![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভােলামানুষ
আমি অনেক পুড়ে জেনেছি
পুড়তে পুড়তে যা মেনেছি
তা হলো-
পুড়ে পুড়েই সবকিছু খাঁটি হয়
কয়লা লোহা সোনা, মানুষও!
মানে পুড়ে যেটুকু থাকে বাকী
সেটুকুই আসল সেটুকুই খাঁটি।
তোমাকে পুড়াচ্ছি তুমি পুড়ছো!
পুড়তে পুড়তে একদিন লাবণী
অনেক ভালো মানুষ হবে তুমি
সেদিন তোমাকে আমি হাতছানি
দিয়ে ডাকবো-
কাছের থেকেও আরও কাছে
তার ভেতর যার কারণে মানুষ বাঁচে।
©somewhere in net ltd.