![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
নিয়তির পরিণতি
তাই তুমি আমার
আকাশে অগণিত তারা
কিন্তু চাঁদ তো একটাই
তুমি তো সেই চাঁদ
তুমি শুধু আমার
ছলেবলে- কৌশলে
বেঁধেছি তোমায়
মায়ার এক মহা
ভালবাসায়
গল্পের শুরু তুমি
শেষও তুমি
সব কিছুর মাঝে
একমাত্র তুমি
আমার মুনমুন
আমার মুনমুন।
২৫/০২/২০২০
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: মুনমুন ভালো থাকুক।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০০
নেওয়াজ আলি বলেছেন: লেখা ভালো লাগলো।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ছবিটাও ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন হইছে কাব্য ।