![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারছে
বার্মায় গণহত্যা চলছে
কাশ্মীর সহ অঙ্গরাজ্যে নিরব জেনসাইড হচ্ছে
বাংলা মগের মুলুকে পরিণত হয়েছে
তারপরেও বলেছে
“আমরা মানবতার কথা বলছি,
আমরা উন্নয়নের কথা বলছি,
আমরা গণতন্ত্রে কথা বলছি,
আমরা জঙ্গিমুক্তির কথা বলছি”
তোর মানবতা খেতাবালিশ,
মারি তোদের মুখে লাথি,
নিজের উন্নয়ন করে
বুলি মেরে দেস ফাকি।
মুক্তিযোদ্ধার বংশধর কি আজ
কোটা পাওয়ার জন্য পাগল,
তোদের চেয়ে প্রতিবাদী বেশি
জেলে যাওয়া পাঁচ ছাগল।
৯০ এর প্রতিবাদীরা আজ
হয়ে গেছে উধাও
বাংলাদেশের সুবিচার
পাওয়া যাচ্ছে না কোথাও।
গণতন্ত্রের মুক্তি চাই,
সুশাসন চাই,
সুবিচার চাই,
বাংলাদেশকে বাংলাদেশের মতো চাই।
১৩-১২-১৭
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
সকাল রয় বলেছেন: দারুন লিখছেন ভাইয়া
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
আর কিছু বললাম না।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫
তারেক ফাহিম বলেছেন: দেশটাকে বাংলার মত চাই।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
আবু তালেব শেখ বলেছেন: আমরা শান্তিতে আছি সব দেশের থেকেও। যদিও দ্রব্যমুল্য আকাশসিমা। তার পরও ভালো আছি
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
আহমেদ জী এস বলেছেন: ফিদাতো আলী সরকার ,
তোর মানবতার খেতাবালিশ পোড়াই
দেশটাকে দেশের মতো চাই ........................