![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
winnerএর পিছনে দৌড়াতে দৌড়াতে
কবে যেন Loser হয়ে গেলাম
২৭টাতে উঠায় যায় না
আর দামী ২৭টা গলা কাটে
৩ নম্বরটা কাশতে কাশতে চলে
বউকে প্রায় চাপা দিয়েছিল
৩৬টা থামলে আর চলতে চায় না
হাজার গর্জন করলে বর্ষে না
এই উঠার চেষ্টা, ধাক্কা-ধাক্কি করা
সিগন্যালে ঘণ্টার পর ঘণ্টা দাড় করিয়ে রাখা
ট্র্যাফিক ঠলার ঘুস খাওয়া
২টাকার জন্য মহিষ লড়াই
এক জোড়াকে দেখে ভেবেছিলাম
আমার জোড়াকে কষ্ট দিবো না
সব ভাবনা সত্য হয় না
জোড়া আমার ঠিকই কষ্ট পায়
যন্ত্রণায় নীল হয়ে যাই
যখন দেখি
গণতন্ত্র নিধনকারী
রাস্তা বন্ধ করে
নৃত্য করে
১৯-১০-১৬
©somewhere in net ltd.