নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**আমি একজন দেশ প্রেমিক**আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে।

কৃষ্ণচূড়া লাল রঙ

**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।

কৃষ্ণচূড়া লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

মুস্লিম আমার পরিচয় ...

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭



রাখাল গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে নাকি কসাই খানায় নিয়ে যাচ্ছে , তা গরু জানে না ! তেমনি আপনার পীর বা নেতা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে , তা যদি আপনি না জানেন তবে আপনি গরুর চাইতেও বড় অধম ! তাই কোরান পড়তে হবে বুঝে বুঝে , তবেই বুঝতে পারবেন কে সঠিক নেতা বা ইমাম আর কে ভন্ড কবর এবং মাজার পূজারী ধর্ম ব্যাবসায়ী পীর !

দুনিয়াতে যদি পীর বলে কিছু থাকে তবে তিনি হলেন আমাদের সকলের মা ! আল্লাহ এবং রাসূলের পর মাকেই সব চাইতে বেশী সন্মান দেওয়া হয়েছে ! মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত , তাই পীরের মুরিদ না হয়ে মায়ের বাধ্যগত সন্তান হউন ! যারা মা-বাবাকে পেয়েও উনাদের খেদমত করে উনাদের কাছ থেকে বেহেস্ত লিখে নিতে পারেন নাই তারা চরম দূর্ভাগা !

আমি মুসলিম এটাই আমার পরিচয় ! আমাদের আল্লাহ এক ,রাসূল এক , কোরান এক তারপরও আমরা নিজেদের মাঝে দলে দলে বিভক্ত হয়ে পড়েছি ! কিন্তু তা তো হবার কথা নয় ! আসলে এর শুরু হয়েছে রাসূল (সঃ) এর মৃত্যুর পর থেকে শিয়া এবং সুন্নির মাধ্যমে যা সম্পূর্ণ রাজনৈতিক কারনে !

শিয়া অর্থ পরিবার বা অনুসারী ! শিয়াতুল আলী থেকে শিয়ার উৎপত্তি যার অর্থ আলী (রঃ) এর পরিবার বা আলী(রঃ) এর অনুসারী ! শিয়া সৃষ্টি ছিল ইহুদিদের গভীর ষড়যন্ত্রের অংশ ! যা পরবর্তীতে মুসলিমদের স্পষ্ট দুভাগে বিভক্ত করে !

পরবর্তীতে মাজহাব দিয়ে আবার মুসলিমদেরকে ৪ ভাগে বিভক্ত করা হয় ! কেউ ইমাম হানিফি (রঃ) , কেউ ইমাম শাফিয়ী (রঃ) কেউ ইমাম মালেকী আবার কেউ ইমাম হামবলী (রঃ) কে পৃথক পৃথক ভাবে অনুসরণ করতে থাকে ! কিন্তু কেন ?

কোরান হাদিসের অনেক বিষয় আছে যা সাধারন জ্ঞান দিয়ে বুঝা যাবে না , তার জন্য কোরান এবং হাদিসের অগাধ জ্ঞান লাগে ! তাই আমাদেরকে ধর্মীয় শিক্ষকের নিকট যেতে হয় , যারা কোরান এবং হাদিসের উপর যথেষ্ট এলেম রাখেন ! আমার কাছে ৪ জন ইমাম হলেন ইসলামের ৪জন শ্রেষ্ঠ শিক্ষক ! উনারা কোরান এবং হাদিসকে সহজ ভাবে আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন ! কোন কোন বিষয়ে চার ইমামের ব্যাখ্যায় কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় ! কিন্তু চার ইমামের সব গুলো ব্যাখ্যা গ্রহন যোগ্য !

তাই আমি কোন নির্দিষ্ট একজনকে নয় বরং চার জনকেই অনুসরণ করি ! কোন বিষয়ে চারজনের মধ্যে যিনি সব চাইতে বেশী গ্রহনযোগ্য ব্যাখ্যা দিয়েছেন , উনার ব্যাখ্যা আমি অনুসরণ করি ! কোন এক জনকে মানতে হবে বাকী ৩ জনকে মানা যাবে না , তা আমি মানতে নারাজ ! কারণ উনারা সবাই কোরান এবং হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছেন !
অথচ আমরা উনাদেরকে নিয়ে আবার নিজেদের মাঝে ৪ ভাগে বিভক্ত হয়ে গেছি !
যা সম্পূর্ণ কোরান এবং হাদিস বিরুদ্ধ ! আমি ব্যক্তিগত ভাবে চারজন ইমামকেই সন্মান করি এবং আমার প্রয়োজনে আমি চারজনেরই দারস্থ হই !
কিন্তু আমি যেটা অপছন্দ করি তা হলো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করা ! এই ব্যাপারে পবিত্র কোরানে মহান আল্লাহ তায়ালা বলেন ...

"ওয়া 'তাছিমু বিহাবলিললা হি জামী'আঁও ওয়ালা তাফাররাকু নি'মাতাললা হি আলাইকুম ইয কুনতুম আ'দা " --- (সূরা আল ইমরান , আয়াত ১০৩)

অর্থাৎ , তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না !
আর যারা নিজেদের মাঝে বিভাজন করবে , তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা হুঁশিয়ার করে বলেন....


" ওয়ালা তাকূনূ কাললাযীনা তাফাররাক ওয়াখতালাফূ মিম বা'দি মা জী আহুমুল ব্যয়্যিনাতু , ওয়া উলা ইকা লাহুম আযাবুন আজীম " ---( সূরা আল ইমরান আয়াত ১০৫ )
অর্থাৎ , তোমরা তাদের মত হয়ো না যারা সুস্পষ্ট নিদর্শন আসার পর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে , তাদের জন্য রয়েছে মহাশাস্তি !
তাই আসুন , নিজের মধ্যে সকল ভেদাভেদ পরিহার করে একই পরিচয়ে পরিচিত হই ! কোরান এবং হাদিসের আলোকে জীবন সাজাই ! যে খানে বুঝবো না সেখানে ইমাম এবং যারা ভালো বুঝেন তাদের সহযোগিতা গ্রহন করি !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.