![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) যে বাংলা ভাষা বুঝে না সে বাংলা পত্রিকার সম্পাদক হয় কী করে? মাহমুদুর রহমান বারবার মিথ্যা তথ্য আর ভুল ব্যাখ্যার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা চালাচ্ছে। প্রতিদিন ইসলাম ধর্মকে অবমাননা করেই যাচ্ছে। এই মিথ্যাচারের সম্রাট মাহমুদুর রহমান এখনো জেলের বাইরে থাকে কী করে? আর পত্রিকাটাই বা চালু থাকে কী করে? গতকাল অনেকেই ব্যাকরণের আলোকে লাইনটির যথার্থতা প্রমাণ করেছেন। আমি আর নতুন করে এখানে বললাম না।
যারা ব্যাখ্যাটা দেখেননি তারা এখানে গিয়ে দেখতে পারেন-
Click This Link
তবুও বিভ্রান্তি দূর করার লক্ষ্যে লাইনটি সংশোধন করাতে সরকারকে ধন্যবাদ।
২) এই লাইনটি পড়ার পর আমার মাথায় নতুন করে একটা চিন্তা ঢুকল। সেটা হচ্ছে ঈদুল আযহাতে আমাদের দেশের ৯৯% মানুষের কুরবানি কবুল হওয়ার কথা না (আল্লাহই ভাল জানেন) এবং আমরা যে সেই মাংস খাই সেটা হারাম। কারণ, আমাদের দেশে কুরবানির আগে জানতে চাওয়া হয় কুরবানি কার কার নামে দেওয়া হবে। ছাগল হলে আমরা একটা নাম বলি আর গরু হলে ৬-৭ টা নাম বলি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা ওই ব্যক্তিদের নামেই কুরবান দেওয়ার নিয়্যত করছি। এক্ষেত্রে কুরবানির মাংসটা আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে। আমি এই অজ্ঞতার দায় যারা কুরবানি দেয় তাদেরকে দিচ্ছি না। আমি এই অজ্ঞতার দায় দিব সমাজের আলেমদের। কারণ, তারা এই ব্যাপারটা মানুষকে জানাচ্ছেন না। এমনকি কুরবানির আগে তারাও ভুলভাবে জিজ্ঞেস করছেন কুরবানি কার কার নামে দেওয়া হবে। সুতরাং, ভবিষ্যতে এই ব্যাপারে যারা কুরবানি দিচ্ছেন বা যিনি জবাই করছেন এবং আলেমদের অবশ্যই সচেতন হতে হবে। কুরবানি দেওয়ার সময় বলতে হবে "অমুক অমুকের পক্ষে আল্লাহ'র নামে কুরবান দিচ্ছি"।
"আমার দেশ" পত্রিকা যদি ২ নাম্বার ব্যাপারটা নিয়ে লিখত তাহলে তাদেরকে সাধুবাদ জানাতাম। কিন্তু তারা তা না করে মিথ্যা তথ্য আর ভুল ব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মহাষড়যন্ত্রে ব্যস্ত আছে।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
পাগলা আজিজ বলেছেন: আপনিও তো এখানে মিথ্যাচার করছেন। শব্দটা "দেবদেবী" নয় "দেবদেবীর" লেখা ছিল। যেই লিংকটা দিছি আগে ওই লিংকটা পড়ে আসেন।
বাড়তি সতর্কতাস্বরূপই শব্দটা যোগ করা হয়েছিল। যাতে আপনাকে কেউ বলতে না পারে যে আরে দেবদেবী, আল্লাহ, ঈশ্বর একই তো কথা, খা। বাড়তি সতর্কতাকে আপনারা অপব্যাখ্যা দিলেন। অবশ্য বাংলা ব্যাকরণ বুঝেন না, উর্দু ভাষায় লেখা হলে নির্ঘাত বুঝে যেতেন !!
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪
মাজহারুল হুসাইন বলেছেন: এই কথা এইখানে বলে নাই, যদি তাই হইত তাইলে একলাইন ই যথেষ্ট ''আল্লাহ ব্যতীত অন্যের নামে উত্সর্গীকৃত পশুর গোশত হারাম'' আর দেবদেবীর নাম উল্লেখ করতে হলে এই লাইন শেষ হবে না যেমন
"দেবদেবী বা পীর বা অলী বা হুজুর বা মূর্তি বা মানুযের বা..." কত চালাইবেন চালান!!
টা টা । চালাইতে থাকেন ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
পাগলা আজিজ বলেছেন: যান, অন্য জায়গায় গ্যাজান।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
আশফাক সুমন বলেছেন: @পাগলা আজিজ
ভাই আপনি হয় জ্ঞানপাপী না হয় পাগল ।
ধর্ম সম্পর্কে আপনার মূর্খতা প্রকাশ দয়া করে বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে ।
১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭
পাগলা আজিজ বলেছেন: মূর্খ আমি নই, আপনি। কারণ, আপনারা চোখ থাকতেও অন্ধ। আমার এখানে কোনো মূর্খতার কথা নেই। যা লিখেছি কয়েকজন হুজুরের সাথে আলাপ করেই লিখেছি। তাছাড়া ইন্টারনেট তো আছেই। গুগলে গিয়া সার্চ দেন। অনেকগুলো ইসলামী ওয়েবসাইটের লিংক আসবে। ওখানে গিয়া খোঁজ লাগান। নূন্যতম জ্ঞান নিয়া কমেন্ট করতে আসেন। তা না হলে নিজের অজ্ঞতা প্রকাশ করতে আসার দরকার নাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
মাজহারুল হুসাইন বলেছেন: বইয়ে আছে - "দেবদেবী বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উত্সর্গীকৃত পশুর গোশত হারাম।"
অর্থাত
১) দেবদেবী ব্যতীত অন্যের নামে উত্সর্গীকৃত পশুর গোশত হারাম
২) আল্লাহ ব্যতীত অন্যের নামে উত্সর্গীকৃত পশুর গোশত হারাম
যারা বলে,
১) দেবদেবীর নামে উত্সর্গীকৃত পশুর গোশত হারাম
এবং
২) আল্লাহ ব্যতীত অন্যের নামে উত্সর্গীকৃত পশুর গোশত হারাম
এই কথা এইখানে বলে নাই, যদি তাই হইত তাইলে একলাইন ই যথেষ্ট ''আল্লাহ ব্যতীত অন্যের নামে উত্সর্গীকৃত পশুর গোশত হারাম'' আর দেবদেবীর নাম উল্লেখ করতে হলে এই লাইন শেষ হবে না যেমন
"দেবদেবী বা পীর বা অলী বা হুজুর বা মূর্তি বা মানুযের বা..." কত চালাইবেন চালান!!