![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আজ আমার আম্মু হাজেরা খাতুন আলোর জন্মদিন।
আজ এই দিনে বিক্রমপুরের নামকরা ব্যবসাহী মরহুম মোঃ খবির উদ্দিন হাওলাদার এবং মরহুমা লতিফুরনেসার ঘর আলোকিত আজ তার জন্ম হয়।
সে হচ্ছে তাদের সর্বকনিষ্ঠ সন্তান।তৎকালীন মুন্সিগঞ্জ সাবডিভেশনে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় প্রথম হন। তার ৩৪ টা কবিতা, দুটা গল্প ব্লগে এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি দিনাজপুরের বিখ্যাত সাহিত্য পরিবার সরকারবাড়ীর কনিষ্ঠ পুত্র মরহুম বিখ্যাত প্রচ্ছদশিল্পী আবদুর রোউফ সরকারের সাথে ১৯৭৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আজ তার জন্মদিনে সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান রইল। আল্লাহু যেন তাকে সহজ এবং সরল পথে চলার শক্তি দেন। (আমিন)
২| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৯
ফিদাতো আলী সরকার বলেছেন: আপনি তাকে কিভাবে চিনেন? তার মেজভাই অর্থাৎ আমার মেজবাবু সাহিত্যিক শওকত আলী। তার লেখা উপন্যাস ওয়ারিশ, বসত এবং দলিলে আমাদের পরিবারের কাহিনী কিছুটা জানতে পারবেন।
৩| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা রইলো ভাইয়া।
৪| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪১
ফিদাতো আলী সরকার বলেছেন: ধন্যবাদ।
৫| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৯
পবন সরকার বলেছেন: নিচের ছবিতে উনার গোফ দেখে অনুমান করছি। উনি যদি আর্টিষ্ট হন তাহলে চিনতে ভুল করিনি।
৬| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো ....
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৮
পবন সরকার বলেছেন: আবদুর রোউফ সরকারের বাড়ি দিনাজপুরে এইটা জানা ছিল না। আমি মনে করেছিলাম ময়মনসিংহে।