নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার দূরে থাক। পাগল চ্যাতলে খবর আছে কইলাম !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

পাগলা আজিজ

পাগলা আজিজ › বিস্তারিত পোস্টঃ

হিংস্র শকুনের হাতে ভূলুণ্ঠিত দেশ ও ধর্ম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ওরা আমার দেশের জাতীয় পতাকা পুড়িয়েছে, ওরা আমার দেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে, ওরা আমাদের শহীদ মিনার ভেঙে তছনছ করেছে, ওরা আমার বর্ণমালা ছিঁড়েছে। ওরা দেশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করতে চেয়েছে।



এরপরও কে সেই জারয সন্তান যে জামাত-শিবিরকে দেশপ্রেমিক/ রাজনৈতিক দল বলে বিবৃতি দিবে।



আপনি যদি দেশপ্রেমিক হন তাহলে আজই নেমে আসুন রাজপথে, প্রতিহত করুন জামাত-শিবির নামক জঙ্গিগোষ্ঠীকে।



ওরা আমাদের মসজিদে আগুন দিয়েছে, ওরা নামাযের গালিচায় আগুন দিয়েছে, ওরা বোমা-ইট নিয়ে মসজিদে ঢুকেছে, ওরা মসজিদের ভিতরে থেকেই ইট-বোমা-জুতা মেরেছে, ওরা ইমামের মাইক কেড়ে নিয়েছে, ওরা মসজিদকে অস্ত্রাগার বানিয়েছে।



এরপরও কে সেই জারয সন্তান যে জামাত-শিবিরকে ইসলামী সংগঠন বলে বিবৃতি দিবে।



আপনি যদি ধার্মিক হন তাহলে আজই নেমে আসুন রাজপথে, প্রতিহত করুন জামাত-শিবির নামক জঙ্গিগোষ্ঠীকে।



কোনো কথা নাই। যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। জামাত-শিবিরসহ সকল উগ্র জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এই সমস্ত জঙ্গি সংগঠনের আর্থিক সংস্থান সকল প্রতিষ্ঠানকে বন্ধ অথবা রাষ্ট্রায়ত্ত করতে হবে। এই হামলার উস্কানিদাতা মাহমুদুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। যারা এই জঙ্গি সংগঠনকে মদদ দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।



জামাত-শিবিরকে নিষিদ্ধ করলে দেশ রক্ষা পাবে, মানুষের ধর্মপালনের অধিকার রক্ষা পাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

মশামামা বলেছেন: কে বলেছে খোদাকে ভুলে যেতে?
রাজাকারের বিচার চাওয়া হয়েছে, খোদাকে ভুলে যেতে বলার স্পর্ধা কারও নেই। যদি কেউ বলে তবে তার, একান্ত তারও ফাঁসি চাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.