![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনসা কাজটি ভালো করেনি, চাঁদ সওদাগরের প্রতি সমবেদনা
নির্দোষ লখিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোন দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী। তার বাবা শিব তাকে বলেন, যদি কোন শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্ত্যে তার পূজার প্রচলন সম্ভব।
তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করে তাকেই মনসা পূজার আয়োজনের অনুরোধ করে। কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে রাজি হননি। তখন রাগান্মিত হয়ে মনসা তাকে শাপ দেন- চাঁদ সওদাগরের প্রত্যেক ছেলে সাপের কামড়ে মারা যাবে। মনসার অভিশাপে এইভাবে একে একে লখিন্দর ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই সর্পদংশনে মারা যান। তাই লখিন্দরের বিয়ের সময় তার বাবা এমন বাসর ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে সাপ লখিন্দরকে হত্যা করে।
এখানে ফ্যাক্ট অব থিউরী হলো, প্রথমত চাঁদ সওদাগর হলেন একজন মানুষ। দ্বিতীয়ত সে মনসার বাবাকে মান্য করতেন। এখন মনসা তার নিজেকে পাবলিক এটেনশন পাওয়ার জন্য, চাঁদ সওদাগরকে কাকুতিমিনতি করে বলেন, তুমি আমার বাবাকে মান্য করো, আমাকেও মানতে হবে। এখন চাঁদ সওদাগর বেচারা পড়ে গেছে চিপায়। সে বলেছে, আমি কেন তোমাকে মানতে যাবো।
এদিকে বেচারি বারবার দিচ্ছে অব্যাহত হুমকি, মানে আমরা সচরাচর গ্রামবাংলায় দেখি, 'তুমি আমাকে ভালো না বাসলে, তোমাকে অপহরণ করে নিয়ে যাবো, বা কে বিয়ে করে দেখবো।' এমন টাইপের হুমকি। এখানে ঘটনাটি দাঁড়ালো উল্টো। এখন নারীদের পুরুষরা হুমকি দেয়, তখন দেখছি নারীরা পুরুষদের হুমকি দিত।
যাইহোক এখানে চাঁদ সওদাগর বেচারা আমাদের ফয়সাল ভাইয়ের মতো ভিকটিম মানে নির্যাতনের স্বীকার।
এরপর এই প্রতিশোধ পরায়ণা নারী কাজটি কি করলো, চাঁদ সওদাগর তার প্রস্তাব মানেনি, তাই তাকে কিছু করলো না, করলো তার পুত্রদেরকে। তাদের হত্যা করলো। এমনকি তাদের বউদের বিধবা করলো, পুত্রদের পিতৃহারা করলো। কোন মানুষের চোখে অপরাধের কারনে তার পুত্র বা পরিবার নির্যাতনের স্বীকার হবে, এটি অমানবিক। আমি অপরাধ করলে আমার বিচার হবে, আমার কারনে কেন আমার পুত্র বা পরিবার সাজা ভোগ করবে?
বর্তমান আমি মনেকরি, এটি চাঁদ সওদাগরের প্রতি অবিচার করা হয়েছে। শুধু অবিচার নয়, তাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে। তার ব্যবসায়ের ক্ষতি করে দেশের মানুষের খাদ্যে প্রভাব পেলেছে। এটি মানবাধিকার লঙ্গন করেছে
©somewhere in net ltd.