![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুনdear blogger, we are sorry to inform that we had to remove one of your comments from a particular post ( . please note: this action is taken to maintain a good environment of the blog according to rule: 2b. any kind of criticism that we feel is not constructive rather is written to create conflict and disturbance or any criticism that is geared towards a person rather than an opinion ২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে। thank you in advance you for your understanding. regards, somewherein blog team.
মন্তব্যটা ছিলো কোন এক ব্লগার আমার মন্তব্যের জবাবে ওনার ইসতিরির কথা বলেছে যে তিনি সুখে আছেন, আমি সেটার জবাবে বলেছিলাম - আপনার ইসতিরিও আছে নাকি, কেমতে কি, ওনাকে নভেল দেয়া হোক ।
মডু বলছে আমি নাকি জৈনক ব্লগারকে কাটি-সাইজ করেছি, সেই জন্য আমাকে জেনারেল করা হয়েছে। আমি অত্যান্ত আনন্দিত মডুরা এমন বিষয়ের দিকেও নজর দিয়েছেন ব্লগের শান্তি রক্ষায়। মডুর এমন ভুমিকায় স্বাগতম, বাট কিন্তু মাগার যাকে আমি কাটি-সাইজ করেছি সে কিন্তু এই ব্লগে বহুজনকে মেরে কবর দিয়া ফালাইসেন ইতি মধ্যে, সামু আমাকে জেনারেল করসে নো পরবলেম, আমি ওনাকে ওয়াচে রাখলাম, উনি যদি আর কারো সন্মানে আঘাৎ করে কথা বলে তো তেনার জন্য একটা পোস্ট আসিবেক স্ব-গৌরবে।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০২
চাঁদগাজী বলেছেন:
"বাট কিন্তু মাগার যাকে আমি কাটি-সাইজ করেছি সে কিন্তু এই ব্লগে বহুজনকে মেরে কবর দিয়া ফালাইসেন ইতি মধ্যে, সামু আমাকে জেনারেল করসে নো পরবলেম, আমি ওনাকে ওয়াচে রাখলাম, উনি যদি আর কারো সন্মানে আঘাৎ করে কথা বলে তো তেনার জন্য একটা পোস্ট আসিবেক স্ব-গৌরবে। "
-মনে হয়, আপনার ধারণা সঠিক নয়।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৫
অভি চৌধুরী বলেছেন: খেয়ে দেয়ে অনেক কাজ আছে আমার ব্লগিং করা ছাড়া। দেশে বিদেশে হাজারো সাইকো বাঙলী আছে খোদাতায়ালার কৃপায় ওদের সুস্থ্য করার দায়িত্ব পেয়েছি, সেটাই করার জন্য পরিশ্রম করে যাচ্ছি। যদি দেখি সময় আমাকে এসে খামসি দিচ্ছে তখন ব্লগিং করি।
আর কাভা হইলো মাথা মোটা বলদ তার শরীরের মত ,তার কাছে ব্লগিং করিবার জন্য সাহায্য চাওয়া আর আত্মহত্যা করা সমান।
ধন্যবাদ পরামর্শের জন্য
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
কাল্পনিক_ভালোবাসার নিকে কমেন্ট করে, উনাকে অনুরোধ করেন যে, আপনি জেনারেল পদ চাহেন না, উহা এরশাদেরই থাক; আপনি যুদ্ধ বিগ্রহে আগ্রহী নন, শুধু মাত্র ব্লগিং করতে চান, উনি ব্যবস্হা করবেন।
আমার পোস্ট ভালো না লাগলে, কড়া কমেন্ট করবেন; আমি চিন্তিত লজিক্যাল করা কমেন্ট পছন্দ করি।