নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।
লেখক: শৌরভ
তোমার মায়াবী হাসির আড়ালে লুকানো বিষাদ,
আমার হৃদয়ের গভীরে নিয়ে এসেছিল সাময়িক আরাধনা।
কিন্তু ধীরে ধীরে বুঝেছি, তুমি কেবলই মরীচিকা,
তোমার কপটতার ফাঁদে পড়ে অনেকেই হারিয়েছে সব।
ভাগ্যিস বিধাতা আমায় রক্ষা করেছিলেন তোমার ছায়া থেকে,
নয়তো আমার জীবন হতো দুঃখের বিশাল সমুদ্র।
সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে প্রতিনিয়ত ভেসে যেতাম,
তোমার প্রতারণার ঢেউয়ে তলিয়ে যেত আমার আশা-আকাঙ্ক্ষা।
তোমার থেকে মুক্তি পেয়ে যেন ফিরে পেয়েছি নিজেকে,
নতুন আলোর দিকে পা বাড়িয়ে খুঁজছি সুখের ঠিকানা।
তুমি থাকলে হয়তো অন্ধকারেই ডুবে থাকতাম চিরকাল,
ভাগ্যিস বিধাতা আমায় রক্ষা করেছিলেন তোমার ছলনা থেকে।
১৯ শে জুন, ২০২৪ রাত ১:০১
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ ,জ্বি না ফেসবুক থেকে নিয়েছি
২| ১৮ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৬
নজসু বলেছেন:
।অনেক সুন্দর।
১৯ শে জুন, ২০২৪ রাত ১:০১
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ❤️
৩| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২৪ শে জুন, ২০২৪ দুপুর ১২:০৫
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য জন্য ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০২৪ দুপুর ১:৫৩
শায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা..... আর ছবিতা কি নিজের আঁকা?