নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারু্েণ্যর উচ্ছাস

শিশির বিনদ্ু

শিশির বিনদ্ু › বিস্তারিত পোস্টঃ

জননী জন্মভূমিশ্চ সর্গাদপি গরিয়সী।- দেশমাতৃকার জয় হোক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

গল্পের চরিত্রঃ গফুর(আস্তিক), আপনি( আস্তিক),আপনার মা(আস্তিক),রাজি ­ব (নাস্তিক)।

মূল গল্পঃ এশার নামাজ থেকে ফিরছিল গফুর। নামাজ যেহেতু পড়ে তার মানে সে একজন আস্তিক। আপনার মা অফিস থেকেফিরছিল। এক নির্জন রাস্তায় আপনার মা সাথে দেখা হয়ে গেলগফুরের। গফুরের অনেক দিনের লোভ ছিল আপনার মা'র উপর। কালবিলম্ব না করে আপনার মা'র উপর ঝাপিয়ে পড়লো গফুর। ঐ রাস্তা দিয়েই যাচ্ছিল নাস্তিক রাজিব। চিৎকার শুনে সে আপনার মাকে বাঁচাতেদৌড়ে গেল। জাপটে ধরল গফুর কে। কিল-ঘুসি চলতে লাগলো। একসময় রাজিব কে ছুরি মেরে দিলো গফুর। মাটিতে লুটিয়ে পড়লো তার দেহ। ঠিক সেই সময় আপনি সেখানে উপস্থিত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা নাস্তিক বলে থাবা বাবা'র মৃত্যুতে উল্লাস করছেন-" আপনি এমতাবস্থায় কি করবেন?, নাস্তিক রাজিবেরমৃত্যুতে উল্লাস করবেন, যে কিনা নিজের জীবন বাজি রেখে আপনার মাকে বাঁচাতে গিয়েছিল? নাকি আপনার মাকে বাঁচাতে এগিয়ে যাবেন? নাকি বলবেন সাব্বাস গফুর ঠিক কাজকরেছিস। একটা নাস্তিক কে মেরেছিস। এই বলে আপনি মাকে রেখে বাড়ি ফিরে আসবেন।

অনুবাদঃ দেশটা ঠিক আমাদের মায়ের মত। এখানে একজন নাস্তিক ও আমার সহযোদ্ধা, আস্তিকও আমার সহযোদ্ধা। তাই একজন নাস্তিক মারা গেলেও উল্লাস করবেননা। কারন তাকে নাস্তিকতার কারনে মারা হয়নি। নাস্তিকতার কারনে মারা হলে তাকে গফুর অনেক আগেই শেষ করে ফেলতো। তাই বলি, দেশকে মায়ের মত ভালবাসুন। আর এইসবগফুর থেকে দূরে থাকুন যারা ধর্মের লেবাস লাগিয়ে রাতে রাস্তায় উৎ পেতে থাকে আপনারমাকে ধর্ষণ করার জন্য। খিয়াল কইরা, দেশটা কিন্তু মা। এই মায়ের উপর ৭১ এ এই আস্তিক নামধারি নাস্তিকেরাঝাপিয়ে পরেছিল।

শেষকথাঃ বিবেক জাগ্রত করুন। আন্দোলন বাঞ্চাল করার জন্য অনেক ফন্দি আঁটা হচ্ছে। আগে মা'কে বাঁচান। তারপর চিন্তা কইরা দেইখেন রাজিবের মত নাস্তিকদের মারবেন কি না, যে আপনার মাকে বাঁচাতে গিয়ে খুন হয়েছে। আশা করি বুঝাতে পেরেছি।

''একজন থাবা বাবা ও একজন গফুর। কাকে বেঁছে নিবেন?''

- রিচার্ড গৌতম স্টলম

***পুনশ্চ: বহুল প্রচলিত প্রবাদ "কয়লা শত ধুইলেও যায় না ময়লা।" এই পোস্টের পর যে সমস্ত ছাগ/ ছাগ-বান্ধব আমার ফেসবুকে বন্ধু সেজে ঘাপটি মেরে আছ, নগদ প্রস্থান কর, না হলে গদাম। আমার সে সমস্তু বন্ধু চাইনা যারা মা, মাটি ও দেশকে সব কিছুর উপর স্থান দিতে পারেনা।

-জননী জন্মভূমিশ্চ সর্গাদপি গরিয়সী।- দেশমাতৃকার জয় হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.