নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি বিজয় আসবেই

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো

মো: সালাউদ্দিন ফয়সাল

অনেক সত্য এখনো জানিনা.... জানতে চাই.....

মো: সালাউদ্দিন ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি অদ্ভূত হাইব্রিড প্রাণী...

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৮

হ্রাইব্রিড প্রানী বলতে সংকর বা দুইটি ভিন্ন প্রজাতির প্রাণীর মিশ্রনে সৃষ্ট নতুন প্রজাতির প্রাণীকে বুঝায়। আজকে কয়েকটি চমৎকার হাইব্রিড প্রাণীর ছবি ও বর্ননা দিলাম



বাঘের মত দেখতে এ প্রাণীটির নাম লাইঘার। বাবা সিংহ এবং মা বাঘিনীর সংকর হলো লাইঘার(লায়ন+টাইঘার)। এরই আরেকটি প্রজাতী আছে টাইঘন(টাইঘার+লায়ন)। বাবা বাঘ এবং মা সিংহীর সংকর টাইঘন।



এই প্রাণীরটির বাংলা নাম নেকড়েকুকুর (উলফডগ)। নেকড়ে এবং কুকুরের সংকর এই প্রাণী। নেকড়ের থাবা, শক্তি ও বেচে থাকার ক্ষমতা এবং কুকুরের মনিবের প্রতি ভালোবাসা এই সবই একটি প্রাণীতে আনা হয়েছে।



বন্য শুকর এবং পোষা শুকরের সংকর এই শুকরটি। বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'আয়রন এজ পিগ'। মাংসের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্যই এই সংকর প্রানীকে সৃষ্টি করা হয়েছে।



জর্সি। জেব্রা এবং ঘোড়ার সংকর এই প্রাণীটি। সাধারনত জেব্রার পিঠে চড়া যায়না এর দেহের গঠনের কারনে। জর্সি নামক এই প্রাণীটির পিঠে চড়া যায় কিন্তু এর মেজাজ অনেকটা ঘোড়ার মতন যার কারনে পোষ মানানো একটু কঠিন।



এ সুন্দর প্রাণীটির নাম কামা। ক্যামেল(উট) এবং লামার সংকর এই প্রাণী। উটের মত লম্বা পা, লামার মোট ছোট লেজ, সুন্দর চোখ, কান রয়েছে এই প্রাণীর। অবাক ব্যাপার হলো এই প্রাণীটির পিঠে কোন কুজ নেই।



এই প্রাণীটির নাম পিজলি ভালুক। পোলার ভালুক এবং গ্রিজলি ভালুকের সংকর এই পিজলি ভালুক। জ্বীনগতভাবে পোলার এবং গ্রিজলি ভালুক প্রায় একরকম হলেও এরা একে অপরকে এড়িয়ে চলে। ২০০৬ সালের ১৬ এপ্রিল আমেরিকান শিকারী প্রথমবারের মত একটি হাইব্রিডভালুক কে গুলি করে মারেন। ল্যাব ছাড়া বণ্য অবস্থায় পাওয়া এটিই প্রথম হাইব্রিড ভালুক।



লিওপন। চিতাবাঘ এবং মেয়ে সিংহের সংকর এই রাজকীয় প্রাণীটি। এর মাথা সিংহের মতো এবং বাকী শরীর চিতাবাঘের।



একটি পরামর্শ চাই: সামুতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করার কি কোন অপশন আছে?? একটি একটি করে আপলোড করা বিরক্তিকর ব্যাপার।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০১

হেডস্যার বলেছেন:
কঙ্কি !! :-B আপনে কই পান এডি ?

জব্বর পোষ্ট হইছে। চালাইয়া যান।

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৫

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: এই গুগল মামাই ভরসা। তিনবার বর্ননা লিখেও পোস্ট দিতে পারিনাই লোডশেডিং এর কারনে। শেষমেষ অর্ধেক পোস্ট প্রকাশ করতে হইলো। :((

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০২

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: বিজ্ঞানীরা আবার প্রান সৃষ্টি করেছেন কৃত্রিমভাবে, কয়দিন পর হাইব্রিড মানুষ পাওয়া যাবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৭

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: কয়েকটি ওয়েবসাইটে পড়লাম মানুষ এবং প্রাণীর হাইব্রিডের চেস্টা চলছে যেটা আমার জানামতে নিষিদ্ধ হওয়ার কথা।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৮

টুনা বলেছেন: মানুষ আর প্রানীর মিশ্রনে জেল তৈরী করে খাওয়ার ধান্ধা করছে । এইসব গবেষনা বন্ধ হওয়া উচিৎ । নইলে বিপর্যয় অবিসম্ভাবী । ভাল থাকবেন সবাই । ধন্যবাদ ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: এসব গবেষণা বন্ধ হওয়া উচিত।

সহমত।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩০

কবিরাজ_কুশল বলেছেন: ভালো লাগলো ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ কবিরাজ_কুশল। চেহারা খারাপ এজন্য প্রোফাইল পিকচার দিবেন না?? B:-)

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ভালো লাগলো ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৮

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার নিক নেমটাতো অন্যরকম :|

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৩

সৌম্য বলেছেন: যতোটা মনে আছে, নব্বইএর দশকের শেষদিকে ঢাকা চিড়িয়াখানাও টাইগন-লাইগার প্রজেক্ট হাতে নিয়েছিল। দির্ঘদিন দুটো আলাদা প্রজাতীকে এক খাচাতে রাখছিলো কিন্তু ওরা ব্রীড করেনি। তবে বাংলাদেশে একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানীর মালিক একটা বক্সার (কুকুর আর বাঘের সঙ্কর) এনেছিল। সেটা বাচেনি। বান্দারবানে প্রচুর টং গরু (দেশী গরু আর গয়াল এর সঙ্কর) দেখা যায়। লাদাখে এবার অনেক জু (ভারতীয় গরু আর ইয়াক এর সঙ্কর) দেখলাম। গাধা আর ঘোড়ার সঙ্কর খচ্চর হয়তো অনেকেই দেখেছেন। আশীর দশকে ভারত ব্রিটিশ জু থেকে সংগ্রহ করা কিছু রয়েল বেঙ্গল টাইগার কুমায়নের টাইগার প্রজেক্টে ছেড়েছিল। পড়ে দেখা গেল পড়ের প্রজাতীর বাঘ গুলোর চেহারায় সাদাটে ভাব আর পশমি। গবেষনায় দেখা গেল এদের উত্তর পুরুষ কেউ কেউ সাইবেরিয়ান টাইগারের সঙ্কর ছিল। বাংলাদেশের একমাত্র হাউন্ড প্রজাতী সরাইলের কুকুর আসলে ইউরোপিয়ান গ্রে হাউন্ড আর দেশী কুকুরের সঙ্কর। কুকুরের নতুন প্রজাতী কিংবা বন্য গরু আর পোষা গরুর সঙ্কর প্রজাতী (একই জীবের আলাদা আলাদা সঙ্করগুলো যেমন সরাইল কুকুর বা টং গরু) এগুলো প্রাকৃতিক। কিন্তু টাইগন-লাইগার-কামা-খচ্চর এগুলো প্রাকৃতিক রীতি বিরুদ্ধ।

স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে দুধরনের প্রানী এরকম সঙ্কর করেনা। এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। এই হাইব্রিড প্রাণী গুলো মুক (শব্দ করেনা) হয়। ইউটিউবে ক্লিপস পাওয়া যায়। সবচেয়ে বড় কথা কোন চিড়িয়াখানা এগুলো তৈরি করলে ঐ ওয়ান পিস অনলি হয় কেননা, এরা ক্লীব হয়, পরবর্তী বংশধর রেখে যেতে পারেনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২৭

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: চমৎকার একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

কিন্তু টাইগন-লাইগার-কামা-খচ্চর এগুলো প্রাকৃতিক রীতি বিরুদ্ধ। সহমত। এই হাইব্রিডগুলো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৫

সৌম্য বলেছেন: ন্যশনাল জিওগ্রাফি'তে অনেক আগে হিউম্যানজি'এর উপরে একটা পর্ব দেখিয়েছিল। জানেন বোধহয় আফ্রিকার কিছু অঞ্চলে একসময় মানুষ বিভিন্ন প্রানীর সাথে সম্পর্ক করতো। এই শিম্পাঞ্জির বাচ্চাটাকে আফ্রিকার এক গ্রামে একজনের ব্যাক্তিগত সংগ্রহ থেকে যোগার করা হয়। হিউম্যানজি'র পর্বটা বেশ নোংড়া। কেউ আগ্রহী হলে গুগলে সার্চ দিতে পারেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৩৮

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ন্যাশনাল জিওগ্র্যাফির পর্বটা দেখেছিলাম। গা শিউরানো কিছু তথ্য প্রকাশ করেছিলো তারা।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫৭

ইমরান০০৭ বলেছেন: মজা পাইলাম ভাই

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৪

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: মজা পাওয়ার জন্যই তো দেয়া.....ধন্যবাদ

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৩

ভদ্র পোলা বলেছেন: ছবি গুলো ভালো দিছেন

++ দিলাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৫

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ ভদ্র পোলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.