![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানচিত্র
-আবু জাঈদ
কাঠঠোকড়ার একাগ্র ঠোকড়ে গাছের কান্ডে একটি বিশ্ব মানচিত্র হয়ে গেল
আমি অবাক হয়ে দেখলাম, তাতে সব আছে, নেই শুধু বাংলাদেশ,
আমি পাখিকে শুধালাম, তুমি এ অন্যায় কেন করলে ?
পাখি বলল, তুমি এমন একটি দেশের মানুষ যে দেশের মানচিত্র আমি আকঁতে পারিনা,
তোমার ওই মানচিত্র টি আকঁতে যে ত্রিশ লক্ষ প্রানের শিল্প লেগেছে,
আমি একা তা কি করে আঁকি ?
©somewhere in net ltd.