![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
একটি ফুল নেই নাই বলে
তুমি কাঁটার কথা বললে
হারামি কাঁটার কথা বলে
আমাকে রক্তাক্ত করলে
নিষ্ঠুর পৃথিবী, তারচেয়ে নিষ্ঠুর তোমরা
প্রতিদিন কষ্ট দিয়ে
শেষে বল সরি
বুকটাকে ছিঁড়ে ফেলে
অকালে যেন মরি
বদলোক আর বাটপাড়
তোমাদের পছন্দ
জাহান্নামের আগুনের তোমাদের
পুড়ার পাই গন্ধ
মিথ্যা এই জগতে
সত্য বচন পাপ
তোমাদের এই ছলনা
নেই কোন মাফ
ভালবাসা কি জিনিস
বুঝ না তোমরা
রঙ্গিন চশমা পড়ে
হও দিশেহারা
প্রেম প্রেম খেলা করে
দেখাও খালি স্বপ্ন
আসল মানুষ ছেড়ে
ধর নকল রত্ন।
১০-১০-২০১৬
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩১
কানিজ রিনা বলেছেন: খুব ভাল হয়েছে।