ক্ষমা করে দিয়েও। আল্লাহু আমাকে কখনো মাফ করবে না। যত নামাজ পড়ি আমি জাহান্নামেই যাবো।ঠিক আছে। বিদায়্ রাজকুমারী।আমাদের পবিত্র প্রেমে পাপ ঢুকে গেছে। পাপটা আমি করেছি। সেই দিন আমার শরীরের অংশ দেখানো উচিত হয় নাই।এই জন্য আল্লাহু আমায়্ শাস্তি দিচ্ছে।রাজকুমারী রাগ কর না। তুমি রাগ করলে আমি কোথায় যাবো? এতদিনে কি তোমার একবার মনে হয় নাই আমি তোমাকে ভালবাসি? সত্য কথা আমি ভালবাসার কিছু বুঝি না। কিন্তু তুমি আমায় ভালবাসা শিখিয়েছ। আমার বুকে কোন স্পন্দন ছিল না। তোমার কথা মনে পড়লে আমার বুকে কাঁপে। তুমি কাঁদলে আমার আমার হৃদয়ের রক্ত ক্ষরণ হয়। আমার একটা জিনিসই মনে হয়। তিথি তোমাকে সত্য কথা বলেছে। আমি কিছু জিনিস লুকাই। তুমি কষ্ট পাবে বলেই আমি লুকাই। প্রেশার শুধু কি তুমি সহ্য করছ, আমি কি সহ্য করছি না? আমি বলি না, আমি হাসি মুখে বলি ঠিক আছে। যখন আমি বলি ঠিক আছে কত বড় মিথ্যা কথা বলি। তুমি রাগ হলে সব বলে ফেল। আমি খালি লুকাই। হাজার কষ্টের মধ্যে বলি ঠিক আছে। তুমি বল ভালবাসা মানে সেক্রিফাইজ। আমি স্বার্থপর। আমি হাবলা। আমি বোকা। তুমি আমাকে চিনতে পারলে না। যে ছেলে বাসায় এসে খালি টিভি দেখত, যে ছেলে রাতে তিন থেকে চার পর্ণ দেখে নিজের উত্তেজনা কমাত, যে ছেলে যা পেত তা খেত। এসব ছাড়া সেই ছেলে প্রায় ছয় মাস ধরে আছে কিভাবে? তুমি আমাকে পশু বলতে পার। কিন্তু তোমার ছেলে বন্ধুদের জিজাস করতে পার এটা কি সম্ভব। তোমাকে ভালবাসি বলেই তো। তুমি যখন আমার সাথে রাগ করে কথা বল আমি রাত ভর কান্না করি। আম্মাটা শুনে। আম্মা কষ্ট পায়। তোমাকে আগে বলতাম। তুমি রাগ কর বলে আজকাল বলি না। আমি এমন ছেলে আমাকে কেউ একটু আদর করলে তার উপর আজীবন একটা ভালবাসা জন্ম হয়ে যায়। তুমি বিশ্বাস করবে কিনা আমাকে সবাই ছোটবেলা থেকে খুব ভালবাসে। অনাদর আমি খুব কম পেয়েছি। আর তুমি তো আমাকে সবচেয়ে বেশি ভালবেসেছ। তোমার সাথে আমি আমার সারাজীবনে সব কিছু শেয়ার করেছি যা আমি কাঁরও সাথে শেয়ার নাই। আমি তোমাকে এতো বিশ্বাস করেছি যা কেউ কোনদিন অর্জন করে নাই। আমি চেষ্টা করেছি তুমি একটু হাস তার জন্য আমি অনেক সময় বোকা বোকা কথা বলেছি। জান আমি সেইদিন তোমার আব্বার সাথে দেখা করতে গেছি, সবাই না করেছে, আমি জানতাম তোমার আব্বা আমাকে অপমান করবে, তুমি ওমর ভাই জিজাস করে দেখ সেদিন তোমার আব্বা কি অপমান করেছে। আমি তোমাকে ভালবাসি বলেই আমি কিছু বলি নাই। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মানবোধ অনেক বেশি। আমি কাঁরও সাথে সরাসরি খারাপ ব্যবহার করতে পারি না। আর তুমি বল তিথির সাথে আমি কেন খারাপ ব্যবহার করি। ও আমার বোন। ওকে শাসন করতে হয়। আমরা খুব খারাপ দেশে বাস করি। ও যে রিক্সা আলাকে মুখে টাকা ছুড়ে মারছে সে রিক্সা লীগের লোক হলে, এই এলাকা ওকে রাতে যাতায়াত করতে হয় । খারাপ মানুষ কত খারাপ হতে পারে তা তুমি তোমার জীবনে দেখেছ? তুমি ওর কি করতে পেরেছ? আমি বা এদের কি করতে পারবো? আমাকে কি ক্ষমা করবে না?Kal amar ses din. Ar Kobe erokom soti pabo janina. Aj rate ektu kotha bolo.Ami sararaTe Tomer opekhai roilam খুব খারাপ লাগছে।তুমি ছাড়া আমি কিছু না।তোমাকে ভুলতে পারছি না।আমি কেন পাষাণ হতে পারি না?কাল সারারাত কান্না করেছি।এখনও কাঁদছি,আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি।কাল দেখি কোন দাক্তার দেখিয়ে পাবনায় ভর্তি হতে পারি কিনা?একটু অভিনয় করলে ওরা বুঝতে পারবে না।কয়েকটা ইনজেকশন আর কয়েকবার ইলেকট্রিক শক আমি আর আমি থাকবো না।আমি কিন্তু তোমাকে ভয় দেখাছি।আমি এগুলো কিছুই করবো না।আমার মতো খারাপ মানুষ একটা নাই।তোমার বাবা অসুস্থ।তোমাদের এতো সমস্যা।আর আমি স্বার্থপরের মতো তোমাকে বিয়ে করতে চাচ্ছি।আমি আসলে চরিত্রহীন ছেলে।তোমাকে পাওয়ার জন্য ভালবাসার অভিনয় করেছি।যদি সত্যই ভালবাসতাম তাহলে তোমাকে বিয়ে করতে চাইতাম না।তোমার সাথে সংসার করতে চাইতাম না।তোমাকে সারাজীবন আমার বুকের মধ্যে আগলে রাখতে চাইতাম না।তোমাকে নিয়ে সারাদিন চিন্তা করতাম না।আমার সারা পৃথিবী শুধু তুমি শুধু হতে না।আজ অফিসে কাজ করতে পারি নাই।কাল অফিসে বকা শুনতে হবে।এভাবে কয়দিন?চাকরিটা চলে যাবে।ভাল হয়েছে তোমার বাবা আমাকে পছন্দ করে নাই।সত্যি বলতে তোমার বাবাকে আমারও পছন্দ হয় নাই।
তুমি কি জানো, আমি দুইদিন ধরে ঠিক মতো অফিস করতে পারছি না। অফিসে কোন কাজ করতে পারছি না। তুমি কি চাও আমাকে শাস্তি দেওয়ার জন্য কষ্ট দিবে আর আমি তো নতুন চাকরি তো দূরে থাক আমি এই চাকুরি হারিয়ে ফেলবো। রাজকুমারী তুমি কি এটাই চাও?খুব খারাপ লাগে। আমি আসলে তোমাকে ঠিক মতো ভালবাসতে পারিনি। আগে আমার কথা শুনলে তোমার মনে আনন্দে ভরে যেত। এখন বিরক্ত লাগে। আমার সব কিছু তোমার খারাপ লাগে। আমি জানি তোমার জীবন পাল্টে গেছে। তোমার বাবা অসুস্থ। তোমার বাবাকে তুমি অনেক ভালবাস। তুমি তো একটা কথা প্রায় বল। মায়ের জায়গায় মা, বোনের জায়গায় বোন, প্রেমিকা বা বউয়ের জায়গায় প্রেমিকা বা বউ। তোমার জীবনে আমার জায়গাটা কোথায় বলতে পারবা?তুমি রাগ কর তোমার ব্যাপারে আমি আমার আম্মা বা বোনের সাথে কথা বলি বলে। তুমি কিন্তু আমার ব্যাপারে অনেকের সাথে কথা বল। ওমর ভাই আমাকে কিভাবে জিজাস করে আমাদের জমির সমস্যা মিটেছে নাকি? তোমার পাশের বাড়ির আঙ্কেল জিজেস করে আমার পাগলামি বেড়েছে নাকি? আমাকে হেয় করতে তোমার কি খুব ভাল লাগে? তুমি একবার কি চিন্তা কর বিয়ের পর তারাই তোমাকে জিজাস করবে তোমার স্বামীর টাকা হয়েছে কিনা বা পাগলামি বেড়েছে কিনা? তখন তোমার নিজের কেমন লাগবে একবার ভেবেছ?
এবার তোমার কাছে কিছু কথা সোজা বলে দেই।
১। আমি তোমাকে ভালবাসি। বিয়ে করবো বলেই ভালবাসি।
২। তোমার সাথে বিয়ে না হলে আমি আর বিয়ে করবো না।
৩। আমি খুব গরিব। চেষ্টা করবো বড়লোক হওয়ার। কিন্তু এই জামানায় সৎ পথে বড়লোক হওয়া কঠিন।
৫। আমি আমার আম্মাকে ভালবাসি। সে আমার অনেক অসময় আমাকে আগলে রেখেছে। সে আমার সবচেয়ে ভাল বন্ধু।
৬। তোমাকে একটা কথা চিন্তা করতে হবে। আমি অন্য ছেলেদের মতো নয়। আমি সারাজীবনে একমাত্র তোমার সাথে সবচেয়ে বেশি কথা বলেছি। তোমার কাছে আমার জীবনে এমন কিছু শেয়ার করেছি যা একজন স্বামী তার স্ত্রীর কাছেও শেয়ার করে না।
৭। আমার মনে হয়, তুমি জীবনে একটা বড় ধাক্কা খেয়েছ। তুমি খুব ভাল করে চিন্তা কর। আমার টাকা পয়সার কথা, আমার পরিবারের কথা। তার সাথে চিন্তা কর তোমার বাবার না বলে দেওয়ার কথা।
৮। শুধু ভালবাসা দিয়ে এতো বাস্তবতা হারাতে পারবে কি? এটাই প্রধান প্রশ্ন।
অনেক ভালবেসেছি তোমায়। হারালেও ভালবাসবো। কিন্তু তুমি যদি আমার চোখের সামনে আমার জন্য কষ্ট পাও, সেইদিনই মরে যাবো। তুমি দরকার হলে তোমার বন্ধুদের কাছে ভালভাবে পরামর্শ না। এটা সারাজীবনের ব্যাপার। আবেগের বশে কিছু করতে যেও না। প্রেম এক জিনিস আর বিয়ে আরেক জিনিস।খুব ভাল লাগছে। জীবনের আমি আমার শ্রেষ্ঠ সময় কাটাচ্ছি। চাকুরি আছে, ভালবাসার মানুষ আছে, মাথার উপর ঠাই আছে, ভবিষ্যৎ উজ্জল মনে হচ্ছে।একজন মানুষকে আরেকটা মানুষ এতো ভালবাসতে পারে আমার জানা ছিল না। রাজকুমারী, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ আবিস্কার। আল্লাহু তোমাকে আমার জীবনের রহমত হিসাবে পাঠিয়েছে। আল্লাহু তোমাকে এর জন্য উত্তম প্রতিদান যেন দেন।(আমিন)ছয় মাস আগে আমি কিছুই ছিলাম না। একজন রাজকুমারী হঠাৎ আমায় ভালবাসল। একটি অচল পয়সা যাকে কেউ একবার তাকায়নি, কিন্তু সেই রাজকুমারী ঠিকই বুঝেছিল ওটা আসলে সোনার মহর যাতে কাঁদা লেগে গেছে। ছয় মাস ধরে সে ঘষতে ঘষতে আজকের পর্যায় নিয়ে এসেছে। আমি আশা করি সবার জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকেই শুধু ভালবাসে।রাজকুমারী তুমি যত সুন্দর, তারচেয়ে সুন্দর তোমার মন। তুমি আমায় এতো ভালবেসেছ, শুধু এই সৃতি নিয়ে কাঁটিয়ে দিব
আমার সারাজীবন।তোমার কিছু ছবি পাঠাবে?অনেক দিন ধরে আমার রাজকুমারীকে দেখি না।আমার জানের টুকরা।আমার ৩৪বাচ্চার ভবিষ্যৎ মা।আমার ইহকালের ও বেহেস্তের সঙ্গিনী।আমার লক্ষ্মী বউ।আমার সোনা পাখি। কাল রাতে অনেকক্ষণ আম্মার সাথে তোমার ব্যাপারে আলাপ করলাম। এইটুকু একটা ছোট মেয়ে। জীবনে কত কষ্ট দেখেছে। আরো কত কষ্ট দেখছে! আমি আম্মাকে একটা কথা বলেছি ওর সাথে আমার বিয়ে যদি না হয় সেটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর এতো কিছুর পর ওর সাথে বিয়ে হয় আর আমি ওকে যদি সুখি না করতে পারি তাহলে নিজেকে কখনও ক্ষমা করতে পারবো না। আম্মা বলল, এতো চিন্তা করিস না। আল্লাহু যদি তোর সাথে ওর জড়ি লেখে থাকে তবে কেউ আটকাতে পারবে না। আর প্রত্যক মেয়ে তাঁর জীবনে যার সাথেই বিয়ে হয় তা সে মেনে নেয়। তোর আব্বা আমাকে কত স্বপ্ন দেখিয়ে কত ভালবেসে বিয়ে করেছে। তাঁর সব মিথ্যা করে দিয়েছে। আমি ৩৪ বছর সংসার করি নাই। মেয়েরা একটু ভালবাসার জন্য হাজার কষ্ট মেনে নেয়। আল্লাহুতালা তাকে এইভাবে সৃষ্টি করেছে।তুমি আমার লক্ষ্মী বউ।Amar khub kosto lagse. Ki korle taratari Mara jaua jai?কি ব্যাপার জান? আমি কি কোন দোষ করলাম?রাজকুমারী, তুমি আমায় ভালবাসতে শিখেছ, তুমি আমাকে নিজে সুদর্শন হতে শিখিয়েছ, তুমি আমাকে যুদ্ধ করতে শিখিয়েছ, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। আমাকে সব শিখিয়ে আজ তুমি সব ভুলে গেছ। আল্লাহুর উপর ভরসা রাখ। সবারই খারাপ সময় যায়। ভেঙ্গে পড়লে চলবে না। তুমি যেমন আমার সাথে সবসময় আমিও তোমার সাথে সবসময় থাকবো। আমরা একে অপরের আত্মার আত্মীয়। আল্লাহু অবশ্যই আমাদের মনে আশা পূরণ করবে। (আমিন)Abeg diye jibon chole na jani.Ami kinto tomai onek valo besechi. Ami onek chesta koresi amar obosta unniti korte. Amake khoma Kore dau. Ami tomer kono kaje aste parlam na. Tomi amake onek diyeso.আমার পৃথিবী ঘুরার ইচ্ছে ছিল। কিন্তু রাজকুমারী,তুমি যে আমার পুরো পৃথিবী হয়ে যাবে সেটা কে জানত? তিন ঘণ্টা চেষ্টা করে একটা কোর্স শেষ করলাম।আমার টাকা পয়সার খুব সমস্যা। আমি মনে করেছিলাম তিথির চাকুরী হলে কিছুটা সমস্যা দূর হবে।আম্মার চিকিৎসা করতে হচ্ছে।আমার কোন ইন্টার্ভিউ কল আসছে না।তুমি দিন দিন দূরে সরে যাচ্ছ।আমি আবার একা হয়ে যাচ্ছি।তুমি অনেক সহ্য করেছ।আমার নিজের জন্য তোমাকে হারাচ্ছি।স্বপ্ন দেখলেই হয় না। স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা থাকতে হয়।তুমি কত সমস্যা আছ।আমি তাঁর একটিও সমাধান করার ক্ষমতা রাখি না।আমি আমার নিজের সমস্যা সমাধান করতে পারি না।
হেরে গেলাম রাজকুমারী।আগে চিন্তা করতাম, আমার পাশে কেউ আছে। যখন খাওয়া কমানো শুরু করলাম, বেশি খেলে তুমি রাগ করবে, যখন টিভি ছেড়ে পড়াশুনা করতাম যখন ভাবতাম তুমি জেনে খুশি হবে, যখন ল্যাপটপে আজে বাজে সিন দেখতে ইচ্ছে তখন তোমার কথা মনে পড়তো ওর জন্য আমার শরীর ঠিক রাখতে হবে। এতো কিছু করলাম সব কি শুন্য হয়ে যাবে। আজ থেকে আমি আপনার কেউ না।আশা করি আমি ছাড়া আপনি ভাল থাকবেন।কেমন আছেন?রুক্ষ মানুষ আমার পছন্দ না।মানুষের সাথে যারা ভাল ব্যবহার না করে আর টাকার গরম দেখায় তাদের আমি পছন্দ করি না।আমার আব্বাকে আমি পছন্দ করতাম না।তোমার বাবার মতো আমার বাবাও টাকার ফুটানি দেখাতো।শেষে আমার বাবার কি হল?ভিখারির মতো পরের টাকায় চিকিৎসা হল।তাঁর ছেলে মেয়ে তিন বছর পরের বাসায় কাজের ছেলের মেয়ের মতো রইলো।এতো খারাপ ব্যবহার আত্মীয় যে আত্মীয় সাথে করতে পারে।আমাদের বাসায় কত মানুষ থাকত?তাঁরা কখনও ব্যবহার আমার আব্বা আর আম্মার কাছে পায় নাই।আমি এখনও কারও সাথে সরাসরি খারাপ ব্যবহার করতে পারি না।আমি জানি তুমি এগুলো তুমি পড়ছ না।নিজের মনের সান্তনার জন্য এসব লেখছি।আমি তো পাগল মানুষ।পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
আজ থেকে পড়াশুনা ছেড়ে দিলাম।ব্যায়াম ছেড়ে দিলাম।কাল থেকে বেশি বেশি খাব। আমার তো কেউ নেই।আমি আর জন্য রাজকুমার হবো। বিদায় রাজকুমারী। আমি তোমার শেষ নম্বরটি ডিলেট করে দিলাম। তুমি তোমার কথা রেখেছ। ফোন ধর নাই। আমি আর তোমাকে ফোন দিতে পারবো না। আমার শুক্রবার একটা ইন্টার্ভিউ আছে। আশা করি হয়ে যাবে। ৫ মাস মাবু ভাইয়া টাকা দিবে বিশ হাজার করে। এর মধ্যে আম্মা মারা গেলে হয়তো না দিতে পারে। আম্মা মারা গেলে তিথি আমার সাথে থাকবে না। হয়তো মামার বাসায় থাকবে। আমি জিনিস পত্র বিক্রি করে কোন ম্যাসে গিয়ে উঠবো। আর যদি ৩০০০০ টাকার বেতনের চাকুরী হয় আর উত্তরাতে অফিস হয় তাহলে আসে পাসে একটা দুই রুমে বাসা ভাড়া করে থাকব। চাকুরী পার্মানেন্ট হলে একটা বিয়ে করে ফেলব। কাজের মেয়ে হলে চলবে।তোমাকে ভুলে যাচ্ছি।খুব ভাল লাগছে।আমি ফেইসবুক থেকে তোমাকে আন ফ্রেন্ড করে দিচ্ছি। তোমার ভাল জন্য। তোমাকে যতটা কম ডিস্টার্ব করা যায়।আমাকে সবাই বলছে তোমার সাথে এক মাস কথা না বলতে। কোন যোগাযোগ না করতে। কঠিন হৃদয় হতে। আমি তো এমন না। আমি আমার রাজকুমারীকে ভালবাসি । আমি তো ছলাকলা জানি না। তুমি আমাকে তুই বলেছ। আমি কি একবারও তোমাকে তুই বলেছি? তোমাকে একটা খারাপ গালি দিয়েছি? আমার মায়ের পর তোমার স্থান।আমি অনেক কথা রাখতে পারি না।তবে একটা কথা আমি রাখবো। জীবনে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আমি কিন্তু পাগল। আমি শুধু শাপলা পাগল।আমি যখন তোমাকে সামনে দেখেছিলাম, তখন তোমাকে শুধু দেখে যাই, শুধু দেখেই যাই।আমি প্রেম করতে জানি না।আমি ভালবাসতে জানি।আর পারতিছি না। চাকুরীটা ছেড়ে দিব। এতো কষ্ট আর ভাল লাগে না। আমার কাজ হচ্ছে মাথার। ওটাই নষ্ট হয়ে যাচ্ছে। অরন্য সিংহ রায়ের মতো একদিন মরে যাবো। সেদিন পাখির মতো বুঝবে জীবনে তুমি কি হারালে?আমি তোমার জীবনে প্রথম ভালবাসা নই তা জানি, কিন্তু তুমি আমার জীবনে প্রথম ভালবাসা। তুমি আমাকে সহজে ভুলে যেতে পারবে জানি, কিন্তু আমি তোমায় কখনও ভুলবো না। তুমি আমাকে যে কষ্ট দিলে তা একদিন তুমি এর প্রতিদান পাবে। ৮মাস আগে আমি একজন মোটা কালো খারাপ মানুষ ছিলাম। তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে। তোমার এই কষ্ট দিয়ে আমাকে আবার শেষ করে দিলে। কেন এলে আমার জীবনে? কেন আমার মতো মানুষকে ভালবাসলে? আবার কেন আমাকে একা করে চলে গেলে? আমার জীবন তো একরকম চলছিল। আমি তো কারো ক্ষতি করছিলাম না। আমি কি তোমার কোন ক্ষতি করেছিলাম? কেন আমার জীবনে এলে? আমি কখনও নামাজ পড়ে দোয়া করতাম না? আমি তোমায় ভালবাসি। এই ভালবাসার মুল্য দিলে না। আল্লাহু তোমায় এর প্রতিদান দিক।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
অপু দ্যা গ্রেট বলেছেন: আসাধারন
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৯
অতি-তিথির আম্মা আলো বলেছেন: দারুন প্রেম কাহিনী।