![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
কখনো তোমায় লাগে সুচিত্রা সেনের মতো
সেভাবে তাকিয়ে থাক আমার দিকে
সেরকম ব্যক্তিত্ব
সেরকম করে হাঁস
সারা পৃথিবী পাগল হোক না হোক
আমি ঠিকই পাগল হয়ে যাই
অনেক চেষ্টা করি উত্তম কুমার হতে
গায়ের রং টার জন্য মার খেয়ে যাই
তুমি যখন গল্প কর
তখন অনেক কথা শুনতে পাই না
আজকাল কানে একটু কম শুনি
ঠসা ডাক্তারের নাতি যে
আমি কত চেষ্টা করি
তোমাকে খুশি করার
তোমার মুখে হাঁসি দেখার
তোমাকে বুকে জড়িয়ে রাখার
জানি আমাদের ভালবাসাটা অন্যরকম
অন্যদের ভালবাসা প্রতিদিন কমে
আর আমাদেরটা প্রতিদিন বাড়ে
শালী সাহেবা আর ভাইরা
আমাদের সাথে প্রতিযোগিতা করে
আমি চাই আরো প্রতিযোগী বাড়ুক
এতো ভালবাসার প্রতিযোগিতা
কিন্তু কেউ আমাদের হারাতে পারবে না
আমার ডানা কাটা পরী
মিসেস সালাম আলী আহসান
তোমার জন্য আমি হয়ে যাচ্ছি
মিস্টার মুনমুন খান সোমা ।
২৩-০৫-২০১৬
২| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
ঘটক কাজী সাহেব বলেছেন: নেন দিলাম আপনের উত্তম আর আই নিলাম সুচিত্রা
নেন দিলাম আপনের উত্তম আর আই নিলাম সুচিত্রা
