![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমার ভালবাসা জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজকর্মে পড়ে।ওদের ৬০ দিনের ফিল্ড ওয়ার্ক করতে হয়। ও প্রতিদিন গেছে ফিল্ড ওয়ার্কে । প্রতিদিন কাজ করেছে এবং কাজ শিখেছে। এবং প্রশংসাও পেয়েছে। প্রতিটা রিপোর্ট লেখেছে নিজে নিজে। এতো কিছু করার পর সে নম্বর পেয়েছে যারা নিয়মিত ক্লাস করে নাই, কপি করে রিপোর্ট লেখেছে এবং কাজও ঠিক মতো করে নাই তাদের সমান। আমার ভালবাসার থেকে এক নম্বর বেশি পেয়েছে, যে ফিল্ডওয়ার্কের বাচ্চাকে কোলে নিয়ে আয়ার কাজ করেছে এমন দুজন, কপি করে রিপোর্ট লেখেছে এবং কোন কাজই ঠিক মতো করতে পারে নাই। এভাবে যদি সততার সাথে কাজ করে ঠিক মতো ফল পাওয়া না যায়, তাহলে এদেশে তো অযোগ্য সমাজকর্মীই বের হবে। আমার যতটুকু মনে হয়, যে মার্ক দিয়েছে সেও আয়ার কাজ করেই মার্ক পেয়েছে।
আমার ভালবাসাকে কিছুইতেই শান্তনা দিতে পাচ্ছি না। বেচারি অনেক কষ্ট করেছে। আমি নিজের চোখেই দেখেছি। এরকম অবমূল্যায়ন করা হলে, নকলবাজ, চোর, অযোগ্যরাই এগিয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে এসব ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি না শুধু আমার ভালবাসাই এমন অবমূল্যায়নের শিকার হয়েছে। সততা এখনো পৃথিবীতে আছে, তাই পৃথিবী বেঁচে আছে।
©somewhere in net ltd.