নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল হইতে সাবধান, ইহা জাতে পাগল তালে ঠিক মশাই

অঘটন গঠিবেই সুতরাং অপেক্ষা করুন, তদন্ত কমিটি আছে না আপনি কেন এত টেনশন করেন!!! :D

পাগলা বস

একজন পাগল তার নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা, পাগল রা সবসময় সমালোচিত, তাদের সমালোচনার কোন মূল্য নেই, সো পাগলের কথায় কান দিয়েন না।। :D

পাগলা বস › বিস্তারিত পোস্টঃ

সব বেইমান দুর্ণীতিবাজ গাদ্দার বাংলা দেশ থেকে নিপাত যাক X(

০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৭

এই লিখাটা কাউকে আঘাত করার জন্য না,যদি কেউ আঘাত পেয়ে থাকেন,দয়া করে এটা নিজ দ্বায়ীত্বে হজম করবেন, এটা সব দুর্ণীতিবাজের বিরুদ্বে বলছি ,

কেউ অপরাধ করলে সেটা অপরাধ ই ,চাই সেটা ছোট হউক অথবা বড ,দুর্নীতিবাজের পক্ষে সাপাই গাওয়া মানে নিজেই একজন দুর্নীতিবাজ বলে পরিচয় দেওযা।আশ্রাফুলের কিছু আবেগী ভক্ত তাঁর আপরাধ্টা মেনে নিতে পারছেন না।কেনরে ভাই!আপনাদের এত দরদ উৎলায়ে উঠল কেন?কিছু অবদান রাখলেই কি যা ইচ্ছা করা যাবে নাকি!এই রকম হলেত দুর্ণীতি দিন দিন বারতেই থাকবে ।পদ্মা সেতুর মত সব কিছু হজম হয়ে যাবে,শেয়ার বাজারের মত সব কিছু ধসে পডবে।আবেগ দিয়ে কিছুই হয় না ।আজ আমাদের সমর্তন অথবা বিরোধীতা ইতিহাস হয়ে থাকবে । মনে রাখা উচিৎ ব্যাক্তির চেয়ে দেশ বড।

সব কিছুই স্বরণীয় হয়্কে থাকে ভাই,সব কিছুই।এই স্বরণীয় হওয়ার মধ্যে কিছু পার্থক্য থাকে এই যা আর কি !!!যেমন ধরেন, মানুষ নবাব সিরাজুদৌল্লাকে ও স্বরণ রাখছের আবার মীর জাফরকে ও স্বরণ রাখছে ।কিন্তু এই স্বরণ রাখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ।যে জাতীর সাথে বেইমানী করতে পারে।১৬ কোটি আবেগী মানুষের সাথে গাদ্দারি করতে পারে সেতো মীর

জাফরের চেয়ে কম না ।সব বেইমান দুর্ণীতিবাজ গাদ্দার বাংলা দেশ থেকে নিপাত যাক । X(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.