![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাগো মামু ভাইগনা যতই অনিয়ম অভিযোগ অকাজ আজাইরা পেচালে থাকিনা কেন একটা যায়গায় মামু ভাইগনা কইলাম এক, যেমন প্রতিদিন সন্ধ্যা হওনের লগে লগে সুর সুর কইরা ঘরের মধ্যে ঢুইকা পড়ি, কারনটা অইলো আমারে আমার বাপ ছাড়েনা দেরি অইলে হেরে ছাড়েনা হের বইনে মাইনে আমার মা জননী। আমরাও কইলাম কম যাইনা, সন্ধ্যা থেইক্কা রাইত আমরা দুজন ছাদেই পার করি খাই দাই বিড়ি টানি, ছাদে আমাগো একটা আড্ডা ঘর আছে। গ্লাস দিয়া বানাইসে, বাপ জান কইসে দুনিয়া দেখবি তো দেখ তয় নিজের সীমানায় থাক, দুক্ষের বিষয় হইলো ঘরটা করসে ছাদের মাইজ বরাবর। পাশের বাসায় কোন বারান্দায় কোন সুন্দরী মাইয়া হাটে না ঘুমায় না ঝিমায় কিচ্ছু দেহিনা, এইডা আমার বাহে কি বুইঝা করসে নাকি না বুঝইঝা আমি আর মামু আইজো বুঝবার পারিনাই, যাউকগা বাহের কাম বাহে করসে পোলার কাম পোলা করবো এই নিয়া আমাগো মামু ভাইগনার আপাতত কোন দুষ্ক নাই, যেই দুষ্ক নিয়ে আমি আর মামু গতকাল থেইককা দৌড়ের উপর আছি হেইডা অইলো এই ব্লগে এত রঙের মানুষ কেন,
মাুমরে জিগাইলাম মামু তুমিতো এইহানে ৮ বছর শুইয়া কাটাইয়া দিলা, কেমন দিলা, এত চিড়িয়ার মধ্যে তোমার ঘুম কেম্নে আইলো, এইহানে যারা তোমার লাহান সু্নদর মানুষ তারা কেমনে আসিলো। মামু কইলো তুই যাখন বেসুরে গান করস তখন আমি কি করি, কইলাম তুলা মারো কানে, আমারে কইলো এইহানে তোরে থাকতে অইলে তুলা কানে দিতো অইবোনা তয় মনে ঠিকি দেওন লাগবো,
এরপর কইলাম আচ্ছা মামু এইহানে কিছু সাইকো দেখা যায় ,আবার হগলতেরে বুঝা যায়না, কিরাম কিসিমের আচরণ করে হেগরে কেমন ধরি হেরা সাইকো নাকি সুস্থ্য। মামু কটু ভাইবা কইলো, একজনের পিছে লাইগা থাক ,একজন খাটি সাইকো বাইর কর, তার পিছে পিএইচডি কইরালা। এরপর আমার থেইক্কা সাইন নিবি হেয় আসলে সাইকো কিনা, আমি সাইন দিলে হেরে নিয়া একটা পোষ্টাইবি, এরপর দেখবি ব্লগ বাসী দুই ভাগ অইয়া যাইবো, যেই ভাগ সাইকোর দলে হেই ভাগের একটা লিষ্টু করবি, এরপর থেইক্কা চামে ব্লগিং শুরু করবি, খালি সাইকো দলের লোকরে একটু বুইজা শুইননা লিখবি,
এইভাবে একদিন আমার ভাইগনা অইয়া যাইবো একজন সলিড ভার্চুয়াল ক্যারেকটর,
আমি চোখ কপাল দুইডা একলগে উপরে তুইলা জিগাইলাম মামু এইডা আবার কি কইলা, ভার্চু্যাল আবার কিরাম জিনিস, হেইডা কই পামু, মামু কইলো ধিরে বৎস ধিরে, আইজকা এই পর্যন্তই থাক, আগলা রাইতে হেইডা বুঝামুনে, বিড়ি প্যাকেট কই রাকসোস?
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭
অভি চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া তোমাকে আমার ব্লগে আসছো বলে।
ভালো থেকো
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯
বিলিয়ার রহমান বলেছেন: মামু কইলো ধিরে বৎস ধিরে, আইজকা এই পর্যন্তই থাক, আগলা রাইতে হেইডা বুঝামুনে, বিড়ি প্যাকেট কই রাকসোস?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬
অভি চৌধুরী বলেছেন: ধন্যবাদ রহমান ভাইয়া
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: মামাদের সাথে ভাগিনার আবদার বরাবর জমে অভি চৌধুরী!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬
অভি চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন ডানা
ধন্যবাদ ডানা আপনাকে মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১২
প্রামানিক বলেছেন: মামু ভাগ্নের মজাক ভালোই লাগল।