![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাকে নিয়ে একটা মজার তথ্য শুনুন, সরকারের পক্ষ থেকে সামু সহ অনেক গুলো ব্লগ ব্লগারের প্রতি নজর রাখা হয়, বলতে পারেন ২৪ ঘন্টা ব্লগ গুলো প্রশাসন নজর রাখেন, তো একদিন আপনার পোষ্টের দিকে নজর যায় প্রশাসনের, আপনার কিছু সরকার নিয়ে আউল ফাউল পোষ্ট তারা প্রিন্ট নিয়ে একজন কে প্রধান করে সাত সদস্য তদন্ত কমিটি করে তদন্ত শুরু করে, তো এ্যান্ড অফ দ্যা ডে প্রধান অফিসার এসে জানতে চাইলো- কেই এই লোক, কি পেয়েছেন আপনারা তদন্ত করে, তখন তিন জন তিন জন করে দুইটা রিপোর্ট দিলো , এক দল বললো উনি মানসিক প্রতিবন্ধি আর অন্য দল বললো না স্যার সে শারীরিক প্রতিবন্ধি, স্যার তখন একটু ভেবে বললো শরীর আর মন বাদ দিলে কি থাকে? ছয়জন জবাব দিলো প্রতিবন্ধি থাকে স্যার, তখন অফিসার জোরে ধমক দিয়ে বললো - সো হোয়াউ ইউ গাইজ ওয়েষ্টিং ইউর টাইম, থ্রো দ্যা পেপার, ম্যাক ইট গারবেজ। লেটস ডু আদার জব।
হাহাহহাহা আমি ঘটনটা শুনে না হলেও ৩০ মিনিট হেসেছি,
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৩
অভি চৌধুরী বলেছেন: আমার কোন ভুমিকা নেই, আপনার ভুমিকা নিয়ে আপনি সচেতন হোন। আপনি ঘরে বসে বসে এই ব্লগে যেসব প্রসব করছেন তা জাতির কোন উপকারে আসছেনা, দেশে জাতি নিয়ে ভাববার বেশি শখ হলে নিজের দেশে মানুষের জন্য স্বশরীরে কিছু করার চেষ্টা করুন, লেখে যা করা যায় সেটা আপনাকে দিয়ে হবেনা, ইতিমধ্যে আপনি সেটার পরিচয় দিয়ে ফেলেছেন।
যাকগে শান্তিতে থাউনযে।
২| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের, জাতির সমসয়া, সম্ভাবনা নিয়ে লিখুন।
৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
বর্ষপুর্তির অভিনন্দন।
মানুষকে নিয়ে, সাধারণ মানুষের জীবন নিয়ে লিখুন।
৪| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:১০
টারজান০০০০৭ বলেছেন: উনি ব্লগের বিনোদন, চিন্তার খোরাক, বাঁধ ভাঙার আওয়াজ ! আপনি যে জোক করিলেন , আমারতো ভয় ধরিয়া গেলো ! এমন ক্লোজ মনিটরিং হইলেতো বিফদ !
৫| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫২
সোহানী বলেছেন: অনেক আগের লিখা হলেও এখন উনার নিরুদ্দেশে সত্যিই আমরা চিন্তিত।
নিয়মিত লিখার আহবান থাকলো...........।
১০ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৮
অভি চৌধুরী বলেছেন: উনি নিরুদ্দেশ হবেননা। এটা এখানের আবেগীত ব্লগারদের একধরণের বিগলিত ভান।
আমার এসবকে লেখা বলেনা, বলা যায় চারপাশ তুলে আনা।এমন কাজে আছি যে রাত দিন নেই আমার। রাত পোহানোর আগেই আমার দিন শুরু হয়, দিন শেষ হয় কিন্তু কাজ শেষ হয়না। চলছে চলবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য
৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০৮
অনল চৌধুরী বলেছেন: তাকে অভদ্র আচরণের জন্য স্থায়ীভাবে নিষিদ্ধ করা দরকার।
সে সংশোধনের অযোগ্য।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
পাঠক তো আমি একাই।
দেশের বিরাট অংশ মানুষ 'ব্লগিং' শব্দটাও বুঝে না; অথচ, ব্লগিং এক শক্তিশালী জেনারেশন তৈরি করছে নীরবে; এখানে আপনারও ভুমিকা আছে।