![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবু সালেহ সুমন। জন্ম ও বেড়ে ওঠা ঢাকার অদূরে কেরানিগঞ্জে। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছি। স্বপ্ন দেখি একটা শোষণমুক্ত সুস্থ সমাজের, স্বপ্ন দেখি একটা সমৃদ্ধ বাংলাদেশের। একটা সময়ে সামুতে নিয়মিত ছিলাম। কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও গালাগালি শুরু হওয়ার পর থেকে আমি এখানে অনিয়মিত। ভাবছি নিয়মিত হবো।
ইভটিজিংয়ের প্রতিবাদ : মোটরসাইকেল চাপায় এবার প্রাণ দিলেন এক মা : বিক্ষোভ প্রতিবাদ মহাসড়ক অবরোধ
ঈভ টিজিং বা মেয়েদেরকে উত্যক্ত করা বলা হোক আর যাই বলা হোক, এটি আসলে যৌন নিপীড়ন। সমাজের বখে যাওয়া তরুনগুলো এই ব্যধিতে মারাত্মকভাবে অসুস্থ। অসুখটি শুধুমাত্র তরুণীদেরকে বিরক্ত করাই নয়, এটির শিকড় আরো গভীরে, এর সাথে ওতপ্রোতভাবে ধর্ষণপ্রবণতাও জরিত।
কাউকে অন্যায়ভাবে হত্যা করার শাস্তি যদি হয় মৃত্যুদন্ড, তাহলে যৌন নিপীড়নের শাস্তিও অনুরুপ হওয়া উচিত।
আমার মতে প্রথমবার অপরাধ করার পর ঈভ টিজারদের সংশোধনের জন্য সুযোগ দিতে হবে, তার শাস্তি হবে লঘুদন্ড: দুই থেকে সাত বছরের সশ্রম কারাদন্ড।
সতর্ক করার পরও দ্বিতীয় বার ঈভটিজিং করলে শাস্তি গুরুদন্ড: তার অন্ডকোষ থেকে কোষ কেটে ফেলতে হবে, অর্থাৎ কার্যতঃ তার যৌন ক্ষমতা নষ্ট করে দিতে হবে।
কেউ ধর্ষণ করলে তার আর সংশোধনের জন্য সুযোগ নেই। তার শাস্তি হবে পুরুষাঙ্গ কর্তন। হ্যা, যেমন অপরাধ তেমনই শাস্তি হতে হবে। তারপরও যদি তাকে নারীর প্রতি সহিংস আচরন করতে দেখা যায় তাহলে তার শাস্তি অতি অবশ্যই মৃত্যুদন্ড।
আমার প্রস্তাবনার প্রতি আপনাদের মত কি?
ছবিসূত্র: গুগল ইমেজেস
২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৩
আবু সালেহ সুমন বলেছেন: আইনতো নিজের হাতে তুলে নেয়া যায় না, তবে আইনের ধারাগুলো এমনই হওয়া উচিত বলে আমি মনে করি।
আর এখন যে ডিএনএ প্রযুক্তি আমাদের হাতে আছে, তাতে করে অপরাধীকে ১০০% নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব। দু' একটা বেজন্মার শাস্তি হলেই বাকি বেজন্মাগুলো ঠান্ডা হয়ে যাবে।
২| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৭
শাহেদ জামান বলেছেন: বাছটাড গুলারে অবশ্যই মৃত্যুদন্ড দিতে হবে।
২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২১
আবু সালেহ সুমন বলেছেন: মৃত্যুদন্ড দিয়েও কোন কাজ হবেনা, কারণ সেই মৃত্যুদন্ড কখনো কার্যকর হবে না, তারপর যখন তাদের প্রভুরা ক্ষমতায় আসবে তখন রাস্ট্রপতির ক্ষমা পেয়ে দম্ভভরে ঘুরে বেড়াবে এই সব নর্দমার কীটগুলো।
৩| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫০
ঈদ এর চাঁদ বলেছেন: ওদের দিয়ে শুয়োরের পিছন চাটানো উচিৎ
২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৩
আবু সালেহ সুমন বলেছেন: ঘৃণা প্রকাশের ভাষাই যেন হারিয়ে ফেলেছি।
৪| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৩
সুজন_আকতার বলেছেন: এ গুলারে যারা সহায়তা করে আগে তাগের ঐ গুলা কাইটা লন। গোড়া নির্মুল করতে হবে আগে।
২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৮
আবু সালেহ সুমন বলেছেন: সমস্যাটাও ওখানেই, এদেরকে পালিত পশুর মতোই লালন পালন করে আমাদরে মহান রাজনৈতিক নেতা-তেনারা, তাই পশুগুলো একটু আধটু উন্মত্মতায় এরা কিছু মনে করেনা। যত্তোসব বেজন্মার দল!
৫| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৪
হানী বলেছেন: Click This Link
নিজে এগিয়ে আসুন , অন্যকেও আসতে আহবান জানান ।
৬| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৬
কাজিম কামাল বলেছেন: Click This Link
৭| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৭
অরাজনৈতিক বলেছেন: + + + + +
৮| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০০
নীলপদ্দ বলেছেন: আরাবদের একটা রীতি আছে 'চোরের হাত কেটে নেয়া, যেন সে আর চুরি করতে না পারে' (যদিও এটা আরবদের রীতি, এটার সঙ্গে ইসলাম এর কোন সম্পর্ক নাই, তারপর ও অনেক এ এটাকে ইসলামিক বলে চালাতে পছন্দ করে)।
ঠিক এই রকমই করা উচিত। ওরা যেই চোখ দিয়ে এই রকম কুদৃষ্টি দেয়, ঐ চোখ তুলে নেয়া। যেই মুখ দিয়ে খারাপ কথা বলে, ঐ মুখে গরম লোহার ছ্যাকা দেয়া এবং যেই হাত দিতে নারীদের স্পর্শ করতে চায়, সেই হাত কেটে ফেলা।
এছাড়া আর কোন উপায় দেখি না এটা বন্ধ করার।
৯| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৫
পান্থ নজরুল বলেছেন: ইভটিজিং এর প্রতিবাদ করে যারা মৃতু্য বরণ (!) করছেন তাদের এবং যারা প্রতিবাদ করে মৃতু্য বরণ (??) করতে মনস্থ করেছেন তাদের দুশ্চিন্তার কোন কারণ নেই। কারণ মাননীয় প্রধান মন্ত্রী তাদের পোষ্যদের ভার নিতে শুরু করেছেন! শুভ উদ্যোগ!! এবার নির্ভয়ে প্রতিবাদ করে মরতে পারেন!!
বখাটে কারা? তাদেরকে কারা প্রশ্রয় দেয়? তাদেরকে থানা-পুলিশ কেন সমীহ করে? এসব কি আমাদের 'মাননীয়'রা জানেন না? আসল জায়গায় তো হাত দেয়া হচ্ছে না। ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই না? রাজনীতির ব্যবসা, চোরাচালানীর ব্যবসা, জোয়ার ব্যবসা, মদ-গাঁজার ব্যবসা, দেহ ব্যবসা সবই তো 'মাননীয়'রা বখাটেদের দিয়ে করান!!
'মাননীয়দের' ভন্ডামী দেখতে দেখতে এখন গা সওয়া হয়েগেছে। কিন্তু ঐ ভন্ডরা যখন দূরদর্শনে জনগণের প্রেমের ফিরিস্তি দিয়ে নয়ন জলে সাতার কাটে তখন রাগে গা রিরি করে। (( ক্ষমতা থাকলে থাপরাইয়া মগজ বাইর কইরা দিতাম!!! ))
২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৫
আবু সালেহ সুমন বলেছেন: আপনার সাথে কঠিনভাবে সহমত!
ক্ষমতা থাকলে থাপরাইয়া মগজ বাইর কইরা দিতাম!!
কমেন্টে প্লাস++++
১০| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১১
মোসাব্বির বলেছেন:
ভাই কিছুই করতে হইব না শুধু স্থানীয় সংসদ সদ্স্যকে নির্দেশ দিলেই হবে, আপনার এলাকায় কোন ইভ টিজিং হলে আপনার সংসদ সদ্স্য পদ বাতিল করা হবে। দেখবেন সব ঠিক হয়ে গেছে।
১১| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৩
লাবিব ইত্তিহাদুল বলেছেন: যেই ছবি দিছেন, এমন মাইয়া সামটে পরলে ইভ টিজিং না, ইভ টাচিং হইয়া যাইতে পারে।
১২| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৭
মু.ই.মা ইমন বলেছেন: আইন যেটা বানিয়েছেন - একেবারে পারফেক্ট হয়েছে । যেমন কর্ম তেমন-ই ফল হওয়া উচিৎ । ভাল থাকবেন । ঈভ টিসিং এর বিরুদ্ধে কলম,সরি কী-বোর্ড তুলে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৭
মু.ই.মা ইমন বলেছেন: আইন যেটা বানিয়েছেন - একেবারে পারফেক্ট হয়েছে । যেমন কর্ম তেমন-ই ফল হওয়া উচিৎ । ভাল থাকবেন । ঈভ টিসিং এর বিরুদ্ধে কলম,সরি কী-বোর্ড তুলে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ।
১৪| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৪
সিপন বলেছেন: ও পেন x ফায়ার চাই।
১৫| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১১
মুভি পাগল বলেছেন:
১৬| ২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪১
জেবাল বলেছেন: সতর্ক করার পরও দ্বিতীয় বার ঈভটিজিং করলে শাস্তি গুরুদন্ড: তার অন্ডকোষ থেকে কোষ কেটে ফেলতে হবে, অর্থাৎ কার্যতঃ তার যৌন ক্ষমতা নষ্ট করে দিতে হবে।
একদম একমত
৩০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১১
আবু সালেহ সুমন বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: কিছছু করার দরকার নাই, শুধু ধইরা ওইডা কাইট্টা লন, কাম শেষ।