নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাঁরা সত্য বলতে ও শুনতে পারেন তাঁদের জন্য

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

প্রশান্ত মহাসাগর

ভােলামানুষ

প্রশান্ত মহাসাগর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ: গরীবের বৌ সকলের স্ত্রী!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

ছোট্ট বেলায় প্রবাদে শুনেছিলাম," গরীবের সুন্দরী বৌ সকলের স্ত্রী"। কিন্তু আজকাল আর সুন্দরী না হলেও চলে! গরীবের বৌ এখন সুন্দরী বা কুৎসিত যাই হোক না কেনো সবার স্ত্রী!



বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো এমেরিকা তার দায়ীত্বই মনে করে! বৃটেন বা অন্য ধনী দেশ গুলোও সুযোগ পেলে তা হাত ছাড়া করে না! দুদিন আগে পত্রিকায় দেখলাম চীনের রাষ্ট্রদূতও বাংলাদেশের আভ্যন্তরিন ব্যাপারে মুখ খোলেছে! যা অন্য কোন স্বাধীন সভ্য দেশে দেখা যায় না। রাষ্ট্রদূতরা তাদের উপদেশ দেয়, হাসিনা খালেদারা তাদের কাছে উন্নয়নের ফিরিস্তী দেয়! না কি জবাবদিহি করে!!? আর সংবাদের কাঙ্গাল সাংবাদিকরা তাদের বাণী অধীর আগ্রহে শ্রবণ করে তাদের পত্রিকায় অশ্বডিম্বের মতো প্রসব করে। নিজেকে বাঙ্গালী পরিচয় দিতে আজকাল লজ্জা লাগে! হাসিনা খালেদার লাগেনা? আর সাংবাদিকদের?!



এমেরিকা বিশ্বের গরীব দেশগুলোকে শুষে নিচ্ছে, না চুষে খাচ্ছে? আর এই শোষণ বা চুষণের জন্য তারা ব্যবহার করে বিশ্বব্যাংক, আইএমএফ আর হিউম্যান রাইটস ওয়াচ। বিধবা গরীবের বৌয়ের মতো বাংলাদেশের চেহারা দেখলে বড় মায়া হয় আমার!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

নীল সুমন বলেছেন: 'গরীবের বৌ সবার ভাবী'

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

প্রশান্ত মহাসাগর বলেছেন: ঠিক বলেছেন! তবে আগে ভাবী হলেও এখন স্ত্রী!!

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

উড়োজাহাজ বলেছেন: বউেকে অধিকার দিতে হয়। বাংলাদেশ কারো বউ নয়, উপপত্নী। বউয়ের মত ব্যবহার করা যায়, কিন্তু কোন ব্যয় করতে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.