| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিদাতো আলী সরকার
একটাই দেশ, বাংলাদেশ।
আজ তোমাদের একটা সত্য কাহিনী বলবো। একটা মেয়ে ছিল। তার বাবা এক প্রবাসীর সাথে বিয়ে দেন। প্রবাসী বাংলাদেশে ফিরতে পারে না। কারণ সে সেখানে অবৈধভাবে বাস করে। তাদের মাঝে বিয়ে হয়েছিল ফোনের মাধ্যমে। এরপর সে মেয়ে জীবনে একজন ডাক্তার আসে। অনেক স্বপ্ন দেখায়। একসময় মেয়েটিকে বিয়ে করে। পরে জানতে পারে, ডাক্তারটা বিবাহিত। অনেক মেয়ের জীবন বিয়ে না করে নষ্ট করেছে। এই ডাক্তারের সাথে ওষুধ পরিবেশকরা তাকে সাহায্য করে। দশদিনের মাথায় মেয়েটি জেনে বাসায় ফিরে আসে। ডাক্তারটা একজন খুব খারাপ প্রকৃতির মানুষ ছিল। মেয়েটির নামে অনেক খারাপ কথা রটিয়ে দেয়। অনেক কষ্টে মেয়েটি এই জানোয়ার থেকে ছাড়া পায়। জীবন এগিয়ে যায়। এসব জানোয়ারদের বিচার হয় না। সে হয়তো আরো মেয়েদের জীবন নষ্ট করে। মেয়েদের বলছি, না জেনে কাউকে ভালবাসা উচিত নয়, বিয়ে দুরের কথা। এসব মিথ্যাবাদী ভদ্র মানুষদের বিচার হওয়া উচিত।
২|
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৯
নতুন বলেছেন:
এই রকমের লোকের জন্যঃ এই জিনিস দরকার।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: সমাজে দুষ্টলোকের অভাব নেই।