নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাঁরা সত্য বলতে ও শুনতে পারেন তাঁদের জন্য

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

প্রশান্ত মহাসাগর

ভােলামানুষ

প্রশান্ত মহাসাগর › বিস্তারিত পোস্টঃ

খারাপ মানুষদের তালিকা চাই

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫১

বিভিন্ন পেশার খারাপ মানুষদের তালিকা করে তার জন্য একটি ওয়েবসাইট খোলা একান্ত জরুরী হয়ে পড়েছে। এবং কোন খারাপ মানুষ খারাপ বা অন্যায় কাজ করলে সে তালিকায় তার নাম থাকলে সেই ব্যক্তি থেকে সাধারণ মানুষ সাবধানে থাকতে পারবে। সচেতন মানুষ সেই ওয়েবসাইট দেখে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দেশও উপকৃত হবে। খারাপ রা কোথাও জায়গা পাবেনা, পাত্তা পাবে না। ওয়েবসাইটে নাম উঠার ভয়ে সবাই অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবে। এই তালিকায় নাম দেখে চাকুরী দাতা ভালো মানুষদের নিয়োগ দিতে পারেবন। ছেলে মেয়েদের বিয়েও দিতে পারবেন ভালো পাত্র পাত্রী দেখে। জনগন ভোট দিতে পারবে ভালো মানুষ দেখে। দূরে থাকতে পারবে খারাপ মানূষদের থেকে।



কেউ কি এগিয়ে আসবেন?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনার ওয়েবসাইটের তালিকায় যারা খারাপ থাকবেন, অন্য ওয়েবসাইটে ওনারা দেবতা হয়ে শোভা বাড়াবেন।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

নষ্ট কাক বলেছেন: সত্যি কথা বলছি "হাসলাম এই আইডিয়ার কথা পড়ে।"

@খেয়া ঘাটের সাথে একমত ।

আর আমাদের দেশের কে ভালো কে খারাপ তালিকা করতে গেলে যে পরিমাণ না জমা হবে তা পড়তেই একজনের একজীবন চলে যাবে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৯

এমএইচডি বলেছেন: খেয়া ঘাট ও নষ্ট কাক এর সাথে একমত।

তবে আইডিয়াটা খারাপ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.