![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমি পড়াশুনা শুরু করেছিলাম ৩ বছর কয়েক মাস প্লাস থেকে। ৭টা স্কুলে পড়েছি। এগুলোর মধ্যে যেমন উইলস লিটল ফ্লাওয়ার(কেজি ওয়ান-২), মতিঝিল সরকারী প্রাইমারী ও হাই স্কুল(৩-৬), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল(৭), শান্তিপুর হাই স্কুল গোরান(৮), ওয়েস্ট এন্ড হাই স্কুল (৯-১০ এবং এস এস সি) । জানি না, এসব স্কুলের বন্ধুরা আমাকে আজ চিনে কিনা? wehs96 গ্রপের কল্যাণে অনেকে সাথে পরিচয় রয়েছে। যদিও আমি এর এখন মেম্বার নাই। আমার একাকীত্ব খুব ভালো লাগে। এতে কষ্ট কম লাগে। আমার বন্ধু সংখ্যা বলা যায় শুন্য। তবে বইকে ভালবাসি। আগে বিড়ালদের সাথে খুব বন্ধুত্ব ছিল। আর এখন বাসায় ফিরি, বউয়ের সাথে গল্প করি, জীবনটা কেটে যাচ্ছে। বেশি লোকের মাঝে গেলে নিজেকে হারিয়ে ফেলি। কয়েকজন বন্ধুকে মিস করি, সৌরভ সরকার, আল আমিন সহ কয়েকজন শান্তিপুর স্কুলের, মোবারক, নাইম, রেজা, শিবাসিস সহ কয়েকজন ওয়েস্ট এন্ড হাই স্কুলের, জনি, নাম মনে নাই কিছু ক্লাস মেট ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের। আশা করি, সবাই ভাল আছে।
২| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: মাইগড!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীবন তো এমন ই।