নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
সব পুরুষ অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যায় না... কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার হাজারটা যৌক্তিক কারণ থাকার পরেও পরম যত্নে ভালোবেসে আগলে রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাতটি শক্ত করে ধরে থেকে যায়;
সব পুরুষ ঠকায় না... কিছু কিছু পুরুষ ঠকে যাওয়া নারীটিকে যত্নে করে আগলায়;
সব পুরুষ নারীর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে আসে না... কিছু কিছু পুরুষ নারীর অগোছালো জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্যও আসে;
সব পুরুষ ধ'র্ষ'ক হয় না... কিছু কিছু পুরুষ হাজারটা সুযোগ থাকার পরেও নারীদের মাতৃজ্ঞানেই সম্মান দেয়;
সব পুরুষ বউ পি'টি'য়ে পু'রু'ষ'ত্ব জাহির করে না... কিছু কিছু পুরুষ নিজে পড়তে না পেরেও ফুটপাতে চা বিক্রি করে বউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়;
সব পুরুষ দায়িত্বজ্ঞানহীন হয় না... কিছু কিছু পুরুষ অনেক অনেক নারীদের থেকেও বেশি দায়িত্বশীল হয়, স্ত্রীর প্রেগনেন্সি সময় কিছু কিছু পুরুষ গোটা সংসার ও স্ত্রীর দায়িত্ব খুব ভালো ভাবেই সামলায়, সন্তান হওয়ার পর স্ত্রীর সারাদিনের ক্লান্তি দূর করতে মাঝ রাতে স্ত্রীকে ঘুমাতে দিয়ে সন্তানের ভেজা কাঁথা পালটায়;
সব পুরুষ সুযোগ সন্ধানী হয় না... কিছু কিছু পুরুষ ফাঁকা জায়গায় একলা নারীকে দেখতে পেয়ে দ্বায়িত্ব নিয়ে সসম্মানে গন্তব্য স্থানে পৌঁছায়;
সব পুরুষ স্ত্রীকে হাড়ি ঠেলার জন্য ঘরে বন্দী করে রাখার চেষ্টা করে না... কিছু কিছু পুরুষ মুক্ত মনে খোলা আকাশের বুকে স্ত্রীকে ডানা মেলে উড়ে বেড়াতে দেখতেও স্বপ্ন বুনে, ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে দিন রাত সময় দিয়ে স্ত্রীকে যোগ্য ভাবে
তৈরি করে;
সব পুরুষ নারীরদের দমিয়ে রাখার চেষ্টা করে না... কিছু কিছু পুরুষ কখনো কখনো বাবা রুপে, কখনো কখনো ভাই রুপে, কখনো কখনো বন্ধু রুপে, কখনো কখনো বা প্রেমিক, স্বামী কিংবা ছেলে রুপে মাথা উঁচু করে বাঁচতে দেখতে পিছন থেকে ছায়ার মতো মিশে থেকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে;
সব পুরুষ নারীদের হারাতে চায় না... কিছু কিছু পুরুষ নিজে ইচ্ছে করে হেরে গিয়ে প্রিয় মানুষটিকে জিতিয়ে দিয়ে জিতে যাওয়ার সুখ দু-চোখ ভরে উপলব্ধি করে শান্তির স্নিগ্ধতায় বিভোর হয়;
ঐটুকু ঘরের কাজ ছাড়া সারাদিন আর কি -ই বা করো এমন, বলে.... সব পুরুষ কথায় কথায় নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে না, কিছু কিছু পুরুষ মনে প্রাণে মানে ও বিশ্বাস করে নারী ছাড়া প্রতিটি সংসার অচল;
সব পুরুষ স্ত্রীর সাফল্যে হীনমন্যতায় ভোগে না... কিছু কিছু পুরুষ নিজের থেকেও ভালো অবস্থানে স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড় করায়;
পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না... প্রকৃত পুরুষ হওয়াটা চারটে খানি কথা না, প্রকৃত পুরুষ আসলে তারাই, যারা নির্জনতায় মেয়েদের দেখে লালসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায়, যারা নারী সহকর্মী'র পিছনে না লেগে, অ'শ্লী'ল'তা না করে বন্ধুত্বপূর্ণ আচরণে মিশে বেড়ায়, যারা পরিবার - পরিস্থিতির অজুহাতে না দেখিয়ে সাত-আট বছরের সম্পর্ক না ভেঙ্গে, যেকোনো পরিস্থিতিতেই পাশে থেকে যায়, তারাই তো পুরুষ, যারা নারীকে 'মেয়েমানুষ' না ভেবে, ভাবে শুধু মানুষ।
"তারাই তো পুরুষ যারা নারীকেও ভাবে মানুষ"
০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৮
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: একান্ত ব্যস্ততা ব্লগ জিবন থেকে নিজেকে অনেকটা দূরে ছিলাম।
২| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:২১
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: সত্যি বলতে মাঝ পথে কেন জানি সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল তারপর বাংলাদেশ থেকে নতুন যায়গা আসলাম ব্যস্ততা জন্য ব্লগ লিখা লিখি হয়ে উঠলো । যাইহোক আমাকে আপনি মনে রাখার জন্য । ধন্যবাদ
৩| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:২৯
শেরজা তপন বলেছেন: ভাল লিখেছেন- তবে শেষের ছবি দুটো দিয়ে একটু ফেসবুকীয় ভাব হয়ে গেল।
সব কিছুই ব্যক্তিত্ব উদারতা সেক্রিফাইসিং আর রিপুকে দমনের বিষয়।
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৫৬
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: প্রিয় শেরজা তপন,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার প্রশংসা এবং পরামর্শের জন্য কৃতজ্ঞ।
আপনার মন্তব্যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্ব, উদারতা, ত্যাগ এবং রিপুকে দমন করার মাধ্যমে আমাদের জীবনে ভারসাম্য আনা সম্ভব।
শেষের ছবির বিষয়ে আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, আমি ভবিষ্যতে এই বিষয়ে আরও সতর্ক থাকবো।
আশা করি, আপনি আমার পরবর্তী লেখাগুলোতেও আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন।
শুভেচ্ছান্তে,
৪| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৮
হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর বলেছেন।
৫| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:২৫
গেঁয়ো ভূত বলেছেন: আমি বরং এভাবে বলতে চাই, সব মানুষ খারাপ হয় না... কিছু কিছু মানুষ অতুলনীয় ভাবেও ভালো হয় এবং পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই বেশি, অল্প কিছু খারাপ মানুষ বেশিরভাগ মানুষের কষ্টের কারণ।
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৫৩
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: প্রিয় গেঁয়ো ভূত,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত।
সত্যিই, পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন যারা তাদের সততা, উদারতা ও মানবিকতার জন্য অতুলনীয়। তাদের অবদান আমাদের সমাজকে সুন্দর ও সহানুভূতিশীল করে তোলে। যদিও কিছু খারাপ মানুষের কাজ আমাদের কষ্ট দেয়, তবুও আমাদের আশেপাশে ভালো মানুষের সংখ্যা বেশি।
আমরা যদি একে অপরকে সম্মান করি এবং ভালো কাজের জন্য সবাইকে অনুপ্রাণিত করি, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর হবে। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।
শুভেচ্ছান্তে,
কৃষ্ণচূড়ার লাল রং
৬| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩১
রসায়ন বলেছেন: গেঁয়ো ভূতের সাথে একমত। বিষয়টাকে এভাবে বলার কিছু নাই। প্রতারণা ছেলে মেয়ে ২ সাইড থেকেই হতে পারে।
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৫৪
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: রসায়ন,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার সাথে আমি একমত।
প্রতারণা এবং খারাপ কাজ ছেলে বা মেয়ে উভয়ের দিক থেকেই হতে পারে। আমাদের উচিত সবসময় মানুষকে তাদের কাজের ভিত্তিতে বিচার করা, লিঙ্গের ভিত্তিতে নয়।
গেঁয়ো ভূতের মতো আমিও বিশ্বাস করি যে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি, এবং আমরা একে অপরকে সম্মান ও সহযোগিতা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।
শুভেচ্ছান্তে,
কৃষ্ণচূড়ার লাল রং
৭| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস করতে ভালো লাগে- কোনো মানুষই যেনে শুনে মন্দ কাজ করে না।
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৫০
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: প্রিয় রাজীব নুর,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার বিশ্বাসের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং এটি একটি ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গি।
আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা নৈতিকতা ও সৎ পথ অনুসরণ করেন। তবে, দুঃখজনক হলেও সত্যি, কিছু মানুষ নিজেদের স্বার্থ বা অসচেতনতার কারণে ভুল পথে পা বাড়ায়। এটি আমাদের সমাজের বাস্তবতা।
তবে, আমরা যদি সবাই একসাথে কাজ করি, সঠিক শিক্ষা ও মূল্যবোধ প্রচার করি, তাহলে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারব এবং মন্দ কাজ কমিয়ে আনতে পারব। আপনার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।
শুভেচ্ছান্তে
৮| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪০
ফুয়াদের বাপ বলেছেন: জগতের সব পুরুষই ভালো হয়।
পুরুষ কখনো ধর্ষক হতে পারেনা,
পুরুষ কখনো বউ পেটায় না,
পুরুষ কখনো নারীকে ঠকায় না,
পুরুষ কখনো নারীর অগ্রযাত্রাকে দাবিয়ে রাখে না,
পুরুষ শুধু নারীকে ভালোবাসতে জানে।
কু-কাজে পারদর্শী "কাপুরুষ"গুলোই শুধু পারে ধর্ষক-অত্যাচারী-ঠকবাজ হতে।
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৪৯
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: প্রিয় ফুয়াদের বাপ,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, এবং আমি কিছু পয়েন্টে আপনার সাথে একমত।
হ্যাঁ, সত্যিই একজন প্রকৃত পুরুষ নারীদের সম্মান করে, ভালোবাসে এবং তাদের প্রতি সদাচারণ করে। তবে, আমাদের সমাজে দুঃখজনকভাবে এমন কিছু মানুষও আছেন যারা নারী নির্যাতন, ধর্ষণ এবং অন্যান্য অপকর্মে লিপ্ত। তাদের আমরা কাপুরুষ বলতেই পারি, কারণ তারা প্রকৃত পুরুষত্বের গুণাবলী ধারণ করেন না।
আমাদের উচিত সবসময় অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্যিকারের পুরুষদের আদর্শ তুলে ধরা, যারা নারী ও পুরুষ উভয়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবাই মিলে একটি নিরাপদ ও সমতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।
আশা করি আপনি আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন। আমরা সকলে মিলে একে অপরকে সম্মান এবং সহযোগিতা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব।
শুভেচ্ছান্তে,
৯| ২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন।
১০| ২৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২
অনল চৌধুরী বলেছেন: সব নারী খারাপ হয়না কিন্ত কিছু নারী জঘণ্যতম হয়।
রাজনীতি, ব্যবসা-বাণিজ্য-সাহিত্য-সংস্কৃতি-চলচ্চিত্র-সংবাদপত্র-বিশ্ববিদ্যালয়-কর্মস্থল- -গ্রাম-শহর-এলাকা পরিবার রাষ্ট্র এমনকি এই ব্লগেই তার অনেক উদাহরণ আছে।
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৪৬
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: প্রিয় অনল,
আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি আপনার কিছু পয়েন্টের সাথে একমত, কিন্তু কিছু ভিন্নমতও পোষণ করছি।
প্রথমত, সমাজে ভালো ও খারাপ মানুষ সবক্ষেত্রেই আছে, তা নারী হোক বা পুরুষ। তবে, পুরো একটি লিঙ্গকে ভিত্তিহীনভাবে বিচার করা আমাদের সমাজে আরও বিভেদ সৃষ্টি করতে পারে। আমাদের উচিত সবসময় ব্যক্তি হিসেবে মানুষের গুণাবলী ও কাজের মূল্যায়ন করা, লিঙ্গের ভিত্তিতে নয়।
নারীরা রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সংবাদপত্র, বিশ্ববিদ্যালয়, কর্মস্থল, গ্রাম, শহর, পরিবার এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের উচিত তাদের কাজ এবং সংগ্রামকে সম্মান করা এবং সব ক্ষেত্রে সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
ব্লগে বা অন্য যে কোন ফোরামে আমাদের মতামত প্রকাশ করার সময় আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমাদের কথাগুলি অপরাধমূলক বা বিভেদ সৃষ্টি করার মতো না হয়।
আশা করি আপনি আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন। আমাদের সকলের উচিত একে অপরকে সম্মান করা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
শুভেচ্ছান্তে,
১১| ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৬
নেওয়াজ আলি বলেছেন: পুরুষ নিয়ে পোষ্ট করে কই গেলেন একটা মন্তব্যের উত্তর দিলেন না---
১৯ শে জুন, ২০২৪ সকাল ১১:৪৭
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: নেওয়াজ আলি,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি কিছু সময়ের জন্য ব্যস্ত ছিলাম, তাই দ্রুত উত্তর দিতে পারিনি। তবে, এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।
পুরুষ এবং নারীর উভয়েরই সমাজে বিশেষ ভূমিকা রয়েছে এবং তাদের নিয়ে আলোচনা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি যে কোন বিষয়ে নিরপেক্ষভাবে আলোচনা করতে এবং সকলের মতামত শুনতে। আপনার যদি বিশেষ কোন প্রশ্ন বা মতামত থাকে, দয়া করে জানাবেন। আমি তা নিয়ে আলোচনা করতে আগ্রহী।
শুভেচ্ছান্তে
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৩
কবিতা ক্থ্য বলেছেন: অনেক দিন পরে আসলেন মনে হয়?
কই ছিলেন এতদিন?