নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল হইতে সাবধান, ইহা জাতে পাগল তালে ঠিক মশাই

অঘটন গঠিবেই সুতরাং অপেক্ষা করুন, তদন্ত কমিটি আছে না আপনি কেন এত টেনশন করেন!!! :D

পাগলা বস

একজন পাগল তার নিজের সম্পর্কে কিছু বলতে পারেনা, পাগল রা সবসময় সমালোচিত, তাদের সমালোচনার কোন মূল্য নেই, সো পাগলের কথায় কান দিয়েন না।। :D

পাগলা বস › বিস্তারিত পোস্টঃ

পজিটিভ দৃষ্টিভঙ্গীই আপনার জীবন পাল্টে দিতে পারে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২



আমাদের সমাজে/পরিবারে কেউ কেউ আছেন ,প্রায় প্রতিটি কাজেই নেগেটিভ মন্তব্য করেন , যার কারনে আমরা অনেক সময় সহজ কাজেও মনোবল হারিয়ে ফেলি | আচ্ছা ভাই , কোন কাজে অন্যের কথায় কান না দিয়ে নিজের মত করে করলে কি হয় !!! একদম না করার চেয়ে করতে গিয়ে হারলেও সমস্যা নেই , এতে অভিজ্ঞতা ঝুলি টাও বড় হবে l আর জিতলে তো কথা...ই নেই ,অভিজ্ঞতাও বাড়ল কাজটি ও হল l বাট আশা রাখতে হবে মশাই | ;)



নেগেটিভ মনোভাবের কারনে যা হয়ঃ :| :-/

*মানসিক চাপ বেড়ে যায় ,

*হতশায়ও ভোগতে পারেন ,

*আশেপাশের মানুষের সাথে তিক্ততার পরিবেশ সৃষ্টি হতে পারে ,

*এমন কি জীবন লক্ষ্য উদ্দেশ্যহীনও হয়ে পড়তে পারে l

তাহলে হুদায় নেগেটিভ মাইন্ড নিয়ে থাকবেন ক্যান মশাই !!!



কস্ট করে হলেও মনোভাবের পজেটিভ করেনঃ :)

*ফলে আপনার ধৈর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই কথা টা গ্যারান্টি দিয়ে বলা যায় |

*মানসিক চাপ কমে যাবে ,

*সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ তৈরি হবে |

জীবন টা একান্ত আপনার , তাহলে এটা আপনাকেই গোছাতে হবে ভাই |



একটা কথা মনে রাখবেনঃ B-)

নেগেটিভ মনোভাবের লোকজন সব সময়ই সমালোচনা করে এবং অজুহাত দেখিয়ে কাজ এড়িয়ে যায় | এদেরকে সুধরানো সম্ভব না হলে কৌশলে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ |

;) ;)



বকবক করলাম মনে লয় :P :P

ভাল থাকবেন সবাই :D :D দোয়া কামনা রইল B-)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

পাঠক১৯৭১ বলেছেন: তাবিজ বিক্রয় করেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

পাগলা বস বলেছেন: আপনি করেন নাকি !!! ;) থাকলে এক্কান দ্যান , দেখি উপকার হয় কিনা :পি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

পাগলা বস বলেছেন: আপনি করেন নাকি !!! ;) ;) থাকলে এককান দ্যান , দেহি কোন কাজে লাগে কিনা :ডি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

পাগলা বস বলেছেন: আপনি করেন নাকি মশাই !!!! ;) থাকলে এককান দ্যান , দেহি কোন কাজে লাগে কিনা ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

পাগলা বস বলেছেন: না মশাই করি না ;) , আপনার কাছে থাকলে একটা দিয়েন , দেখি কোন কাজে আসে কিনা ;)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

বেলা শেষে বলেছেন: very good Article, samu Need it tomuch. And i am hier for learning...up to next time.

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

পাগলা বস বলেছেন: ধন্যবাদ মশাই , পুলকিত হলেম আপনার ভাললাগ জেনে | অনুপ্রেরণা ফেলুম ফের ভাল কিছু লিখতে :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.