![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
ডাঃ জাকির নায়েককে আমি ভালবাসি কেন?
১। সে শান্তির পক্ষে কথা বলছে। শান্তির ওপর নাম ইসলাম।
২। তার জন্য অনেক অমুসলিম ইসলাম সম্পর্কে জানছে, অনেকে মুসলিম হয়ে যাচ্ছে। যতবার দেখি একজন মুসলিম হচ্ছে, আমার দুই চোখ দিয়ে অশ্রু বের হয়। এটা খুশির অশ্রু।
৩। আল্লাহু তার যে মেধা দিয়ে দিয়েছে, এবং তা সে সঠিক পথে লাগাচ্ছে।
৪। নাস্তিক, বাটপাড়, ধর্ম ব্যবসাহী, মাজারপূজারী, জালিম সরকাররা, পীররা, অজ্ঞ,বেদআত আর শিরককারী নামধারী মুসলিমরা শত্রুরা যখন তার বিরুধিতা করে তখন খুশিতে মন ভরে যায়। তার প্রতি ভালবাসা আরো বেড়ে যায়।
আমি তার সাথে সরাসরি দেখি নাই, কখনও কথা বলি নাই। অথচ আমার কত কাছের মানুষ মনে হয়। আল্লাহুই আমাকে তার সাথে একটা সম্পর্ক করে দিয়েছে। তা হচ্ছে, ইসলামী সম্পর্ক।
২| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০২
ফিদাতো আলী সরকার বলেছেন: অনেকে মুসলিম ঘরে জন্ম নিয়ে নামধারী মুসলিম হয়। আপনিও কি সেরকম একজন নাকি? তাহলে কথা বলে লাভ নাই। শিখার কোন বয়স নাই। শিখলে কেউ ছোট হয়ে যায় না। সঠিক পথ সবাই দেখাতে পারে না। আপনি তার লেকচার শুনুন, দেখুন। যদি তার মাধ্যমে হেদায়ত লাভ করেন। আল্লাহু আমাদের সবাইকে সঠিক পথ যেন দেখায়।(আমিন)
বিঃ দ্রঃ আপনি কার কাছ থেকে ইসলাম শিখেছেন, তার নাম দয়া করে উল্লেখ করুন। আমি আমার লেখায় কোথাও উল্লেখ করি নাই, আমি কার মাধ্যমে ইসলাম শিখেছি। এসব বেশী বুদ্ধির কারণে বোকার মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি জন্ম থেকে মুসলিম এবং আল্লাহু দয়া করলে আজীবন মুসলিম থাকবো। প্রতিটি মানুষ জন্ম থেকেই মুসলিম।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০০
আহলান বলেছেন: উনিই আপনাকে শিখিয়েছেন ইসলাম কি জিনিষ? এর আগে কি অমুসলিম ছিলেন ভায়া? তাহলে ঠিক আছে ..