নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

**আমি একজন দেশ প্রেমিক**আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে।

কৃষ্ণচূড়া লাল রঙ

**আমি একজন দেশ প্রেমিক** আমার পরিচয় অত্যন্ত সরল, কিন্তু গর্বের। আমি একজন দেশ প্রেমিক। আমার হৃদয়ে সবসময় আমার প্রিয় দেশ এবং এই দেশের সাধারণ মানুষের মঙ্গল চিন্তা দানা বাঁধে। তাদের উন্নতি, সুখ-শান্তি এবং সুরক্ষা নিয়ে আমি সারাক্ষণ ভাবিত থাকি। এদেশের প্রতিটি কণা, প্রতিটি মানুষ আমার কাছে অনন্য। আমার ভালোবাসা, শ্রদ্ধা, এবং দায়িত্ববোধ সবসময় আমার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত। নিজের সম্পর্কে বলার মতো আর কিছু নেই, কারণ আমার অস্তিত্বের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভাবনা আমার দেশ এবং সাধারণ মানুষের জন্য।

কৃষ্ণচূড়া লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

সুন্দর নারী —একটি সমাজের আয়না, আবার কখনো ঘূর্ণিঝড়

২১ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৪০

সৌন্দর্য যখন অহংকারে রূপ নেয়, তখন তা কেবল বাহ্যিক নয়—বিনাশেরও দূত হতে পারে।
ঢাকার এক তরুণ কলেজ ছাত্র পারভেজ, তার বন্ধুবান্ধবের সঙ্গে ক্যাম্পাসে একটু হাসাহাসি করছিল। হ্যাঁ, সে হয়তো জানতো না, সেই হাসি কারও চোখে অপমান হয়ে পৌঁছাবে।

একটি মেয়ে ভুল বুঝলো—ভাবলো, তাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে।
ঘটনাটি কলেজ প্রশাসনে পৌঁছায়।
জাহিদ অনুতপ্ত হয়, ক্ষমা চায়—দু’চোখে পানি নিয়ে বলে,
“ভুল বোঝাবুঝি হয়েছে, দয়া করে ক্ষমা করুন।”

কিন্তু সেই ক্ষমা কোনো মূল্য পেল না।
মেয়েটি তার বয়ফ্রেন্ডকে খবর দেয়।
বয়ফ্রেন্ড আসে তার বন্ধুদের নিয়ে। পারভেজ শরীরে ছুরির কোপ পড়ে একের পর এক।
রক্তে ভিজে যায় ইউনিফর্ম, বন্ধুর কান্নায় ভেঙে পড়ে ক্যাম্পাস।

আজ এক বাবা—আজহারি—নিজের বুক ফাঁকা করে বসে আছেন।
যে ছেলেটি স্বপ্ন দেখতো, মায়ের হাতের ভাত খেতে চেতো,
আজ সে লাশ হয়ে পড়ে আছে—
কেবল একটি নারীর অহংকারের কারণে।

আমরা নারীকে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই।
কিন্তু সেই নারীত্ব যদি প্রতিশোধে অন্ধ হয়,
যদি তার ব্যথা হয়ে ওঠে কারও মৃত্যুর কারণ—
তবে তা আর ‘সুন্দর’ নয়, তা এক মরণফাঁদ।

সুন্দর নারী—সে তো সেই, যার কোমলতা অন্যায়ের প্রতিশোধ চায় না,
যে হৃদয় দিয়ে ক্ষমা করতে জানে,
আর মানুষকে মানুষ হিসেবেই দেখে।

আসুন, এই সমাজে আমরা এমন ‘সুন্দর নারী’র জন্য পথ বানাই,
যে শুধু রূপে নয়—বিবেকে, বুদ্ধিতে, মানবতায়ও আলো ছড়ায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৩৫

রানার ব্লগ বলেছেন: এটা ঠিক কি? গদ্য কবিতা না কি কবিতার ঢংয়ে গদ্য? সাব্জেক্ট আশাজাগানিয়া না।

২| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.