নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

রং-বেরং

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২


আমার জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে
প্রতিক্ষণে ক্ষণে রং বদলায়

কখনো বেদনার নীল হয়ে যায়
কখনো আনন্দে রং ধনু হয়ে যায়
কখনো আহাকারে সাদা হয়ে যায়
কখনো ভালবাসায় লাল হয়ে যায়

এসব রং আমার ভাল লাগে না
এসব রং বড়ই যন্ত্রণা দেয়
রং এর মধ্যে প্রিয় আমার
সবুজ রংটা
খুব ভাল লাগে
খুব মায়া লাগে

মনে হয় জড়িয়ে ধরে ওকে আদর করি
কিন্তু পাই না এই রং কে
আমার সাথে এই রংটা ছিনিমিনি খেলে
অথচ এই রংটা আমায় খুব ভালবাসত
আমার হৃদয় নিয়ে প্রতিদিন খেলত
আমার সাথে রাজ্যের কত গল্প করতো
আজকের কথা,পূর্বের কথা, আগামীর কথা

কত স্বপ্ন দেখাতো
কত যে দুষ্টুমি করতো

হারিয়ে গেছে সবুজ রংটা
আমার জীবন থেকে সম্পূর্ণ হারিয়ে গেছে

তুমি কেমন আছ?
তুমি কোথায় আছ?

জীবন তো চলেই যাচ্ছে
হাজার রং মেখে রঙ্গিলা হয়ে যাচ্ছি
নিজেকে কেমন অচেনা মনে হয়?
একটা রংএর জন্য নিজেকে হারিয়ে ফেলেছি......।
২৯-১০-১৫

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

তারেক মাহমুদ ৭০১ বলেছেন: রংচং

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৬

কিরমানী লিটন বলেছেন: সুন্দর ...
শুভকামনা ...

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কথামালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.