| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: সালাউদ্দিন ফয়সাল
অনেক সত্য এখনো জানিনা.... জানতে চাই.....
ভাবুনতো ভুলক্রমে যদি একটি এলিয়েন বাংলাদেশে আইন-শৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে কি হবে?? আসুন আটককৃত এই এলিয়েন সর্ম্পকে আমাদের বিশিষ্ট ব্যক্তিদের মতামতগুলো দেখি -
![]()
-
-
-
-
পদাধিকারবলে প্রথম বানী আমাদের ডটার অফ পিস, রাষ্ট্রনায়ক, আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার - "এতদিনে আমরা সত্যিকার ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছি। আমাদের ডিজিটালের আকষর্নে ভিনগ্রহ থেকে প্রতিনিধি এসে পড়েছে ডিজিটালের মূলমন্ত্র শেয়ার করতে" এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে এলিয়েনটিকে আটক করে রাখা হয়েছে কেন। জবাবে তিনি বলেন, বিরোধীদল এলিয়েনটিকে গুম করে সরকারের সাফল্য নস্যাৎ করতে চায় তাই ওকে নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। ![]()
![]()
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেন - এই সরকার এতদিন দেশকে ভারতের কাছে বিক্রির ধান্দায় ছিলো, আমাদের দুর্বার আন্দোলনে তা সম্ভব হয়নি। এই জালিম সরকার এখন দেশকে ভিনগ্রহের কাছে বেছতে চায়। আমরা এই ব্যর্থ তাবেদার সরকারের পদত্যাগ তাই।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন - আমার ঘড়ি নষ্ট না হলে ৪৮ ঘন্টার মধ্যেই আপনারা কিছু একটা জানতে পারবেন। ![]()
পল্লীবন্ধু এরশাদ বলেন - বিদিশার কসম আমি পৃথিবীর বাইরে কারো সাথে কোন আকাম করি নাই, এই ছেলের বাপ আমি না![]()
গো-আজম - সবই ইঙ্গ-মার্কিন ষড়যন্ত্র। ![]()
ইনু-মেনন গং - সাম্রাজ্যবাদীর কালো-হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।
নায়ক চাকিব খান - দেখুন হতে পারে ও আউটার ওয়ার্ল্ড থেকে আসছে বাট ও আমার মত সুন্দর করে লিপস্টিক লাগাতে পারে না। ![]()
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি - আমাদের নেত্রী সমুদ্র জয়ের পর এবার মহাবিশ্ব জয় করেছেন। এ জয় অনেক নির্ঘুম রাতের ফসল। অক্লান্ত পরিশ্রমের ফসল। ব্লা ব্লা ব্লা ব্লা
মানবধিকার কমিশনের চেয়ারম্যান - ইয়ে মানে এ ব্যাপারে আমাদের আইনে কিছু বলা নাই। হে হে হে ![]()
নির্বাচন কমিশনার - আগামী কয়েকদিনের মধ্যেই ওকে ভোটার লিস্টে যুক্ত করা হবে এবং ভোটার আইডি কার্ড প্রদান করা হবে।![]()
জনৈক ইভটিজার - ও কি মেয়ে না ছেলে?? :!> :!> :#>
রেব মহাপরিচালক - আমরা মহাবিশ্বের এই সন্ত্রাসীকে নিয়ে বেশ কয়েকটি ডেরায় হানা দিয়েছি। সেখানে ওর সহযোগীরা আমাদের উপর হামলা করে। দু-পক্ষের গোলাগুলির মাঝে সে পালানোর চেস্টা করে এবং গুলি খেয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে আমরা কয়েকটি অশ্বডিম্ব উদ্ধার করেছি।
শুশীল সমাজ - বিশ্বের বাকী দেশগুলো বাদ দিয়ে আমাদের দেশে বেড়াতে আসাকে অতিথীর এই নির্মম হত্যার প্রতিবাদে আমরা শাহবাগে ১ মিনিট নিরবতা পালন করবো। (কানাঘুষা চলছে এলিয়েনের মাংসের সু্প নাকি হোটেল রেডিসনে পাওয়া যাবে, শুশীল সমাজের সবাই কর্মসূচী শেষে সেখানেই মিলিত হবেন বলে জানা গেছে)
আপাতত আর কিছুই মনে আসছে না। সবাই ভালো থাকুন।
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪০
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
২|
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৬
শুক্রগ্রহ বলেছেন: হাসতেই আছি খালি হাসতেই আছি
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪০
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: এই এলিয়েনটা শুক্রগ্রহ থেকে আসে নাইতো??
৩|
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৯
শান্তির দেবদূত বলেছেন: জোস হইছে। পুরাই হা হা প গে।
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪১
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ ভাই।
৪|
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
হাসান মাহবুব বলেছেন: জব্বর লিখসেন!
২৬ শে জুন, ২০১২ রাত ৮:২৫
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ হামা ভাই। এই বেচারার অখাদ কুখাদ্য পোস্টে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগে।
৫|
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
অসহায় নাগরিক বলেছেন: ভাল হইসে
২৬ শে জুন, ২০১২ রাত ৮:২৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ।
৬|
২৬ শে জুন, ২০১২ রাত ৮:০৬
হাছুইন্যা বলেছেন: হা হা
২৬ শে জুন, ২০১২ রাত ৮:২৯
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
৭|
২৬ শে জুন, ২০১২ রাত ৮:১৬
ইকরাম উল্যাহ বলেছেন: মজারু
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: অনেকদিন পর মজারু শব্দটা শুনলাম। ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
৮|
২৬ শে জুন, ২০১২ রাত ৯:০৭
সায়েম মুন বলেছেন: মজাক পেলাম
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ সায়েম ভাই।
৯|
২৬ শে জুন, ২০১২ রাত ১০:০৪
রকিবুল আলম বলেছেন: porai pankha
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩৯
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
১০|
২৬ শে জুন, ২০১২ রাত ১০:১১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: মজা পেলাম !!
১১|
২৬ শে জুন, ২০১২ রাত ১০:২০
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: এলিয়েনরে কি এটিএন কর্নধার ও তার স্ত্রীর কোন গান শোনানো হইছিল? না হইলেতো সে পৃথিবীর আসল মজাই নিতে পারলো না
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৪১
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: হা হা। আই থিঙ্ক সে ইথারে ইভার গান শোনার পরেই তার বাহন নিয়ে এক্সিডেন্ট করে রেবের হাতে ধরা পড়েছে
১২|
২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:২৪
নিরপেক্ষ মানুষ বলেছেন: আপনারা পারেন বটে
২৮ শে জুন, ২০১২ সকাল ১০:৫৩
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: না ভাই তেমন চমৎকার হয়নি নাহলে পোস্টে অন্তত ২০ লাইক দেখা যেত।
১৩|
২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:২৬
আমি লিখতে চাই না বলেছেন: রবিন মিলফোর্ড ব্লগারের প্রোফাইল পিকচার।
আপনি ৩থ ভেঙ্গেছেন।
২৮ শে জুন, ২০১২ সকাল ১০:৫৫
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
![]()
আমি যতদূর জানি আমি যদি অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি ব্যবহার করি তাহলে আমি আইন ভঙ্গ করবো এছাড়া না। আর ছবিটি আমি ও রবিন ভাই দুজনেই গুগল থেকে ধার করেছি।
একটু ভালো ভাবে খেয়াল করুন দুটো প্রোফাইল পিকচার এক না।
১৪|
২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৬
বিরোধী দল বলেছেন:
২৮ শে জুন, ২০১২ সকাল ১০:৫৪
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: কি খবর বিরোধী দল। আপনাকে সেফ মোবারক।
১৫|
২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:০৫
রবিন মিলফোর্ড বলেছেন:
অনেকদিন পর চরম মজা পাইলাম ভাইজান । জোসসসস হৈছে !
++++
২৮ শে জুন, ২০১২ সকাল ১১:০৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ রবিন ভাই। পোস্টের ছবিটা আপনার প্রো-পিকের সাথে কিছুটা মিলে যাওয়ায় দু:খিত।
১৬|
২৮ শে জুন, ২০১২ দুপুর ১:২০
আমি তুমি আমরা বলেছেন: ++++
২৮ শে জুন, ২০১২ দুপুর ১:৪১
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: ধন্যবাদ।
১৭|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: মজার!!!![]()
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৮
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
১৮|
০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫৯
আজম বলেছেন: দরুন ![]()
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৩
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই ডিজিটাল পাংখা ভাবনা!!!!!!!!!!!!!!!!!!