নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

বালক কবির দুটি ছড়া

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৮

কবিতা আগডুম বাগডুম



আয়রে ঘটি কাকের চটি সস্তি মাছের মস্তি চোর,
আয়রে ধুম আগডুম-বাগডুম কোন যুগেতে কোন সিঁদুর।
আয়রে স্পিকার মুখে গিটার ব্যাঙাচির গানে নাইরে সুর,
আয়রে জিপার চিনির শিরার নদীর বাঁকে মিছিরির গুর।


এই ক্ষ্যাপা গজ কেমনে খুঁজে বাজিয়ে দিলাম বিশ্বদূর
পাগলাহাতি লক্ষ্মীছানা ছুটে বেড়ায় নাপিতের ক্ষুর।
অজানা কাল গোয়ালের মাল, টকলার উপর চাঁন পাল
আয়রে সুখি যাস না খুকি; ঘোড়ার পিঠে বাঁদরের কাল।

খুব ভালো হয়েছে বলে স্ক্রিনশটের নিচে কমেন্টটি একজন ব্লগারের।

সাম্প্রতিককালের বিশ্বজুড়ে মরণব্যাধি করোনা নিয়েও ক্ষুদে কবি খুবই চিন্তিত। তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে নিম্নোক্ত ছড়াতে।

করোনা






এমন একটা দেশ তার নাম হলো চায়না,
সে ছড়িয়েছে বিশ্বজুড়ে করোনার বায়না।
হাঁচি শ্বাসকষ্ট বা জ্বর হলে ভেবোনা ইজি,
সেগুলো করোনা হতে পারে; হয়ে যাবে ক্রেজি।

লকডাউন ঘোষণা করেছে আমাদের সরকার,
গাড়ি-ঘোড়া ট্রেন বাস সব বন্ধ; ছাড় নেই কিছুতেই আর।
লকডাউন সত্ত্বেও রাস্তায় রাস্তায় মানুষের ঢল,
এটা বন্ধ করার জন্য সরকার নিয়েছে কঠিন স্টেপ-দিয়েছে পুলিশকে লাঠির বল।

রাস্তার মোড়ে মোড়ে আছে দাঁড়িয়ে পুলিশ।
তা দেখে কেউ পালায় সাইকেল ফেলে,
কেউ পালায় হুমড়ি খেয়ে, দু/চারটে ঘা পিঠে পড়লে,
কেঁদে ফেলে পা জড়িয়ে হাউমাউ করে।

বিদেশ থেকে এসেছ যারা যাও শীঘ্রই হসপিটালে,
না হলে তোমার জন্য পড়বে সবাই ভারী বিপদে।
এখন সেলিব্রিটির সাথে হাত মেলালে খুঁজবে না আর দেশের কেউ,
কিন্তু করোনা ব্যক্তির সঙ্গে তা করলে যেতে হবে হসপিটালের সিওর।

করেনাকে চিৎপাত করতে হলে ভাই,
ঘরে বসে শুয়ে থাকতে হবে-এ কথা মানতে হবে সবারই।
আমেরিকার মৃত্যু হার বাড়ছে দিনেদিনে,
কি পরিনতি আমাদের কপালে আছে তা উপরওয়ালাই জানে।

বিশেষ দ্রষ্টব্য:-ব্লগটা আমার, কবিতা ক্ষুদে কবির। আমার ব্লগ ব্যবহার করার শর্তে উনি কয়েকটি স্থানে এডিট করাতে রাজি হয়েছেন। তবে যতটা কম সম্ভব সেকথা মানতে হয়েছে আমাকে। কাজেই তিন চারটি ক্ষেত্র বাদে ভালো হোক বা মন্দ হোক যাবতীয় দায় ছোট্ট কবির।

মন্তব্য ৫১ টি রেটিং +২২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল ও মননশীল লেখা

০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে। সাথে সাথে আমার কোন পোষ্টে আপনার প্রথম মন্তব্য; সু-স্বাগতম আপনাকে।
তবে দুঃখের সঙ্গে একটু বেশি জানাচ্ছি যে গত 21 শে ফেব্রুয়ারি আপনার,' ২০২০ সালের মেলায় কেনা আত্মা' শীর্ষক পোস্টে আমার করা কমেন্টের প্রতি উত্তর আজও দিলেন না। আমি ব্যথিত। যদিও তারপরে অনেক পোস্ট প্রতি উত্তর দিয়েছেন।

ভাল থাকুন; সুস্থ থাকুন।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছোট কবির উজ্বল ভবিষ্যত কামনা করছি।
তথাকথিত নামী দামী কবিরা তার কাছে
শিক্ষা নিতে পারেন তাতে আপনার
উন্নতি হবার যোগ আছে।

দাদা ছো্ট কবি কি পদাদিক জুনিয়র?
তার জন্য প্রাণঢালা অভিনন্দন।
এই অসমেযে তার জন্য আশির্বাদ
বেড়ে উঠুক দুধে ভাতে।

অফটপিকঃ বাবাইদা বাবাজীকে নিয়ে গুজব ছড়ানো হয়ে ছিলো তা বুঝিনাই! অনুভূতিতে র্স্পর্স করলে দুঃখিত!

০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে...
সুন্দর মন্তব্যে প্রীত হলাম। আপনার এমন আন্তরিক শুভেচ্ছাবার্তা যেন বাস্তবায়িত হয়। ধন্যবাদ নুরু ভাই আপনাকে।

ও আমার নামে জুনিয়র হবে কিনা জানিনা। নিয়ম অনুযায়ী ও জুনিয়র পদাতিক হলেও ব্লগে আইডি খোলার সময় নিশ্চয় ও স্বাধীন মথের অধিকারী হবে। আবারো আপনার সুন্দর আশীর্বাদ ও অনুপ্রেরণা সূচক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানবেন।

অফ টপিক নিয়ে একেবারে ভাববেন না।সেদিন আমিও মজা করেই ওরকম বলেছিলাম।

অফুরান শুভেচ্ছা প্রিয় নুরু ভাইকে।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই ছোট্ট কবিকে অভিনন্দন

আইরে টা কি আয় রে বোঝানো হয়েছে? আয় মানে আসা অর্থে?
তাহলে বোধকরি আইরে না হয়ে আয়রেটাই যথাযথ হবে।

করোনার কাব্য ভাবনা চমৎকার।

কাব্যিক অন্তমিল, ছন্দমিলের বিষয়টা বুঝিয়ে মাত্রায় মাত্রা দেবার মাত্রাবোধটাও বুঝিয়ে দেবেন প্লিজ!
তাতে তাঁর প্রতিভা আরো উ্জ্জ্বল হবে।
আশীর্বাদ দোয়া রইল:)

কবিকে শুভেচ্ছা
কবির বাবাকেও শুভেচ্ছা ;) B-)

০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,

আপনার সুন্দর মন্তব্যের জন্য প্রীত হলাম; ধন্যবাদ জানবেন।
হ্যাঁ আপনার পরামর্শ মতো ঠিক করে দিয়েছি। আবারো ধন্যবাদ আপনাকে।
কাব্যিক অন্তমিল ও ছন্দ মিলের ব্যাপারটা কিছুটা দিয়েছি। ও ভালো নিতে পারেনি। তবে ওর জন্য বেশ কিছু কবিতার বই রেখেছি। কবিতা পড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি রপ্ত করবে আশাকরি।
পিতা পুত্রের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ও মুগ্ধতা।
পোস্টে লাইক করাতে কবি মহাশয় প্রেরণা পেয়েছে। বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানবেন।

শুভেচ্ছা নিয়েন।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: দাদা আমি আগেও বলেছি আরেকবার বলি- এই কবির প্রতিভা আছে।

দাদা, নতুন কোনো ধারাবাহিক শুরু করবেন না?

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাইয়ের আন্তরিক মন্তব্যে খুশি হলাম। বাবার পক্ষ থেকে ধন্যবাদ রইলো।
হ্যু এই মুহূর্তে একটা বড় ধারাবাহিক নিয়ে ব্যস্ত আছি। আরো কিছুটা এগিয়ে নিয়ে পোস্ট দেওয়ার পরিকল্পনা আছে।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

৫| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

ইসিয়াক বলেছেন: মেঘ বাবু কবিতা দুটি ভালো লেগেছে।
শুভকামনা টুকু পৌছে দেবেন প্রিয় দাদা।
সতর্ক থাকুন ,সুস্থ থাকুন আপনজন নিয়ে।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে পিতা-পুত্র দুজনেই খুশি। শুভেচ্ছা যথাস্থানে পৌঁছে গেছে। ধন্যবাদ ভাই আপনাকে।
পোস্টে লাইক দিয়ে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে আবারো ধন্যবাদ রইল।
হ্যাঁ আপনিও সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
নিরন্তর শুভেচ্ছা জানবেন।

৬| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার।+

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: মন্তব্যে ধন্যবাদ কবি ভাই আপনাকে।
লাইক প্রদান করে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
শুভেচ্ছা নিয়েন।

৭| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষের আগের দুটো প্যারায় অন্তমিলে একটু সমস্যা আছে। মোটের ওপর ভালো হয়েছে।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: কেমন আছেন দাদা?
হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন। কিন্তু ওনার ধারনা কবিতা সম্পর্কে আমার কোন ধারণা নেই। যেকারণে আমার পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই বলে ওনার ধারনা। আমি অবশ্য সরাসরি ঠিক না করে বিভিন্ন কবিতা নিয়ে ওকে শোধরানোর চেষ্টা করি।
আজকেই কতগুলো কবিতা নিয়ে আলোচনা করলাম।
যেমন:- আল মাহমুদের ' পাখির মত'
আম্মা বলেন পড়রে সোনা
আব্বা বলেন মন দে,
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।
আমার কেবল ইচ্ছে জাগে
নদীর ধারে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।
এরকম আরো দুটি কবিতা ও তার ছন্দ মিল ও অন্ত মিল নিয়ে আলোচনা করেছি।
লাইক করে প্রেরণা দেওয়াতে বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
শুভেচ্ছা নিয়েন দাদা।



৮| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩০

শাহিন বিন রফিক বলেছেন:



প্রথম ছড়াটি তো দিব্যি সুকুমার রায়ের বলে চালিয়ে দেওয়া যাবে।

দ্বিতীয় কবিতায় ক্ষুদে কবি দেশের সমসাময়িক বিযয় অনুধাবন করে নিজের দেখা চিত্র এঁকেছেন, আন্তরিক ধন্যবাদ ক্ষুদে কবিকে এই বয়সে দেশের হালচালের উপর তীক্ষ্ণ নজর রাখছে, একজন দায়িত্বশীল নাগরিকদের আগমন দেখছে জাতি।



শেষ কথা, সিনিয়র লেখককে ধন্যবাদ বিষয়টি আমাদের সম্মুখে তুলে ধরার জন্য।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিন ভাই,

চমৎকার মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যটি মেঘের খুব ভালো লেগেছে। ভোকাল টনিক হিসেবে কাজ করেছে মন্তব্যটি। দারুন ইন্সপায়ার্ড। সুতরাং বাবার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা প্রিয় শাহিন ভাইকে।

৯| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:১৭

মা.হাসান বলেছেন: ঘোড়ার পিঠে বাঁদরের কালের উপমা অসাধারণ। বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। কবির প্রতি অভিনন্দন ভালোবাসা। কবির পরিবারের জন্য শুভকামনা

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহেহে.... ' ঘোড়ার পিঠে বাঁদরের কাল' ও ত অত শত ভেবে লেখেনি। আর পরিণত প্রসঙ্গে কি যে বলেন। যাইহোক আপনার ভালোবাসা মাখা মন্তব্য অনুপ্রাণিত করেছে। বাবার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

শুভেচ্ছা অফুরান।

১০| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: দাদা নতুন ধারাবাহিকেের কাহিনী কি জিজ্ঞেস করবো না। শুধু জানতে চাইবো কাহিনী কি ধরনের হবে?

দাদা আরেকটা কথা অনেকদিন ধরে জানতে ইচ্ছা করছে। ব্লগে জিজ্ঞেস করবো কিনা বুঝতে পারছি না।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: নতুন ধারাবাহিক অত্যন্ত সহজ এবং চেনাজানা প্লট। হাতুড়ে লেখক, বসে না থেকে দু'চারটে লিখছি এই যা।
আর যে বিষয়টি জানতে ইচ্ছে করছে জিজ্ঞেস করলেও ক্ষতি নেই।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,





হুম....... বাপ কা বেটা!
ছড়া কবিতার মেঠো পথে এক নবীন পদাতিক। এমন পদাতিকের জন্যে রইলো অফুরান স্নেহার্ঘ্য।


০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় জী এস ভাই,

আপনার আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা বোধ করছি। খুদে কবি দারুণভাবে অনুপ্রাণিত। আপনার স্নেহার্ঘ্য যেন একদিন বাস্তবায়িত হয়। বাবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাকে।

শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন।

১২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশা করি ছোট পদাতিক একদিন আপনাকেও ছাড়িয়ে যাবে।++++++++

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাইদুল ভাই,

ছোট্ট মন্তব্য হৃদয় ছুঁয়ে গেল। প্রত্যেক বাবারি স্বপ্ন থাকে নয়া প্রজন্মকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার। আপনার কথা যেন একজন বাস্তবায়িত হয়। আপনার অনুপ্রেরণা সূচক মন্তব্যে কৃতজ্ঞতা বোধ করছি; ধন্যবাদ জানবেন।
শুভেচ্ছা নিয়েন।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:০৯

সোহানী বলেছেন: যােগ্য বাবার যোগ্য পুত্র...। ছোট কবির জন্য একরাশ শুভকামনা। সত্যিই চমৎকার হয়েছে লেখা।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে....পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপু আপনাকে।
আপনার কমেন্টটি অবশ্য ক্ষুদে কবি এখনও দেখেনি। ঘুম থেকে উঠলে দেখাবো।
লাইক দিয়ে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইলো।
জানিনা গত কয়েকদিনে উদ্বেগ আপাতত কেটেছে কিনা।
ভালো থাকবেন ;সুস্থ থাকবেন।
শুভেচ্ছা নিয়েন আপু।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৫

নীল আকাশ বলেছেন: ছোট কবির উজ্বল ভবিষ্যত কামনা করছি।
আপনি ছেলেকে কবিতা বা ছড়া লেখার পর লাইনের শব্দ গুনতে শিখিয়ে দিন।
প্রতিটা লাইনে কতটা শব্দ হবে এবং ফিরতি লাইনে কতটা হচ্ছে এটা জানা প্রয়োজন।
আমার মনে হচ্ছে ঠিক এইখানে ওর সমস্যা হচ্ছে। শব্দ সংখ্যা কম বেশির জন্য ছন্দ কেটে যাচ্ছে।
শব্দের স্টক নিয়ে কোন সমস্যা নেই।
সুকুমার রায়ের ছড়া বেশি বেশি করে পড়তে বলুন।
ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,

আপনার চমৎকার মন্তব্যে ক্ষুদে কবি দারুণ অনুপ্রাণিত। আপনারা যেহেতু কবিতা লেখেন কাজেই কবিতার খুঁটিনাটি আপনারাই ভালো বলতে পারবেন।নিজ অভিজ্ঞতায় সুন্দর পরামর্শ দিয়েছেন। সুকুমার রায়ের সাথে আরো কিছু ছোটদের কবিতার বই আছে।সময় পেলেই সেগুলো নিয়ে বসা হয়। বাবার পক্ষ থেকে আবারো ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা নিয়েন।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১১:৫১

ফয়সাল রকি বলেছেন: চমৎকার লেখা।
বালক কবি দেখি নিজের নামের সামনে কবি লাগিয়ে ফেলেছে!

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে .... ঠিক ধরেছেন,বালক কবি ইতিমধ্যে নামের আগে কবি বসিয়ে ফেলেছে। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপনাকে।
বাবার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা জানবেন।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪

মুক্তা নীল বলেছেন: দাদা ,
এবার অনেকদিন পর আপনার দেখা পাওয়া গেল বাবাইয়ের সুবাদে ।
ভালোই করছে কবিতা লিখছে ঘরে থেকে থেকে বাচ্চাগুলো একদম অস্থির হয়ে উঠছে । আমাদেরই ভাল লাগেনা আর ওদের কত ভালো লাগবে? বাবাকে বলবেন , কবিতা অনেক সুন্দর হয়েছে । ছোট মানুষ এত কষ্ট করে কবিতা লিখেছে একবার ভেবে দেখুন তো ওর মাথাটাকে অনেকক্ষণ চিন্তা করে করে লিখেছে ।
ভালো কথা দাদা আপনি নতুন কোনো সিরিজ শুরু করছেন না কেন রাজিব নূর ভাই-এর সাথে আমিও একমত । ভীষণ মিস করছি আপনার লেখাকে। ভালো ও নিরাপদে থাকুন পরিবারের সকলকে নিয়ে ।

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট বোনের আন্তরিক মন্তব্যে প্রীত হলাম। মেঘ আমার পাশে বসে মন্তব্যটি শুনে আনন্দ পেয়েছে। হ্যাঁ ঠিকই লকডাউনের কারণে বাচ্চাদের গৃহে বন্দি রাখাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তবুও কোনো উপায় নেই। আপাতত বন্দি জীবনের মধ্যে ব্লগিং করছি মন দিয়ে। সময়ে সময়ে শুধু খেয়ে নেওয়া এটাই একমাত্র কাজ।

এবারের নতুন সিরিজ প্রসঙ্গে,
নতুন একটা বিষয়ে হাত দিয়েছি। এখনো ঝাড়াই-বাছাই পর্যায়ে রয়েছে।সিরিজটি যথেষ্ট বড়। খুব শীঘ্রই প্রথম পর্বটি পোস্ট করার পরিকল্পনা আছে।
সবশেষে বোনের শুভাশিসে খুশি হলাম। বোনেরও পরিবারের সঙ্গে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে জীবন কাটানো- দাদার একমাত্র কামনা।


১৭| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৫

নজসু বলেছেন:



একেই বলে বাপকা বেটা।
এক আকাশ ভালোবাসা আব্বুটার জন্য।

০৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আঙ্কেল ধন্যবাদ তোমাকে। জানো আমি একটা নতুন কবিতা লিখেছি, তার নাম হল নীল নদী । অন্য একদিন ব্লগে পোস্ট দেব আর একটা নতুন গল্প লেখাও শুরু করেছি।
আমার সালাম নেবে।

হাহাহা....
উপরের কথাগুলো ছোট্ট বাবুটার, তার আঙ্কেলের উদ্দেশ্যে। মন্তব্যের বানানগুলো আমি শুধু ঠিক করে দিয়েছি। বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই প্রিয় সুজন ভাইকে।
ভালো থাকবেন সবসময়।

১৮| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


একটি পোষ্টে আপনার কমেন্টে, "ব্যাক্তিগত কুৎসা সংশ্লিষ্ট ব্লগারের পারিবারিক মূল্যবোধ বা রুচিবোধের পরিচায়ক। অহেতুক সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে নিজের মনকে ভারাক্রান্ত করে নিজের লেখনি শক্তিকে হত্যা করার কারন দেখিনা। ", লেখাটুকু আছে।

-আপনি কি মনে করেন, ব্লগিং'এ ব্লগারের পারিবারিক ইত্যাদিকে টানা উচিত?

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২১

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু,

ওনার পোস্ট পড়ে খুব আবেগ প্রবন লাগলো। উনি কিছুটা ক্ষোভের কারণে ব্লগ অ্যাভয়েড করতে চাইছেন যে উদ্দেশ্যে ব্লগ থেকে মুক্ত একটি লিংকও দিয়েছেন। সেক্ষেত্রে খারাপ কমেন্ট পেয়ে মন খারাপ না করতে বা ব্লগে নিজেকে নিয়মিত রাখতেই আমার পরামর্শ ছিল।
পাশাপাশি পোষ্ট প্রসঙ্গে না গিয়ে ব্যক্তিগত আক্রমণ আমার না পছন্দ। ব্যক্তিগতভাবে আপ্রাণ চেষ্টা করি এসব এড়িয়ে চলার।তবে এখানে সবার মতামত যে একি ধারায় প্রবাহিত হবে তারও কোন কারণ দেখিনা।
ঠিক একইভাবে সহব্লগারদের সম্মান রেখে কথা বলা বা না বলাটা ব্যাক্তি বিশেষে ভিন্ন হওয়াটাও স্বাভাবিক বলে আমার বিশ্বাস।

এবার আপনার একটু ব্যক্তিগত খোঁজখবর নিতে ইচ্ছে হচ্ছে। আমাদের এখানে খবরের চ্যানেল গুলোতে নিউইয়র্কের খারাপ অবস্থার কথা বলা হচ্ছে। আশা করি আপনি ও আপনার পরিচিত আত্মীয়-স্বজন বন্ধুরা সকলেই কুশলে আছেন।

শুভেচ্ছা নিয়েন।

১৯| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ! বাহ ! ক্ষুদে কবি' র জন্য অনেক অনেক শুভ কামনা !
প্রথম লেখা' টা তো ভীষণ পরিণত। বেশ চিন্তাশীল আমাদের কবি ।

আপনাদের সবার জন্য শুভেচ্ছা।

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনার আগমনে আনন্দ পেলাম। বিলম্বিত উত্তর দেওয়ার জন্য দুঃখিত। আসলে বাসায় কাজের মাসীরা এখন ছুটিতে।কাজ করে আর ব্লগে ঢোকার সময় করতে পারছিনা।
চমৎকার অনুপ্রাণীত ধর্মী মন্তব্যে ও লাইকে মুগ্ধতা। বাবার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানবেন আপু।

আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম। আপনাদের জন্যও আমার অন্তরের শুভেচ্ছা রইল।

২০| ১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৬

আরোগ্য বলেছেন: :(( দুঃখিত ভাইটি দেরিতে মন্তব্য করার জন্য। প্রথম কবিতাটায় বাবা এতো কঠিন শব্দ ব্যবহার করেছে কেন, আমি তো বুঝতে পারছি না। :( দ্বিতীয়টা চমৎকার হয়েছে।
আশা করি সবাই ভালো আছো। তোমাদের দিন কাল কেমন যাচ্ছে?
তুমি রাগ করেছো। আমার পোস্টে তোমার মন্তব্য পাইনি এখনো। :(
রোজার আগের দিনগুলোতে ব্লগে নিয়মিত থাকবো ইনশাআল্লাহ।

১১ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় আরোগ্য,

গতকাল তোমার পোস্টে মন্তব্য করে এসেছি। সময়ে মন্তব্য করোনি বলে তোমার মনে হয়েছে আমি রাগ করেছি, ধারণাটি একেবারেই ঠিক নয়। আমি নিজেই বিশেষ কাজে ভীষণ ব্যস্ত। তোমাকে বলেছি সে কথা।
পোস্ট প্রসঙ্গে, ভাইপোর কবিতা ভালো লাগাতে বাবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল। চারিদিকে বাতাসে একটা আতঙ্ক যেন আমাদেরকে গ্রাস করেছে। কিন্তু কিছুই করার নাই, গৃহবন্দিত্বই এখন আমাদের একমাত্র কাম্য।
রোজার আগে নিয়মিত থাকবে শুনে আনন্দ পেলাম। তবে আমি হয়তো তোমার মত অতটা নিয়মিত হতে পারব না। যদিও চেষ্টা করব।
পোস্টে লাইক করে খুদে কবিকে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইলো।

নিরন্তর শুভেচ্ছা সহ ভালোবাসা রইলো।

২১| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: এতো দেখছি অসাধারণ প্রতিভাবান ক্ষুদে কবি পদাতিক। ভালো করে পরিচর্যা করেন ভবিষ্যতে আমরা বলতে পারবো এই কবির বাবা ছিলেন আমাদের সহ ব্লগার :)
শুভকামনা জানাবেন মেঘকে।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত আপু,

হেহেহে.... বাচ্চা ছেলে আপনি ওকে এভাবে উৎসাহিত করাতে আনন্দিত হলাম। তবে ক্ষুদে কবির ধারণা আমি কবিতা লেখার বিষয়ে কিছুই বুঝিনা। ফলে আপাতত আমার কোনো পরামর্শ গ্রাহ্য করা প্রয়োজন বোধ করে না। জানিনা পরে কি করবে। সুন্দর মন্তব্যের জন্য ও পোস্টে লাইক করে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল আপু।

আপনিও অফুরান শুভেচ্ছা জানবেন।

২২| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:২২

জাওয়াত আররাজ বলেছেন: দারুণ ছন্দের কাজ ভাই। দারুণ লিখেছেন।

৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০১

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোন পোস্টে আপনার প্রথম মন্তব্য। সুস্বাগতম আপনাকে। ছড়ার ছন্দ ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুশি ছোট্ট কবিমহাশয়ও ধন্যবাদ আপনাকে।

বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

শুভেচ্ছা নিয়েন।

২৩| ০৩ রা মে, ২০২০ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



কবিকে অভিবাদন জানাই! চমৎকার মুন্সিয়ানায় শুধুই মুগ্ধতা! ভালবাসা নিরন্তর!

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর আপনার আগমনে আনন্দ পেয়েছি। ধন্যবাদ কবি ভাইকে।
সুন্দর অনুপ্রেরণার সূচক মন্তব্যে ও পোস্টে লাইক প্রদানে বাবার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা রইল।

আপনার জন্যও অফুরান শুভেচ্ছা রইল।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২

রামিসা রোজা বলেছেন:

মাশাআল্লাহ ।
আপনার ছেলে একদিন অনেক বড় হবে এই দোয়া করি
এবং প্রতিভা দেখে আমি সত্যিই অভিভূত । এইটুকুন
একটি বাচ্চা ছেলে যা লিখেছে তা-ই অনেক কিছু ।
আপনার ছেলেকে আমার শুভেচ্ছা দিবেন ।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য প্রীত হলাম। ধন্যবাদ আপনাকে। আপনার দোয়া যেন উপরওয়ালা কবুল করেন। আপনার মন্তব্যটা ওকে দেখিয়েছি। ভীষণই খুশি হয়েছে। পোস্টটিকে লাইক করে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শুভেচ্ছা যথাস্থানে পৌঁছে দিয়েছি। বাবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিরন্তর শুভেচ্ছা জানবেন।

২৫| ৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: ক্ষুদে কবি একদিন স্বনামধন্য কবি হয়ে উঠুক, সে দোয়া রইলো। দুটো কবিতাই ভাল হয়েছে।
কবিতা দুটোতে দুটো প্লাস + +।

৩০ শে মার্চ, ২০২১ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর অনুপ্রেরণাধর্মী কমেন্টের জন্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার দোয়া যেন উপর ওয়ালা কবুল করেন।কবিতা দুটিতে প্লাসে লাইক করে অনুপ্রাণিত করার জন্য বাবার পক্ষ্ থেকে কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.