![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবে প্রিয়তা ?
-আবু জাঈদ
এসো, কাব্য করি,
এসো মনের যাতনা আনন্দে রুপান্তর করি,
এসো, তোমার আমার জোঁনাক গুলোকে আলকিত হবার সুযোগ দেই,
এসো ঝাপসা অমাবশ্যাকে ঘোর অন্ধকার বানিয়ে দেই,
ও প্রিয়তা, আসবে কি ?
এসো দুই হৃদয় কে ভালবাসার কুটিরে বেঁধে ফেলি,
এসো দুই আত্মা কে তেপান্তরে ভাসাই।
যেখানে যাতনা নেই,
কিশোরী মনের দোদুল্যতা নেই,
তোমার আমার আত্মা, শরীর, মন
একে একে সব এক হয়ে যাবে।
আমার প্রতি নিঃশ্বাসে তোমার শরীরে কাঁপন উঠবে,
আমার হাতে তোমার বুকে থরথর ঝড় আসবে,
একটি পরশের জন্যে তুমি খোয়াবে তোমার সম্ভ্রম,
একটু ভালবাসার জন্যে আমি ছুড়ে দিবো পুরো বিশ্ব,
একটু আকুতি, একটু কাকুতি, একটু শান্তি।
ও প্রিয়তা, তোমায় দেবার জন্যে আমার তাজমহল নেই,
নেই হাসনা হেনা, অথবা সবুজ নির্জন,
তবু আসবে ? আসবে, এ হৃওদয়ের তটে ?
প্রেম, আহবান, অথবা জাগতিকতাকে ভুলে ?
অথবা এক পলক সুখের জন্যে পুরো জীবনের সঞ্চয় বাজী রেখে ।
"
©somewhere in net ltd.