নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটাই দেশ, বাংলাদেশ। ব্লগে লেখি নিজেকে ভালবেসে, কারো পক্ষে নয়, কোন স্বার্থে নয়।

ফিদাতো আলী সরকার

একটাই দেশ, বাংলাদেশ।

ফিদাতো আলী সরকার › বিস্তারিত পোস্টঃ

আমি চাই

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৫


আমি চাই
ভালবাসা খেলুক একলা একলা
কবিতা নিয়ে আবেগ প্রকাশ করুক
আমাকে যতটা পারে যন্ত্রণা দিক

আমি চাই
আমার মুনমুন আমার সাথে স্বপ্ন দেখুক
প্রতি রাতে গল্প করুক
আমার ভালবাসা হয়ে সারা জীবন থাকুক

আমি চাই
আমার রূপকথার মতো
আমার কাহিনীর যেন
সুন্দর শেষ হয়

আমি চাই
সারা পৃথিবী আমার ভালবাসার গল্প জানুক
প্রতিদিনের টপিক হোক আমার ভালবাসা
সবাই বলুক
"হ্যাঁ আসলেই অতি মুনমুনকে অনেক ভালবাসে"

আমি কবিতাটা এখানে শেষ করতে চাই না
আমি চাই
মানে আমি চাই
আরে আমি চাই
ওহো আমি চাই
ইস আমি চাই
আরে বাপরে আমি চাই
শুধু মুনমুনকে
সারাজীবন বুকে আগলে রাখতে।
২২-০৩-১৬

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩

বিজন রয় বলেছেন: অনেক ভালবাসা প্রকাশ পেয়েছে কবিতায়।
+++

২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

আরাফআহনাফ বলেছেন: ফিদাতো আলী সরকার - আমাদের সবার শুভ কামনা রইলো আপনার আর মুনমুনের জন্য।
এতো ভালোবাসা বিফলে গেলে ভালোবাসাদের কস্ট রাখার জায়গা থাকবেনা!
রূপকথার মতো কাহিনী চলতে থাকুক - কবিতায় আসতে থাকুক আপডেট।

ভালো থাকুন আপনারা - হাজার লক্ষ কোটি তারাদের মতো, জ্বলজ্বল করে ভালোবাসার আকাশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.