নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার ফিরে আসা কঠিন হবে

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৩


অনেক আগে একটা বই পড়েছিলাম। বইটির নাম কারাগারে কারাবাসে। সেই বইতে লেখক পঁচাত্তরের শেখ মুজিব হত্যার পরের একটি ঘটনা উল্ল্যেখ করেছেন। তিনি তখন রাজনৈতিক বন্দী হয়ে রংপুর কারাগারে আটক আছেন। সেই সময় রাজশাহী বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা কারাগার ভিজিটে আসেন। সকল কারা বন্দীদের লাইন করে দাঁড় করানো হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তা বন্দীদের এক এক করে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করছেন। এমন সময় লাইনের মাঝখান থেকে একজন কারাবন্দী উর্ধ্বতন কর্মকর্তাকে লক্ষ্য করে আগবাড়িয়ে বলে উঠলেন, স্যার আমি একজন রানিং আওয়ামীলীগের এমপি, আমাকে চোর ডাকাতের সাথে রাখা হয়েছে, আমাকে রাজবন্দী হিসাবে কোন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। ভদ্রলোকের কথা শুনে উর্ধ্বতন কর্মকর্তা জেলারকে জিজ্ঞেস করলেন, উনাকে এভাবে রেখেছেন কেন? জবাবে জেলার সাহেব বললেন, স্যার এটা তো আমাদের দোষ নাই, এই আইনটাতো উনারাই করে গেছেন। জেলখানায় রাজনৈতিক নেতাদের কোন বাড়তি সুবিধা থাকবে না। সেই আইনেই তো উনাকে সাধারণ কয়েদীদের সাথে রাখা হয়েছে।

এই ঘটনাটির উল্ল্যেখ করার উদ্দেশ্য হলো, শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য অনেক আইন করে রেখেছেন। এখন প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেই আইনগুলো যদি তার উপরেই প্রয়োগ করা হয় তখন শেখ হাসিনার খালেদা জিয়ার মত জেল খাটা ছাড়া উপায় থাকবে না অথবা তারেক জিয়ার মতো জেল থেকে বাঁচার জন্য বিদেশের মাটিতেই থাকতে হবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ চাইলে দেশে অনেক কিছু সম্ভব।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭

পবন সরকার বলেছেন: ভারতের সহযোগীতা ছাড়া সেই সম্ভাবনা খুব একটা ফলপ্রসু হবে না। কারণ সাধারণ মানুষ বাকরুদ্ধকর আইন, ছাত্রলীগের বাড়াবাড়ি, পুলিশের নির্যাতন এবং বেপরোয়া দুর্নীতির কারণে বর্তমানে শেখ হাসিনাকে জনগণ খুব একটা পছন্দ করছে না।

২| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:




ফিরে আসার জন্য আপনার অনুমতি লাগবে; আপনি যত তাড়াতাড়ি অনুমতি দিবেন, ততো তাড়াতাড়ি ফিরে আসবে।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬

পবন সরকার বলেছেন: দেশটা তো এখন ছাত্রদের হাতে ছাত্ররা কি সেই অনুমতি সহজে দিবে।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



ছাত্ররা যদি এই আন্দোলনে বিজয়ী হতো, ইহা ভালো হতো; কিন্তু ইহার নেতৃত্ব দিয়েছে শিবির।

১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

পবন সরকার বলেছেন: আন্দোলনরত অবস্থায় শিবির জামাত নিষিদ্ধ করা উচিৎ হয় নাই। নিষিদ্ধ হওয়ার কারণে ওরা পুরোপুরি এই আন্দোলনে যোগ দিয়েছিল।

৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার বাবার লজ্জা শরম ছিল কিন্তু শেখ হাসিনার আসলে লজ্জা শরমও নেই। উনি আবার ওনার চোপা খুলেছেন। ফল হবে যে উনি ভারতে নিরাপদে থাকবেন আর হুকুম দিয়ে যাবেন। আর দেশে আওয়ামীলীগের সৈনিকরা আবেগের বশে উল্টা পাল্টা কাজ করে বিপদে পড়বে। ফলে আওয়ামীলীগ আরও দুর্বল হয়ে যাবে। এখন আওয়ামীলীগের উচিত ছিল কিছুদিন চুপ থাকা। বেশী বাড়াবাড়ি করলে ভারত সরকারও এক সময় হাসিনার উপরে ক্ষেপে যাবে। তখন হাসিনা বিপদে পড়বে।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩০

পবন সরকার বলেছেন: এখন ক্ষমতা ছাত্রদের হাতে, ছাত্ররা কেউ মরেছে কেউ মার খেয়েছে, তাদের ভিতরে ক্ষোভ কাজ করে এই অবস্থায় কথা বলা উচিৎ হচ্ছে না।

৫| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৭

নয়া পাঠক বলেছেন: গোখরো সাপ বা রাসেল ভাইপারকে বিশ্বাস করে গৃহপালিত প্রাণী হিসেবে পালন করা যায়, কিন্তু এই পরিবারতন্ত্রের রাজনীতিকে বিশ্বাস করা বাংলার মানুষের পক্ষে মনে হয় না নিকট অতিতে সম্ভব হবে যদি দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায়ের অধিকার ফেরত আনার জন্য আমাদের সবাইর এখন ব্যক্তিস্বার্থ ত্যাগ করে একযোগে কাজ করা উচিত, আর স্বার্থান্বেষী কিছু কুটিল ব্লগারকে অতিসত্বর বয়কট করা উচিত। এরা জ্ঞানীর ছদ্দবেশ নেওয়া একেকটা পালিত গুণ্ডা, যারা এখানে জ্ঞানের অস্ত্র নিয়ে দেশের গণতন্ত্র লুটের ধান্দায় ঘুরে ফিরেই আসে।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩১

পবন সরকার বলেছেন: আওয়ামীলীগের এখন উচিৎ ছিল চুপ থেকে উগ্র স্বভাব পরিহার করা।

৬| ৩১ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:০২

দূর মিয়া বলেছেন: সুনা ভাই আওয়ামীলীগ ভারত, তারা আমেরিকা,

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

পবন সরকার বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.