নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
পুস্পরানী জানি বন্দনা তোমার
এ যেন আমার ক্ষুদ্র প্রয়াস
সদা মন গহীনে তোমার বন্দনা করে বসবাস ।
তোমার তুলনা তুমি ওগো সুদূরিকা
কোথায় আছ , কেমন আছ মম কুহেলিকা ।
তিলে তিলে গড়িয়াছে দয়াময় তোমায়
ওগো তিলোত্তমা ।
তোমারে ভাবিয়া আমি সারাবেলা
থাকি আনমনা ।
বিধাতা তোমায় গড়েছেন অপরূপে
ওগো সুন্দরীতমা ।
তোমারে চাহিয়া যদি ভুল করিয়া থাকি
তবে আমায় করিও ক্ষমা ।
তোমার চোখ হরিণীর চোখ
হরিণী যেথা ম্লান
তোমার চুল স্বর্ণকেশী
জুড়ায় আমার প্রাণ ।
সদ্য উঠা চাঁদের মত ব্রু যুগল খানি
তোমার হাসিতে মুক্ত ঝরে
জুড়ায় হৃদয় খানি ।
তোমার হাঁটা নকশীকাঁথা
তরুলতাও যেন পায়না ব্যথা ।
তোমার পরশ আলতো ছোঁয়া
শিহরিত দেহে লাগে দোলা ।
তোমার কথা মধু মাখা
ঠোঁটটি তোমার ঈষৎ বাঁকা
সে যে মায়ারি আধার ।
শতরূপের রূপসী তুমি , ওগো শতরুপা
যদি রূপের আলো জ্বালিয়ে তুমি
মন গহীনে দূর করো আঁধার কালো
তবে অন্তকাল চলব সাথে
হয়ে চাঁদের আলো।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
ভ্রমরের ডানা বলেছেন: কথার মালা এলো মেলো,
তবে থিমটা ভাল ছিল।