নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল চুলকে নে.....

পাগলা ভাই

আমি ছাড়া সবাই সুস্থ

পাগলা ভাই › বিস্তারিত পোস্টঃ

আহাম্মক!!! তোর বাপ আমাদের স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলতো

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

তোফায়েল আহমেদ বলেছেন , “আহাম্মক , তোর বাপ আমাদের স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলতো” ।



অপ্রাসঙ্গিক গল্প একঃ

বিভিন্ন টেলিকম থেকে মাঝে মাঝেই ফোন করে গ্রাম্য কেরামত আলীকেও স্যার সম্বোধন করে ফোন দেয়া হয় । কেরামত আলী তাকে কোন এক শিক্ষিত ছেলে/মেয়ে “স্যার” ডেকেছে – এই গরমে স্ত্রীর উপর হম্বিতম্বি চালাতেন । “বুঝছস মা.ী ? আমারে স্যার কইয়া ডাকছে! ওর বেতন কতো জানস !!”



কেরামত জানলেনও না , স্যার ফরহাদ রেজা নামে একজন বিখ্যাত স্যার আছেন ।

কেরামত এটাও জানলেন না , তার স্ত্রী তাকে মনে মনে বলছেন ,"হ ! তোরে ষাঁড় কইছে , তুই বুঝসও নাই" ! :D



অপ্রাসঙ্গিক গল্প দুইঃ

কোন এক রগচটা নেতা তখন মন্ত্রী । এক অতিরিক্ত পুলিশ সুপার তার কাছে কাজে এসেছে । মন্ত্রী “স্যার স্যার” ডাক শুনে বিমলানন্দ লাভ করেন , প্রশাসনের সকলের সাথে তার ব্যবহার এমন ,যেন সবাই তার চাকর । বছর ঘুরতেই সরকারের পতন , “স্যার স্যার” ডাকা অতিরিক্ত পুলিশ সুপারের লাঠির আঘাতে তার পশ্চাতদেশে আলোর আভা । নেতার মন খারাপ করেন - দুনিয়াটা বেইমানদের হাতে , আগে “স্যার” বলে ডেকেছিল , এখন পিটিয়ে লাল করে । B-)



অপ্রাসঙ্গিক গল্প তিনঃ

চিনুমিয়ার সংসারে সুখ নাই , বৌ এর বাচ্চা হয় না ।

লোকে বলে চিনু মিয়া পুরুষ না , চিনুমিয়ার মনে ক্ষোভ ।

চিনু মিয়া ফকির-তাবিজে বিশ্বাস করে না , প্রগতীশীল ঘরানার লোক ।



কিন্তু এহেন অবস্থায় সে এক ফকিরের ডিম পড়ার আশ্রয় নিল ।

যথা সময়ে চিনু মিয়ার বৌ এর একটা বাচ্চা হইলো ।



চিনুর মনে শান্তি আর সুখ ধরে না ! সুখে শান্তিতে বাস করতেছিল সে , কিন্তু একদিন কানাকানি শুরু হইলো , ডিম ফুটাইছে ফকির বাবা , চিনু মিয়া না । লোকে মুখ টিপে আর হাসে । চিনুর মাথায় রাগ চাইপ্যা গেল , খালি গালিগালাজ করে । একদিন চিনুরে তার বন্ধু বারেক আইস্যা বললো , ফকিরের ডিএনএ 'র লগে বাচ্চারটা মিল করাই !

চিনু ভাবে , বারেক মন্দ কথা মন্দ কয় নাই । মামলা হবে - দুধ কা দুধ , পানি কা পানি !



রেজাল্ট যা আসার তাই হইল !! আগে ছিল কানাকানি , এখন রেজাল্ট পাইয়া শুরু হইছে অট্টহাসি ।



চিনুমিয়া কে চুন্নীজাহা জিজ্ঞেস করলেন , "চিনু মিয়া , আপনের অনুভুতি কি ? "

............ চিনু মিয়া বললো , "আহাম্মক ! পাগলের কথার জবাব দিতে আমার বালের ঠেকা পড়ছে নাকি ? " :):):)



এবং একটি বিজ্ঞাপনঃ

আল্লামা শফি হুজুর বন্ধুত্বের দাবী নিয়ে এগিয়ে গেছেন । কিন্তু তিনি ভুলে গেছেন দেশের পল্টিশিল্প একাই টেনে নিয়ে যাচ্ছেন এরশাদ ।

কেননা , পল্টিশিল্পে এরশাদই প্রথম , এরশাদই সেরা ! এরশাদের পল্টি তিনস্তরবিশিষ্ট , স্বাস্থ্যসম্মত !!



কার্টেসী : দূর্যোধন দূর্যোধন

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~
ষাড়ের স্যার স্যার অহমিকা গর্জনে বিমলানন্দ!!!!!!!

পুরাই পাঙ্খা ;)

যুক্তি দিতে না পাইরা মজিদের মতো চিক্কুর দিল মনে হয়!!!!!

তোমার দাড়ি না্ইকে মিয়া?--- টাইপ;)

তথ্য প্রমান যা বাইরাইতাছে- তাতো মনে হয় সামনে বিএসটিআইর সীল ছাপ্পর লইয়া চেতনাবাজগো বুখে ষ্টীকার লাগাইয়া ঘুরতে হইবো-- আমি আদি আসল এক নং চেতনাবাজ ;) আমি কলকাতায় পল্লিতে ৯ মাস পলায়া থাকি নাই!!!!!
আমার খাঁটি সনদ নম্বর ..০০০০০০

২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

ঢাকাবাসী বলেছেন: এসবের মর্ম তোফায়েল বুঝবে? মনে হয় না। মালের ধান্ধায় বেহুশ!

৩| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৩

একজন ঘূণপোকা বলেছেন: দূর্যোধনদা একটা জিনিসই

৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৬

মুহামমদল হািবব বলেছেন: ++

৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

ভুলো মন বলেছেন: :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.