![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
শীতঋতু ধারা
লেখক: নাম জানা হীন কবি
হেমন্ত ঋতু বিদায় দিয়ে শীত ও বসন্ত ঋতু আগমন,
দেখছি আমি শীতের ঐ কনকন ঠাণ্ডা হাওয়া ছোঁয়া,
শীতের ঐ ছোঁয়া দেখছি আমি এই মন মুগ্ধাকর গ্রাম বাংলা কিছু দৃশ্য।
স্মৃতি পাতা প্রতিক্ষণ আমি ঐ সময়কে খুঁজি,
কবে যে আমি শিশিরবিন্দু পড়া ঘাসের উপর খালি পায়ে হেঁটে বেড়াই....
শীতের সময় দেখেছি আমি অতিথি পাখিদের আনাগোনা,
সারি বদ্ধ হয়ে উড়ে বেড়ানো চিত্র আঁকনের মতো,
আরো দেখেছি তাঁদের প্রকৃতি ভালোবাসা,
আরো বেশি পেয়েছি ভালোবেসে তাঁদের মধুর সুরও ঐ কণ্ঠের ডাকাডাকি..!
শীতের শিকার গ্রামবাংলা ধূলাবালি আর মেঠো পথ,
যাই বলি ভাই, শীতের মায়া একবার পড়ে গেলে আর তাঁর কমতি হয় না কোথাও,
তাই শীতপাগল বলা যায় আমাকে..!
নতুন পোশাক আশাকের আনাগোনা,
তাঁর ছাড়া বিন্দুমাত্র কমতি হয় না কারো মাঝে,
সবাই চায় নিজেকে একটু ভিন্নরূপে সাজাতে এই শীতের সময়,
তাই বলি আমি, শীতের কমতি হয় না কোথাও, হয় যে শুধু একটুকরো রোদের কমতি।
উষ্ণতার জন্য কম্বল মুড়ে দেওয়া মাঝে,
যদি খুঁজে পাই একটুকু উষ্ণতা, তাই দিয়ে ইতি লিখে যাই রাত্রিকে।
১৩ ই জুন, ২০২৪ সকাল ৭:০৬
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আপনি একদম ঠিক বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকা শহরে শীত কমে এসেছে এবং গ্রামাঞ্চলেও শীতের প্রভাব কমতে শুরু করেছে। আশা করছি, আমরা সবাই মিলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতন হতে পারবো এবং পরিবেশ রক্ষায় যথাসাধ্য চেষ্টা করবো।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও অনেক পোস্ট নিয়ে হাজির হবো, এবং আপনার আরও মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
শুভকামনা রইল...
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০২৪ ভোর ৪:১৩
খায়রুল আহসান বলেছেন: আজকাল ঢাকা শহরে বলতে গেলে শীত অনুভূতই হয় না; বড় জোর সপ্তাহ দুয়েক শীতের আমেজ ভালোভাবে থাকে। শীতকালের বাকি দিনগুলো নাতিশীতোষ্ণ। তবে গ্রাম বাংলায়, বিশেষ করে উত্তরাঞ্চলে এখনো শীত ভালোই অনুভূত হয়। তবে আশঙ্কা করি, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে অচিরেই গ্রাম বাংলাও শীতশূন্য হয়ে যাবে।
আপনার প্রথম পোস্টটিতে সাড়ে আট বছর পর আজ প্রথম মন্তব্যটি করে গেলাম। আশা রাখি, আগামিতে আপনার আরও অনেক পোস্ট পড়বো।
শুভকামনা....