![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আজকাল ভিখারিদের ভিক্ষা দিতে ইচ্ছে করে না। বেশীরভাগ ভিক্ষার ব্যবসা করে। কারো মাসিক ৫০ হাজার লাখ টাকার উপরে। আরেক দল বের হয়েছে, হিজড়া। কারো বাসায় বিয়ে বা বাচ্চা হলে সেখানে মোটামুটি ডাকাতি করে, আজকাল বাসে উঠে জোর করে টাকা নিয়ে যায়। আরেক দল বেদুনি। এরাও অনেক ঝামেলা করে।আমরা অনেক কষ্ট করে রোজকার করি। অভাবীদের সাহায্য করতে পিছু পা হবো না। আমি ঢাকা শহর বাটপার ভিক্ষুক মুক্ত দেখতে চাই। যাকাতের প্রচলনটা সঠিকভাবে হলে বাংলাদেশে দরিদ্রমুক্ত করা যেত। এছাড়া অমুসলিমদের থেকে জাজিরা নেওয়া উচিত। একটি মুসলিম দেশ সঠিকভাবে ইসলামের পথে চললে আল্লাহু আমাদের উপর অবশ্যই খুশি হবে। আল্লাহু আমাদের সকলকে সঠিক পথে চলার শক্তি দাও। (আমিন)
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৩
সুমন কর বলেছেন: জাজিরা আবার কি !!