![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল থেইক্কা মেজাজ আমার পুরাই বিলা হইয়া আছে,বিষয়টা তেমন গুরুতর না হইলেও কেনযে চান্দিটা চুলা হইয়া আছে কে জানে,
ছাদে গিয়া বিড়ির বাক্স খুইলা মেজাজ আরো তুঙ্গে- দেখলাম বাক্সে কি জানি লড়তাসে, সিগারেট ভাইববা না খুইলাই উপরে উইঠা দেখি মামু হালায় বিড়ি খাইয়া গোড়াটা ঢুকাইয়া রাকসে,আরে হালা খাইসোস তো ভালো, আমি কিনা আনতাম। আমারে ধোকা দিলি ক্যান, কি আর করা আবার গেলাম নিচে বিড়ি আনসি।দিলাম আগুন লাগায় টান...
-ভাগনে বিড়ি পাইলি কই,?
-যেই গোড়াটা রাকসো হেইডারে ফু দিসি এক প্যাকেট বিড়ি হইয়া গেসে।
-ওরে বাপরে! তুইতো দেখি অনেক কামেল মানুষ, আগে কবিনা?,সব বিড়ি খাইয়া শুধু গোড়া রাখতাম , একটা বিড়ির গোড়া মানে এক প্যাকেট বিড়ি, দেশে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা অইয়া যাইবো ভাগনে।কাটুনে কাটুনে সিগারেট বানায়া মানুষের লাইগা ছাইড়া দিতাম , নে বাবা খা, কলিজা পোড়াইস মাগার টাকা পোড়াইসনা।
-ফাও প্যাচাল না পাইরা ক্যান আসছো হেইডা কও,বিড়ি লাগবো? এই নাও, ইচ্ছে মত টান দাও, আর চুপ থাকো, মেজাজ ভালোনা কইলাম।
- হ, হুনসি বিয়ান বেলাই হুনসি তোর মেজাজ বিলা ছিলো আছে থাকবো। হুন ভাগনে তরে আমি ভাইগনা কম বন্ধুই বেশি ভাবি, আমার লগে শেয়ার কর, দেখবি সব ফানি,
- হ, জানি ধমকের বেলায় ভাগনে, আর খালি বিড়ির বেলায় বন্ধু, তোমরা মিয়া যারা সাহিত্যিক মানুষ তোমাগরে আমি বিশ্বাস করিনা মামু,তোমরা বানায় বানায়া মিচা কতা লিখো। তুমি না কইসো আমারে ভার্চ্যুয়াল শিখাইবা মামু? শিখাইটে অইবোনা। এই কয়দিনে আমি বুইঝালাইসি ভার্চ্যুয়াল কারে কয় কত প্রকার ও কি কি। এহন তুমি মামু হালায় বহো আমি তোমারে কই।
-আরে দেখতে অইবোনা ভাগনেটা কার, আমি তোর প্রত্থম পুষ্ট পইড়াই বুইঝালাইসি আমার ভাগনে ভার্চ্যুয়াল খালি বুঝবোনা, পয়দা করবো। যাউকগা, অহন হুন কিছু ভার্চ্যুয়াল হিষ্ট্রি, যতই পয়দা করস মামার ফু ছাড়া কিছুই অইবোনা,
- হ, কইতে থাকো মামা, হুনতাসি
-নাম্বার ওয়ান ,এইহানে যাই করবি তাই ঠিক, মাগার কোনো নারীর লগে পিরিত করতে যাইসনা, তোর মত বেক্কেল ভাবিসনা তাগরে,হেরা এইহানে আবেগ মাল মশলা দিয়া রাইন্ধা ব্লগে পরিবেশন করে,আবার রিসিপিও দেয়, যাই করোস তাগোর ফাঁন্ধে পরিসনা কইলাম,হেগো মাল মশলার রান্ধণ খাইসনা কইলাম, জিন্দিগি খাপা খাপা অইয়া যাইবো।
- তখন থেইক্কা কি আউলা ঝাউলা কথা কইবার লাগসো, আমি এহানে পিরিত করতে আমু কেন? আমার সাব্জেক্ট কি হেইডা তুমি জানো না?পাগল নিয়া আমার কারবার,পাগল খুজতাছি মামু। এইহানে পাইলেও পাইতারি মানিক পাগল। বুঝলা মামু?
-হ, ভালা , তুই আমার ভাইগনা, তর ভালা মন্দ নিয়ে একটু টেনসন করবারি পারি তাইনা?। হুন ভার্চ্যুয়াল নিয়ে লেকসার দিমু কইসিলাম, ঈদ কেনা কাটা তোর মামিরে লইয়া ডেটিং এসবে সময় করতাতিরিনাই, আইজকা শুরু করমু? একটা সিগারেট লাগাবি?
-হ জানিতো তোমার মন চোখ কোনখানে আর তুমি কোনখানে, ধরো খাও, আর শুনো মামু, জীবনেও গোড়া ভিতরে রাইখা আমারে মদন বানাবানা।
- যা আর করুমনা এমন কাম, তুই আমার সুইট ভাগনে। আজকের বিষয় ভার্চ্যুয়াল, ভার্চ্যুয়াল এর মানে যা ইচ্ছে তা থাকুক ডিকশনারিতে আমাদের সামুর জন্য এটার মানে কইলাম আলাদা, সোজা কইরা কইলে এর মানে অইলো- যাহা কিছু চোক্কে দেহন যায়না তাহাই ভার্চ্যুয়াল। যাগো কপাল আস্ট আঙ্গুলের তারা ভাগ্যের ঠেলায় শুইনা ফালায় মাগার মইরা গেলেও চোক্কে দেখবার উপায় নাই।
- ক্যান এমন ক্যান,? হেরা হেগরে নিয়ে এমন বিপদে ক্যান আছে কওতো মামু?
-সেটা এখন কওন যাইবোনা, হেইডা কইতে অইলে তরে আরো কয়দিন কেলাস করতে অইবো ভাইগনা, সব একলগে বুঝবিনা, তয় জিগাইসস যখন একটু কই, এর জন্য দায়ী গুগলের বাপ, ঐ হালায় সব চিনা ফালায়, একখান ছবি মাইরা দিলে ভার্চ্যুয়ালের বারটা বাজায় দেয়। কার লগে কি সম্পর্ক ,কয়টা ফেইস বুক আইডি, কার লগে কার লিন্ক কত্ত কিছুযে ভাইগনা হাজির কইরা দেয় হেই ভয়ে হেরা নাম কয়না, গ্রাম কয়না, ডান কয়না, বাম কয়না, খালি ীহিহিহিহি কইরা হাসে ভাইগনা, বাংলা সিনেমার একটা কমন ডায়ালগ হুনসোস ভাইগনা?
- কোনডা? কতগুলোইতো হুনসি,
-"মন পাবি তোবু দেহ পাবিনা শয়তান, " হুনসোস?
- অই মামু, তুমি হালায় ভুল কইসো, ডায়ালগ অইলো," দেহ পাবি তবু মন পাবিনা শয়তান"।
- মজাতো এইহানেই ভাইগনা, এখানে এরাতো মন দিয়া ফালায় পয়লা রাতেই, মাগার দেহ দেয়না কোন বেলায়রে ভাইগান।
-কোনটা বেশি দামি তোমার কাছে? মন নাকি দেহ?
-অই ছাগল দাম দিয়া কি করস? তুই কি মন দেহের ব্যবসা খুলসোস? তর লগে কথা বইলা কোনদইন মজা পাইনা, খালি প্রশ্ন করস। ধুর মুডটারে নষ্ট কইরা দিসোস।আজকে কেলাস এই পর্জন্তই, বিড়ি দে-,
- হ।মামু, আইজকা আর ভাল্লাগসেনা। মনডা বেজায় খারাপ। আসো বিড়ি টানি, দুনিয়া আন্ধার কইরা সবার হাতে হারিক্যান ধরাইয়া দেই।
- আর বাঁশ?
- চুপ থাকো মামু, বিড়ি টানো আন্ধার করো..... গান ধরো- পারিনা সইতে ,না পারি কইতে,ধোয়া ধোঁয়া ধোঁয়া ধোঁয়া ধোঁয়া,....
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫২
অভি চৌধুরী বলেছেন: এক মামুর কথা মনে করায় দিলেন! লেখাটা জটিল! বানানো মনেই হচ্ছে না! মনে হচ্ছে সত্যি! খুব ভাল লাগল!
এইডা আবার কি কইলা তুমি? কাইলাক হারা রাইত জাইগা মামু আর আমি গল্প করলাম ছান্দে বইয়া, আর তুমি হেইডারে গল্প বানায়া দিলা? ধুর কেমতে কি?
ধন্যবাদ আপনাকে ডানা মন্তব্য করার জন্য, আগামি আড্ডা নিয়ে আবার আসবো নিমন্ত্রণ রইলো
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: সেই বুনুদুন পাইলুম মাঝ রাইত্তে!
থ্যানফকু!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫৯
অভি চৌধুরী বলেছেন: অয় অয়, খালি বিনুদুন, তোমারেও খোঁচা মারসিগো। যাউকগা আমার কাম শেষ, ঘুমাইবার যামু, তুমি হালায় কি করো? ঘুমাওনা ক্যান?
ভালা রাইত
ভালা থাউকগা
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৩
ভ্রমরের ডানা বলেছেন: বিড়ি দাও দুইডা টান মারি!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৭
অভি চৌধুরী বলেছেন: কপালডাই আমার খারাপ, আমারে হালায় পছন্দ করেনা, বেবাক্তে আমার বিড়ি লইয়া টানা টানি করে, মামু হালারে কইলমা তুমি আমার লগে আড্ডা দাও কি বিড়ির টানে নাকি আমার টানে, ঐ বাপের হালায় মুখ লুকাইয়া গাও গেরামের হাসি মাইরা কয় - বিড়ির টানে।
যাউকগা তয় এই নাও এখান দিলাম,
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৩
ভ্রমরের ডানা বলেছেন: আমিও
বিড়ির টানে
আপনার কপালে ঠাডা মারেন! হে হে হে!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪
অভি চৌধুরী বলেছেন: হুম বুঝতে পারছি,এই নেন বিড়ি, ধরান।
এই ফাঁকে আমার কাল একটা পরীক্ষা আছে সেটার জন্য একটু কাজ করতে হবে,
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
অভি চৌধুরী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: - হ, জানি ধমকের বেলায় ভাগনে, আর খালি বিড়ির বেলায় বন্ধু, তোমরা মিয়া যারা সাহিত্যিক মানুষ তোমাগরে আমি বিশ্বাস করিনা মামু,তোমরা বানায় বানায়া মিচা কতা লিখো।
এক মামুর কথা মনে করায় দিলেন! লেখাটা জটিল! বানানো মনেই হচ্ছে না! মনে হচ্ছে সত্যি! খুব ভাল লাগল!